ETV Bharat / city

SSC Recruitment Scam : এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তে আগামী বুধবার কি বড় কোনও সিদ্ধান্ত নেবে সিবিআই ? - Is CBI planning to take significant step in SSC Recruitment Scam on Wednesday

এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) আগামী বুধবার জেরার জন্য ফের রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Bengal Minister Partha Chatterjee) তলব করেছে সিবিআই ৷ আবার কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো (CBI) সূত্রের খবর, এই ঘটনার তদন্তে শিগগিরই বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে সিবিআই ৷ সেই সিদ্ধান্ত কি বুধবার নেওয়া হবে, উঠছে প্রশ্ন (Is CBI planning to take significant step in SSC Recruitment Scam on Wednesday) ৷

is-cbi-planning-to-take-significant-step-in-ssc-recruitment-scam-on-wednesday
SSC Recruitment Scam : এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্তে আগামী বুধবার কি বড় কোনও সিদ্ধান্ত নেবে সিবিআই ?
author img

By

Published : May 23, 2022, 9:16 PM IST

কলকাতা, 23 মে : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ ইতিমধ্য়ে অনেককে জেরাও করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো (CBI) ৷ সেই তালিকায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Bengal Minister Partha Chatterjee) মতো হেভিওয়েট রাজনৈতিক নেতাও রয়েছেন ৷ তাই রোজই এই তদন্তের ঘটনাক্রমের উপর নজর থাকছে গোটা বাংলার ৷

সিবিআই সূত্রে খবর, এই মামলার তদন্তে ইতিমধ্যে অনেক তথ্য হাতে এসেছে ৷ আর তার ভিত্তিতেই তদন্তকারীরা একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন ৷ কিন্তু কবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে সিবিআই-এর তরফে কিছু স্পষ্ট করা হয়নি ৷ তাই প্রশ্ন উঠছে, আগামী বুধবারই কি সেই বড় সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা (Is CBI planning to take significant step in SSC Recruitment Scam on Wednesday) ?

ঘটনাচক্রে সেদিন আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরার জন্য ডেকেছে সিবিআই ৷ ফলে এই নিয়ে রাজনৈতিক মহলে এই দুর্নীতি মামলা নিয়ে জল্পনা আরও বেড়েছে ৷ কারণ, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম নির্দেশেই জানিয়েছিলেন যে সিবিআই প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েও জেরা করতে পারে ৷ গ্রেফতারি এড়াতে পরে হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে গিয়েই লাভ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের ৷ বরং তাঁর আবেদন খারিজ হয়ে যায় ৷ সেই কারণেই প্রশ্ন উঠছে যে বড় সিদ্ধান্ত বলতে সিবিআই ঠিক কী বোঝাতে চাইছে ?

যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিবিআইয়ের কর্তারা ৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে, গত বুধবারের জেরায় পার্থ চট্টোপাধ্যায় যেমন অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, তেমনই অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ৷ তাই তাঁকে জেরা করে খুশি নন তদন্তকারীরা ৷ সেই কারণেই আগামী বুধবার তৃণমূল কংগ্রেসের মহাসচিবকে আবার জেরার জন্য তলব করা হয়েছে ৷

সিবিআই ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত এসএসসি-র কমিটির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও এসএসসির একাধিক আধিকারিককে জেরা করেছে ৷ সেখান থেকেও কিছু তথ্য উঠে এসেছে ৷ সেই তথ্যগুলি এবার মিলিয়ে দেখতে চায় সিবিআই ৷ তাই বুধবার পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা ৷

অন্যদিকে সিবিআইয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের তরফে ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । তারা দেশের সর্বোচ্চ আদালতে যেতে চান, সেই কারণে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করা হয় সিবিআইয়ের কাছে ৷ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তরফে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে ৷

তার ফলে প্রশ্ন উঠছে যে বুধবার ঠিক কী ঘটতে চলেছে নিজাম প্যালেসে ? উত্তর অধরা৷ অপেক্ষা করতেই হবে আরও কয়েক ঘণ্টা ৷

আরও পড়ুন : Justice Abhijit Gangopadhyay: ডব্লিউবিসিএস অফিসার থেকে বিচারপতি, নজরকাড়া কেরিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, 23 মে : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ ইতিমধ্য়ে অনেককে জেরাও করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো (CBI) ৷ সেই তালিকায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Bengal Minister Partha Chatterjee) মতো হেভিওয়েট রাজনৈতিক নেতাও রয়েছেন ৷ তাই রোজই এই তদন্তের ঘটনাক্রমের উপর নজর থাকছে গোটা বাংলার ৷

সিবিআই সূত্রে খবর, এই মামলার তদন্তে ইতিমধ্যে অনেক তথ্য হাতে এসেছে ৷ আর তার ভিত্তিতেই তদন্তকারীরা একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন ৷ কিন্তু কবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে সিবিআই-এর তরফে কিছু স্পষ্ট করা হয়নি ৷ তাই প্রশ্ন উঠছে, আগামী বুধবারই কি সেই বড় সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা (Is CBI planning to take significant step in SSC Recruitment Scam on Wednesday) ?

ঘটনাচক্রে সেদিন আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরার জন্য ডেকেছে সিবিআই ৷ ফলে এই নিয়ে রাজনৈতিক মহলে এই দুর্নীতি মামলা নিয়ে জল্পনা আরও বেড়েছে ৷ কারণ, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম নির্দেশেই জানিয়েছিলেন যে সিবিআই প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েও জেরা করতে পারে ৷ গ্রেফতারি এড়াতে পরে হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে গিয়েই লাভ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের ৷ বরং তাঁর আবেদন খারিজ হয়ে যায় ৷ সেই কারণেই প্রশ্ন উঠছে যে বড় সিদ্ধান্ত বলতে সিবিআই ঠিক কী বোঝাতে চাইছে ?

যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিবিআইয়ের কর্তারা ৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে, গত বুধবারের জেরায় পার্থ চট্টোপাধ্যায় যেমন অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, তেমনই অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ৷ তাই তাঁকে জেরা করে খুশি নন তদন্তকারীরা ৷ সেই কারণেই আগামী বুধবার তৃণমূল কংগ্রেসের মহাসচিবকে আবার জেরার জন্য তলব করা হয়েছে ৷

সিবিআই ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত এসএসসি-র কমিটির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও এসএসসির একাধিক আধিকারিককে জেরা করেছে ৷ সেখান থেকেও কিছু তথ্য উঠে এসেছে ৷ সেই তথ্যগুলি এবার মিলিয়ে দেখতে চায় সিবিআই ৷ তাই বুধবার পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা ৷

অন্যদিকে সিবিআইয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের তরফে ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । তারা দেশের সর্বোচ্চ আদালতে যেতে চান, সেই কারণে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করা হয় সিবিআইয়ের কাছে ৷ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তরফে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে ৷

তার ফলে প্রশ্ন উঠছে যে বুধবার ঠিক কী ঘটতে চলেছে নিজাম প্যালেসে ? উত্তর অধরা৷ অপেক্ষা করতেই হবে আরও কয়েক ঘণ্টা ৷

আরও পড়ুন : Justice Abhijit Gangopadhyay: ডব্লিউবিসিএস অফিসার থেকে বিচারপতি, নজরকাড়া কেরিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.