ETV Bharat / city

SSC Recruitment Scam নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই কি প্রযোজক হওয়ার পরিকল্পনা ছিল প্রসন্নর - সিবিআই

নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) টাকা কি সিনেমা তৈরিতেও ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল ? মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতারের পর এমনই তথ্য পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ প্রসন্নর কাছ থেকে উদ্ধার হওয়া নথি থেকেই তথ্য পেয়েছে সিবিআই (CBI) ৷ গোয়েন্দাদের অনুমান, দুর্নীতির কালো টাকা (Black money) সাদা করতেই এই সিদ্ধান্ত নিয়েছিল প্রসন্ন ৷

is-prasanna-roy-planning-to-use-black-money-from-ssc-recruitment-scam-to-make-film
SSC Recruitment Scam নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই কি প্রযোজক হওয়ার পরিকল্পনা ছিল প্রসন্নর
author img

By

Published : Aug 29, 2022, 3:46 PM IST

কলকাতা, 29 অগস্ট : সিনেমার ভালো প্রযোজক হতে চেয়েছিলেন সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ প্রসন্ন রায় । সিবিআইয়ের অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকা (Black money) সাদা করতেই সিনেমায় বিনিয়োগের পরিকল্পনা করেছিল ওই প্রসন্ন ৷

প্রসন্নকে নিজেদের হেফাজতে নিয়ে সিবিআইয়ের একটি দল তাঁর নিউটাউনের অফিসে প্রায় ঘণ্টা তিনেক ধরে তল্লাশি অভিযান চালিয়েছিল । সেখান থেকে উদ্ধার হয়েছিল একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র, ফাইল, কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ-সহ একাধিক সামগ্রী ।

সিবিআইয়ের দাবি, প্রসন্ন নিউটাউনের অফিস থেকে বাজেয়াপ্ত হওয়া বিভিন্ন নথিপত্র ঘেঁটে আপাতত গোয়েন্দারা জানতে পেরেছেন যে খুব শিগগিরই টলিউডে সিনেমার প্রযোজক হওয়ার চেষ্টা করছিল প্রসন্ন । ইতিমধ্যেই প্রসন্ন অফিস থেকে বিভিন্ন যে নথিপত্র উদ্ধার করেছে, সেখান থেকে বেশ কয়েকজন কলাকুশলীদের নামও পেয়েছেন গোয়েন্দারা । যদিও সঠিক কাদের কাদের নাম পাওয়া গিয়েছে, সেই সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি ।

সিবিআইয়ের অনুমান, পার্থ চট্টোপাধ্যায় 2014 সাল থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলানোর পর থেকেই আদতে নারকেলডাঙ্গার বাসিন্দা প্রসন্ন রায়ের আচমকাই উল্কার গতিতে উত্থান হতে শুরু করে । নিউটাউনে একটি ফ্ল্যাট কিনে সপরিবারে সেখানে চলে যান প্রসন্ন । সেখান থেকেই বিভিন্ন ব্যবসা, গাড়ি, বাড়ি, হোটেল করে একেবারে জীবনের সাফল্যের শীর্ষে পৌঁছায় প্রসন্ন ।

সিবিআইয়ের অনুমান, নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা টাকায় পরিণত করতেই কি প্রসন্ন প্রযোজক হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান এক্ষেত্রে প্রসন্নকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে । তাহলেই এই ঘটনায় আরও অনেক তথ্য পাওয়া যাবে ৷

আরও পড়ুন : পার্থ শিক্ষামন্ত্রী হওয়ার পরেই জামাই পরিচয়ে 200 বিঘা জমি কেনে প্রসন্ন

কলকাতা, 29 অগস্ট : সিনেমার ভালো প্রযোজক হতে চেয়েছিলেন সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ প্রসন্ন রায় । সিবিআইয়ের অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকা (Black money) সাদা করতেই সিনেমায় বিনিয়োগের পরিকল্পনা করেছিল ওই প্রসন্ন ৷

প্রসন্নকে নিজেদের হেফাজতে নিয়ে সিবিআইয়ের একটি দল তাঁর নিউটাউনের অফিসে প্রায় ঘণ্টা তিনেক ধরে তল্লাশি অভিযান চালিয়েছিল । সেখান থেকে উদ্ধার হয়েছিল একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র, ফাইল, কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ-সহ একাধিক সামগ্রী ।

সিবিআইয়ের দাবি, প্রসন্ন নিউটাউনের অফিস থেকে বাজেয়াপ্ত হওয়া বিভিন্ন নথিপত্র ঘেঁটে আপাতত গোয়েন্দারা জানতে পেরেছেন যে খুব শিগগিরই টলিউডে সিনেমার প্রযোজক হওয়ার চেষ্টা করছিল প্রসন্ন । ইতিমধ্যেই প্রসন্ন অফিস থেকে বিভিন্ন যে নথিপত্র উদ্ধার করেছে, সেখান থেকে বেশ কয়েকজন কলাকুশলীদের নামও পেয়েছেন গোয়েন্দারা । যদিও সঠিক কাদের কাদের নাম পাওয়া গিয়েছে, সেই সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি ।

সিবিআইয়ের অনুমান, পার্থ চট্টোপাধ্যায় 2014 সাল থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীর দায়িত্ব সামলানোর পর থেকেই আদতে নারকেলডাঙ্গার বাসিন্দা প্রসন্ন রায়ের আচমকাই উল্কার গতিতে উত্থান হতে শুরু করে । নিউটাউনে একটি ফ্ল্যাট কিনে সপরিবারে সেখানে চলে যান প্রসন্ন । সেখান থেকেই বিভিন্ন ব্যবসা, গাড়ি, বাড়ি, হোটেল করে একেবারে জীবনের সাফল্যের শীর্ষে পৌঁছায় প্রসন্ন ।

সিবিআইয়ের অনুমান, নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা টাকায় পরিণত করতেই কি প্রসন্ন প্রযোজক হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান এক্ষেত্রে প্রসন্নকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে । তাহলেই এই ঘটনায় আরও অনেক তথ্য পাওয়া যাবে ৷

আরও পড়ুন : পার্থ শিক্ষামন্ত্রী হওয়ার পরেই জামাই পরিচয়ে 200 বিঘা জমি কেনে প্রসন্ন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.