ETV Bharat / city

মুকুলকে ঘরে ফিরিয়ে তৃণমূলের নতুন চাণক্য কি অভিষেক ? - mukul roy news

মুকুল রায়ের তৃণমূলে ফেরার পিছনে অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা দেখতে পাচ্ছেন ৷ সত্যিই কি তাই ?

is abhishek banerjee new chanakya of mamata banerjee party aitc
মুকুলকে ঘরে ফিরিয়ে তৃণমূলের নতুন চাণক্য কি অভিষেক ?
author img

By

Published : Jun 11, 2021, 10:09 PM IST

কলকাতা, 11 জুন : শুক্রবার তৃণমূল ভবনে মুকুল রায়কে (Mukul Roy) স্বাগত জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ উত্তরীয় পরিয়ে দিলেন ৷ জড়িয়েও ধরলেন ৷ সেই সময় অভিষেকের মুখে তৃপ্তির অভিব্যক্তি নজর এড়ায়নি কারও ৷ কৌশলী চালে বিপক্ষকে ধাক্কা দেওয়ার পর যে তৃপ্তি আসে, অভিষেকের মুখে সেটাই দেখা গিয়েছে এদিন ৷

তৃণমূল কংগ্রেসের একটি সূত্র বলছে যে মুকুলের ঘর ওয়াপসির এই পুরো এপিসোডে অভিষেকের ভূমিকা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ পুরো ক্ষেত্রটা তিনিই তৈরি করে দিয়েছিলেন ৷ আর সেগুলি গত কয়েকদিনে প্রকাশ্যে দেখা গিয়েছে ৷ হাসপাতালে অসুস্থ মুকুল-পত্নীকে দেখতে গিয়েছেন অভিষেক ৷ সেই প্রসঙ্গে মুকুল-পত্নীকে মাতৃসমা বলেও উল্লেখ করেছেন ৷ অভিষেকের সৌজন্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও ৷

আরও পড়ুন : ঝরল মুকুল; শুভেন্দু-আদিখ্যেতার মাশুল দিল বিজেপি ?

তাই রাজনৈতিক মহল মুকুলের তৃণমূল কংগ্রেসে ফেরার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফল্য দেখতে পাচ্ছেন ৷ তৃণমূল ছাড়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মুকুলের সম্পর্কের যে শীতলতা তৈরি হয়েছিল, সেটা সম্ভবত অভিষেকও দূর করেছেন ৷

আর এর মাধ্যমে তিনি প্রতিপক্ষ বিজেপিকেও ধাক্কা দিলেন ৷ কারণ, মুকুল রায় তৃণমূলে ফেরা মানে তাঁর অনুগামীরাও একে একে তৃণমূলেই ফিরবেন ৷ অথবা ফিরতে শুরু করেছেন ৷ তাই 2024 এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই ঘটনাকে অভিষেকের সাফল্য হিসেবেও ব্যাখ্যা করছেন কোনও কোনও রাজনৈতিক বিশ্লেষক ৷

আরও পড়ুন : ফিরলেন বটে! তৃণমূলে ব্রাত্য হয়েই কিন্তু বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায়

যদিও রাজনৈতিক পর্যবেক্ষক শুভাশিস মৈত্র বলছেন, ‘‘তৃণমূল কংগ্রেসে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু প্রভাব থাকতে পারে ৷ কিন্তু সিদ্ধান্ত নেন মমতা ৷ অন্য কেউ মমতাকে বলতে পারেন বা অনুরোধ করতে পারেন ৷’’ একই সঙ্গে তিনি এটাও মনে করছেন যে মুকুলের ক্ষেত্রে তৃণমূলে ফেরার পরিস্থিতি তৈরি করতে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

এই প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য একটি অংশের বক্তব্য, বিজেপিকে ধাক্কা দেওয়ার চেষ্টা ভোটের আগেও করেছিলেন অভিষেক ৷ সেই সময় তিনি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আটকানোর শেষ চেষ্টা করেছিলেন ৷ মুখোমুখি বৈঠকেও বসেছিলেন ৷ কিন্তু তখন তিনি সাফল্য পাননি ৷ যা এবার পেলেন মুকুল রায়ের ক্ষেত্রে ৷

আরও পড়ুন : Mukul Roy : পিসিকে পাশে বসিয়ে দ্বিতীয় দফায় মুকুলের অভিষেক পর্বকে স্বাগত জানালেন ভাইপো

এর ফলে রাজনীতিতে সামগ্রিক ভাবে অভিষেকের গুরুত্ব অনেকটাই বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

কলকাতা, 11 জুন : শুক্রবার তৃণমূল ভবনে মুকুল রায়কে (Mukul Roy) স্বাগত জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ উত্তরীয় পরিয়ে দিলেন ৷ জড়িয়েও ধরলেন ৷ সেই সময় অভিষেকের মুখে তৃপ্তির অভিব্যক্তি নজর এড়ায়নি কারও ৷ কৌশলী চালে বিপক্ষকে ধাক্কা দেওয়ার পর যে তৃপ্তি আসে, অভিষেকের মুখে সেটাই দেখা গিয়েছে এদিন ৷

তৃণমূল কংগ্রেসের একটি সূত্র বলছে যে মুকুলের ঘর ওয়াপসির এই পুরো এপিসোডে অভিষেকের ভূমিকা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ পুরো ক্ষেত্রটা তিনিই তৈরি করে দিয়েছিলেন ৷ আর সেগুলি গত কয়েকদিনে প্রকাশ্যে দেখা গিয়েছে ৷ হাসপাতালে অসুস্থ মুকুল-পত্নীকে দেখতে গিয়েছেন অভিষেক ৷ সেই প্রসঙ্গে মুকুল-পত্নীকে মাতৃসমা বলেও উল্লেখ করেছেন ৷ অভিষেকের সৌজন্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও ৷

আরও পড়ুন : ঝরল মুকুল; শুভেন্দু-আদিখ্যেতার মাশুল দিল বিজেপি ?

তাই রাজনৈতিক মহল মুকুলের তৃণমূল কংগ্রেসে ফেরার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফল্য দেখতে পাচ্ছেন ৷ তৃণমূল ছাড়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মুকুলের সম্পর্কের যে শীতলতা তৈরি হয়েছিল, সেটা সম্ভবত অভিষেকও দূর করেছেন ৷

আর এর মাধ্যমে তিনি প্রতিপক্ষ বিজেপিকেও ধাক্কা দিলেন ৷ কারণ, মুকুল রায় তৃণমূলে ফেরা মানে তাঁর অনুগামীরাও একে একে তৃণমূলেই ফিরবেন ৷ অথবা ফিরতে শুরু করেছেন ৷ তাই 2024 এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই ঘটনাকে অভিষেকের সাফল্য হিসেবেও ব্যাখ্যা করছেন কোনও কোনও রাজনৈতিক বিশ্লেষক ৷

আরও পড়ুন : ফিরলেন বটে! তৃণমূলে ব্রাত্য হয়েই কিন্তু বিজেপিতে গিয়েছিলেন মুকুল রায়

যদিও রাজনৈতিক পর্যবেক্ষক শুভাশিস মৈত্র বলছেন, ‘‘তৃণমূল কংগ্রেসে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু প্রভাব থাকতে পারে ৷ কিন্তু সিদ্ধান্ত নেন মমতা ৷ অন্য কেউ মমতাকে বলতে পারেন বা অনুরোধ করতে পারেন ৷’’ একই সঙ্গে তিনি এটাও মনে করছেন যে মুকুলের ক্ষেত্রে তৃণমূলে ফেরার পরিস্থিতি তৈরি করতে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

এই প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য একটি অংশের বক্তব্য, বিজেপিকে ধাক্কা দেওয়ার চেষ্টা ভোটের আগেও করেছিলেন অভিষেক ৷ সেই সময় তিনি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আটকানোর শেষ চেষ্টা করেছিলেন ৷ মুখোমুখি বৈঠকেও বসেছিলেন ৷ কিন্তু তখন তিনি সাফল্য পাননি ৷ যা এবার পেলেন মুকুল রায়ের ক্ষেত্রে ৷

আরও পড়ুন : Mukul Roy : পিসিকে পাশে বসিয়ে দ্বিতীয় দফায় মুকুলের অভিষেক পর্বকে স্বাগত জানালেন ভাইপো

এর ফলে রাজনীতিতে সামগ্রিক ভাবে অভিষেকের গুরুত্ব অনেকটাই বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.