কলকাতা, 24 জনুয়ারি : জাতিগত শংসাপত্র নিয়ে বহু অভিযোগ শোনা যায় । লাল ফিতের ফাঁস কিংবা সরকারি কর্মীদের গড়িমসির অভিযোগ উঠেছে বারবার । এই অবস্থা কাটাতে উদ্যোগী হল রাজ্য সরকার । জাতিগত শংসাপত্র পাওয়ার পদ্ধতি ত্বরান্বিত করা হয়েছে । এই ব্যবস্থাকে আরও সহজ করতে নেওয়া হচ্ছে স্মার্ট পদক্ষেপ। জাতিগত শংসাপত্র পেতে আর সরকারি দপ্তরে দরবার করতে হবে না । এবার মোবাইল থেকেই যাতে SC,ST,OBC সার্টিফিকেটের জন্য আবেদন করা যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে । পাশাপাশি অনলাইনে ডাউনলোডও করা যাবে সার্টিফিকেট ।
নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে শংসাপত্র বিষয়টি অনলাইনে করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য তৈরি করা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি সফটঅয়্যার ও অ্যাপ । খুব শীগ্রই তা প্রকাশ্যে আনা হবে বলে জানা গেছে । এই পরিষেবা শুরু হলে দ্বিতীয় প্রজন্মের শংসাপত্র প্রাপকদের আগে শংসাপত্র ইশু হয়ে থাকলে তাদের আর সরকারি দপ্তরে যাওয়ারই প্রয়োজন হবে না। অনলাইনে আবেদনের সঙ্গে পরিবারের অন্যদের সার্টিফিকেটের স্ক্যানড কপি আপলোড করে দিলেই হবে । পাশাপাশি আবেদনকারীকে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কের জায়গাটি প্রতিষ্ঠা করে দিলেই হবে।
এখন নয় লাখের কিছু বেশি SC, ST, OBC শংসাপত্র ইশু করা হয় বছরে । তবে অনলাইনে আবেদন করা গেলে লাখ লাখ মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে । অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর সূত্রে খবর, অফলাইনের প্রক্রিয়াটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে না । যাঁরা সরকারি দপ্তরে গিয়ে আবেদন করে শংসাপত্র নিতে চান তাঁদের জন্য সেই ব্যবস্থাও চালু থাকবে ।