ETV Bharat / city

Srikanta Mahata: 'বেফাঁস' মন্তব্যের জেরে মন্ত্রী পদ খোয়ানোর পথে শ্রীকান্ত মাহাতো ? - শ্রীকান্ত মাহাতো

'বেফাঁস' মন্তব্যের মন্তব্যের জেরে শ্রীকান্ত মাহাতোর নিরাপত্তা সরানো নিয়ে জল্পনা তুঙ্গে ৷ আলটপকা মন্তব্য করে অসস্তিতে পড়েছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী তথা শালবনির বিধায়ক ৷ দলবিরোধী মন্তব্যের জেরে মন্ত্রীকে (Srikanta Mahata) শো-কজ করেছিল তৃণমূল (TMC Show cause Minister Srikanta Mahata) ৷

Is Srikanta Mahata on verge of losing ministry due to his comment
Srikanta Mahata
author img

By

Published : Aug 31, 2022, 3:37 PM IST

Updated : Aug 31, 2022, 3:53 PM IST

কলকাতা, 31 অগস্ট: আলটপকা মন্তব্যের জেরে এবার মন্ত্রী পদ যেতে পারে শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahata) । এই নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে ।

রবিবার সকালেই মন্ত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল । সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছিল,দেবাদিদেব মহাদেব, জুন মালিয়া, নুসরত-মুসরত, মিমি-ঝিমি, সন্ধ্যা রায়, সায়নী-সায়ন্তিকা, নেপাল সিং-সন্দীপ সিং-উত্তরা সিং যাঁরা লুটেপুটে খাচ্ছে, তাঁরা যদি সম্পদ হয়, তা হলে তো আর পার্টি করা যাবে না । আর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাঁকে শো-কজ করা হয় (TMC Show cause Minister Srikanta Mahata) ।

পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি নিজেও জানিয়ে দেন, ব্যক্তিগতভাবে ক্ষমাও চেয়েছেন তিনি । তারপর মনে করা হচ্ছিল গোটা বিষয়টি সেখানেই থিতিয়ে গিয়েছে । কিন্তু বুধবার সকালে হঠাৎই নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রীর নিরাপত্তা প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য । আর এর থেকেই জল্পনা জোরালো হয়, তাহলে কি এবার মন্ত্রী পদ খোয়াতে পারেন তিনিও ?

প্রসঙ্গত, এ দিনই নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে । এই বৈঠকে শ্রীকান্তর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর । নবান্নের একটা সূত্র থেকেই এ দিন জানা গিয়েছে, শ্রীকান্তর নিরাপত্তায় যে পুলিশি ব্যবস্থা ছিল, তা তুলে নেওয়া হচ্ছে । এক জন দেহরক্ষী বাদে বাকি সবাইকে পুলিশ লাইনে চলে যেতে বলা হয়েছে । এমনকি তাঁর এসকর্ট গাড়িও তুলে নেওয়া হয়েছে । এর থেকেই স্পষ্ট মন্ত্রী হিসাবে আজই হয়তো তাঁর শেষ দিন হতে চলেছে ।

আরও পড়ুন: জুন, নুসরতরা লুটে পুটে খাচ্ছে, বিস্ফোরক মন্তব্যের জেরে মন্ত্রীকে শোকজ তৃণমূলের

এদিকে দলীয় সূত্রে খবর, এমনিতেই গত পঞ্চায়েত ভোট থেকেই শ্রীকান্ত মাহাতোর কাজে খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । অতীতে বেশ কয়েকবার তাঁকে সতর্ক করাও হয়েছে । তবে সাম্প্রতিক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর এই ক্ষোভ আরও বেড়েছে বলে খবর ।

এদিন ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, এমন খবর সত্য নয় । এই মুহূর্তে তিনি কলকাতাতেই রয়েছেন । তাঁকে যথারীতি মন্ত্রিসভার বৈঠকেও ডাকা হয়েছে । সাধারণত তিনি যখন কলকাতায় আসেন একজন নিরাপত্তার রক্ষী নিয়েই আসেন । এর মধ্যে কোনও নতুনত্ব নেই । যদিও জেলার এক নেতার কথায়, শ্রীকান্ত কলকাতায় এলেও বাকি নিরাপত্তা রক্ষীরা তাঁর বাড়িতেই থাকে । এবার সমস্ত রক্ষীদের পুলিশ লাইনে চলে যেতে বলা হয়েছে ।

আরও পড়ুন: ভিডিয়ো ভাইরাল হতেই সতর্ক মন্ত্রী! বাড়ির দরজায় লাগানো হল মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

যাই হোক, মন্ত্রিসভার বৈঠকে আর কিছুক্ষণের অপেক্ষা । তখনই সব তথ্য পরিষ্কার হয়ে যাবে। তবে এটা স্পষ্ট আগামিদিনে তিনি মন্ত্রী থাকুন অথবা না থাকুন দল কিন্তু তার মন্তব্য ভালোভাবে নেয়নি (Is Srikanta Mahata on verge of losing ministry due to his comment) ।

কলকাতা, 31 অগস্ট: আলটপকা মন্তব্যের জেরে এবার মন্ত্রী পদ যেতে পারে শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahata) । এই নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে ।

রবিবার সকালেই মন্ত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল । সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছিল,দেবাদিদেব মহাদেব, জুন মালিয়া, নুসরত-মুসরত, মিমি-ঝিমি, সন্ধ্যা রায়, সায়নী-সায়ন্তিকা, নেপাল সিং-সন্দীপ সিং-উত্তরা সিং যাঁরা লুটেপুটে খাচ্ছে, তাঁরা যদি সম্পদ হয়, তা হলে তো আর পার্টি করা যাবে না । আর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাঁকে শো-কজ করা হয় (TMC Show cause Minister Srikanta Mahata) ।

পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি নিজেও জানিয়ে দেন, ব্যক্তিগতভাবে ক্ষমাও চেয়েছেন তিনি । তারপর মনে করা হচ্ছিল গোটা বিষয়টি সেখানেই থিতিয়ে গিয়েছে । কিন্তু বুধবার সকালে হঠাৎই নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রীর নিরাপত্তা প্রত্যাহার করে নিচ্ছে রাজ্য । আর এর থেকেই জল্পনা জোরালো হয়, তাহলে কি এবার মন্ত্রী পদ খোয়াতে পারেন তিনিও ?

প্রসঙ্গত, এ দিনই নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে । এই বৈঠকে শ্রীকান্তর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর । নবান্নের একটা সূত্র থেকেই এ দিন জানা গিয়েছে, শ্রীকান্তর নিরাপত্তায় যে পুলিশি ব্যবস্থা ছিল, তা তুলে নেওয়া হচ্ছে । এক জন দেহরক্ষী বাদে বাকি সবাইকে পুলিশ লাইনে চলে যেতে বলা হয়েছে । এমনকি তাঁর এসকর্ট গাড়িও তুলে নেওয়া হয়েছে । এর থেকেই স্পষ্ট মন্ত্রী হিসাবে আজই হয়তো তাঁর শেষ দিন হতে চলেছে ।

আরও পড়ুন: জুন, নুসরতরা লুটে পুটে খাচ্ছে, বিস্ফোরক মন্তব্যের জেরে মন্ত্রীকে শোকজ তৃণমূলের

এদিকে দলীয় সূত্রে খবর, এমনিতেই গত পঞ্চায়েত ভোট থেকেই শ্রীকান্ত মাহাতোর কাজে খুশি ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । অতীতে বেশ কয়েকবার তাঁকে সতর্ক করাও হয়েছে । তবে সাম্প্রতিক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর এই ক্ষোভ আরও বেড়েছে বলে খবর ।

এদিন ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, এমন খবর সত্য নয় । এই মুহূর্তে তিনি কলকাতাতেই রয়েছেন । তাঁকে যথারীতি মন্ত্রিসভার বৈঠকেও ডাকা হয়েছে । সাধারণত তিনি যখন কলকাতায় আসেন একজন নিরাপত্তার রক্ষী নিয়েই আসেন । এর মধ্যে কোনও নতুনত্ব নেই । যদিও জেলার এক নেতার কথায়, শ্রীকান্ত কলকাতায় এলেও বাকি নিরাপত্তা রক্ষীরা তাঁর বাড়িতেই থাকে । এবার সমস্ত রক্ষীদের পুলিশ লাইনে চলে যেতে বলা হয়েছে ।

আরও পড়ুন: ভিডিয়ো ভাইরাল হতেই সতর্ক মন্ত্রী! বাড়ির দরজায় লাগানো হল মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

যাই হোক, মন্ত্রিসভার বৈঠকে আর কিছুক্ষণের অপেক্ষা । তখনই সব তথ্য পরিষ্কার হয়ে যাবে। তবে এটা স্পষ্ট আগামিদিনে তিনি মন্ত্রী থাকুন অথবা না থাকুন দল কিন্তু তার মন্তব্য ভালোভাবে নেয়নি (Is Srikanta Mahata on verge of losing ministry due to his comment) ।

Last Updated : Aug 31, 2022, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.