কলকাতা, 29 জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal SSC Scam) কাণ্ডে এবার নাম জাড়ালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম । শুধু পার্থ চট্টোপাধ্যায় জামাই নন, বরং এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে একাধিক প্রভাবশালী এবং তাঁর জামাইয়ের মামাও । এমনটাই মনে করছেন গোয়েন্দারা ৷
ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া একাধিক নথিপত্র এবং মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হওয়া একাধিক নথিপত্র একত্রিত করে এই তথ্য মিলেছে ৷
যদিও এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে এখনই নোটিশ পাঠানো হবে কি না, সেই বিষয়ে সম্পূর্ণরূপে কিছু জানা যায়নি । ইডি সূত্রে খবর, বিভিন্ন কোম্পানি-সহ রিয়েল এস্টেটের বিজনেসে টাকা খাটানো হত । গোয়েন্দারা অনুমান করছেন, উদ্ধার হওয়া টাকা খাটানো হতো বিভিন্ন ব্যবসায় ।
গোয়েন্দারা অনুমান করছেন, একাধিক কোম্পানি পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন ভুয়ো নথিপত্রের মাধ্যমে খুলেছিলেন এবং সেই কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদায় পরিণত করতেন । অভিযোগ, রীতিমতো সারদা কেলেঙ্কারি (Saradha Scam) মতো বিভিন্ন কোম্পানি খুলে এই অপরাধের কর্মকাণ্ড করা হত ৷
আরও পড়ুন : Update on SSC Scam: ভুয়ো নাম-ঠিকানা দিয়ে একাধিক সংস্থা খুলেছিলেন পার্থ, দাবি তদন্তকারীদের