কলকাতা, 23 মে : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ ইতিমধ্য়ে অনেককে জেরাও করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো (CBI) ৷ সেই তালিকায় রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Bengal Minister Partha Chatterjee) মতো হেভিওয়েট রাজনৈতিক নেতাও রয়েছেন ৷ তাই রোজই এই তদন্তের ঘটনাক্রমের উপর নজর থাকছে গোটা বাংলার ৷
সিবিআই সূত্রে খবর, এই মামলার তদন্তে ইতিমধ্যে অনেক তথ্য হাতে এসেছে ৷ আর তার ভিত্তিতেই তদন্তকারীরা একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন ৷ কিন্তু কবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে সিবিআই-এর তরফে কিছু স্পষ্ট করা হয়নি ৷ তাই প্রশ্ন উঠছে, আগামী বুধবারই কি সেই বড় সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা (Is CBI planning to take significant step in SSC Recruitment Scam on Wednesday) ?
ঘটনাচক্রে সেদিন আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরার জন্য ডেকেছে সিবিআই ৷ ফলে এই নিয়ে রাজনৈতিক মহলে এই দুর্নীতি মামলা নিয়ে জল্পনা আরও বেড়েছে ৷ কারণ, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম নির্দেশেই জানিয়েছিলেন যে সিবিআই প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েও জেরা করতে পারে ৷ গ্রেফতারি এড়াতে পরে হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে গিয়েই লাভ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের ৷ বরং তাঁর আবেদন খারিজ হয়ে যায় ৷ সেই কারণেই প্রশ্ন উঠছে যে বড় সিদ্ধান্ত বলতে সিবিআই ঠিক কী বোঝাতে চাইছে ?
যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিবিআইয়ের কর্তারা ৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে, গত বুধবারের জেরায় পার্থ চট্টোপাধ্যায় যেমন অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, তেমনই অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ৷ তাই তাঁকে জেরা করে খুশি নন তদন্তকারীরা ৷ সেই কারণেই আগামী বুধবার তৃণমূল কংগ্রেসের মহাসচিবকে আবার জেরার জন্য তলব করা হয়েছে ৷
সিবিআই ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত এসএসসি-র কমিটির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও এসএসসির একাধিক আধিকারিককে জেরা করেছে ৷ সেখান থেকেও কিছু তথ্য উঠে এসেছে ৷ সেই তথ্যগুলি এবার মিলিয়ে দেখতে চায় সিবিআই ৷ তাই বুধবার পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা ৷
অন্যদিকে সিবিআইয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের তরফে ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । তারা দেশের সর্বোচ্চ আদালতে যেতে চান, সেই কারণে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করা হয় সিবিআইয়ের কাছে ৷ কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তরফে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে ৷
তার ফলে প্রশ্ন উঠছে যে বুধবার ঠিক কী ঘটতে চলেছে নিজাম প্যালেসে ? উত্তর অধরা৷ অপেক্ষা করতেই হবে আরও কয়েক ঘণ্টা ৷
আরও পড়ুন : Justice Abhijit Gangopadhyay: ডব্লিউবিসিএস অফিসার থেকে বিচারপতি, নজরকাড়া কেরিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের