ETV Bharat / city

Mamata Banerjee on TMC victory : চার পৌরনিগমে বিপুল জয়ে মা মাটি মানুষকে প্রণাম মমতার

এটা মা, মাটি, মানুষের (victory of Ma Mati Manush) অপ্রতিরোধ্য জয় ৷ চার পৌরনিগমে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হতেই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on TMC victory in Bengal civic polls) ৷

It is once again an overwhelming victory of Ma, Mati, Manush: Mamata Banerjee Bengal civic polls results
আবারও অপ্রতিরোধ্য জয় মা, মাটি, মানুষের: মমতা
author img

By

Published : Feb 14, 2022, 2:16 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : আরও একবার অপ্রতিরোধ্য জয় পেল মা, মাটি, মানুষ (victory of Ma Mati Manush) ৷ চার পৌরনিগমে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয় একপ্রকার নিশ্চিত হতেই এই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on TMC victory in Bengal civic polls) ৷ এই জয়ের (Mamata Banerjee on Bengal civic polls results) পর আরও উৎসাহ নিয়ে তাঁর দল উন্নয়নের কাজ চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী ৷

টুইটে (Mamata Banerjee's tweet on civic polls victory) মমতা লিখেছেন, "এটা আবারও মা, মাটি, মানুষের অপ্রতিরোধ্য জয় ৷ পৌরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের উপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে আন্তরিক অভিনন্দন জানাই ৷"

আরও পড়ুন: BMC Election Result 2022 : জয়ের পরই মমতা-অভিষেকের বাড়িতে সব্যসাচী

তৃণমূলের নেতৃত্বাধীন প্রশাসন আরও উন্নয়নমূলক কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়ে নেত্রী আরও লিখেছেন, "আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আমরা উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷ মা মাটি মানুষকে আমার বিনীত প্রণাম ৷"

আরও পড়ুন: TMC Wins in Siliguri : শিলিগুড়ি পৌরনিগম তৃণমূলের দখলে

চার পৌরনিগম নির্বাচনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করার পথে তৃণমূল কংগ্রেস ৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের আসানসোল পৌরবোর্ড গঠন একপ্রকার নিশ্চিত ৷ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শিলিগুড়ি পৌরনিগমের দখলও নিয়েছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যে মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সবুজ ঝড় বয়েছে চন্দননগর ও বিধাননগর পৌরনিগমেও ৷

আরও পড়ুন: AMC Election Result 2022 : বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে আসানসোল পৌরনিগম দখল তৃণমূলের

কলকাতা, 14 ফেব্রুয়ারি : আরও একবার অপ্রতিরোধ্য জয় পেল মা, মাটি, মানুষ (victory of Ma Mati Manush) ৷ চার পৌরনিগমে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জয় একপ্রকার নিশ্চিত হতেই এই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on TMC victory in Bengal civic polls) ৷ এই জয়ের (Mamata Banerjee on Bengal civic polls results) পর আরও উৎসাহ নিয়ে তাঁর দল উন্নয়নের কাজ চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী ৷

টুইটে (Mamata Banerjee's tweet on civic polls victory) মমতা লিখেছেন, "এটা আবারও মা, মাটি, মানুষের অপ্রতিরোধ্য জয় ৷ পৌরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের উপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে আন্তরিক অভিনন্দন জানাই ৷"

আরও পড়ুন: BMC Election Result 2022 : জয়ের পরই মমতা-অভিষেকের বাড়িতে সব্যসাচী

তৃণমূলের নেতৃত্বাধীন প্রশাসন আরও উন্নয়নমূলক কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়ে নেত্রী আরও লিখেছেন, "আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আমরা উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷ মা মাটি মানুষকে আমার বিনীত প্রণাম ৷"

আরও পড়ুন: TMC Wins in Siliguri : শিলিগুড়ি পৌরনিগম তৃণমূলের দখলে

চার পৌরনিগম নির্বাচনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করার পথে তৃণমূল কংগ্রেস ৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের আসানসোল পৌরবোর্ড গঠন একপ্রকার নিশ্চিত ৷ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শিলিগুড়ি পৌরনিগমের দখলও নিয়েছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যে মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সবুজ ঝড় বয়েছে চন্দননগর ও বিধাননগর পৌরনিগমেও ৷

আরও পড়ুন: AMC Election Result 2022 : বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে আসানসোল পৌরনিগম দখল তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.