ETV Bharat / city

নারদ মামলায় জামিন পেলেন IPS মির্জ়া

জামিন পেলেন নারদ মামলায় অভিযুক্ত IPS অফিসার এস এম এইচ মির্জ়া ৷ গ্রেপ্তারির 56 দিনের মাথায় জামিন পেলেন ৷

author img

By

Published : Nov 21, 2019, 12:57 AM IST

মির্জ়া ফাইল ছবি

কলকাতা, 21 নভেম্বর : অবশেষে জামিন পেলেন নারদ মামলায় অভিযুক্ত IPS অফিসার এস এম এইচ মির্জ়া ৷ আজ ব্যাঙ্কশাল কোর্টের CBI-এর বিশেষ আদালত স্পেশাল পুট আপে মির্জ়াকে জামিন দিল ৷ তাঁর আইনজীবী সূত্রে খবর ৷ গ্রেপ্তারির 56 দিনের মাথায় তিনি জামিন পেলেন ৷ যদিও আগামী 26 নভেম্বর পর্যন্ত মির্জ়ার জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত ।

2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । সেই ফাঁদেই পা দেন মির্জ়া ৷ স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায়, হাফপ্যান্ট পরে আছেন তিনি । চলছে আড্ডা ৷ নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও ৷ দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি ৷ ফুটেজে দেখা যায় টাকা নিচ্ছেন তিনি ৷ টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন ৷ পরে অবশ্য দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে ৷ তিনি টাকা নেননি ৷

26 সেপ্টেম্বর নারদকাণ্ডে অভিযুক্ত হিসেবে সর্বপ্রথম গ্রেপ্তার করা হয় IPS অফিসার এস এম এইচ মির্জ়াকে ৷ ষড়যন্ত্র ও দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে CBI ৷ তখন CBI-এর কাছে মুকুল রায়ের বিরুদ্ধেও বয়ান দেন তিনি । প্রথমবার জেলে যাওয়ার সময় বলেছিলেন,"CBI-কে সব খুলে বলেছি, নিজেকে হালকা লাগছে ।" সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গত সাড়ে তিন বছর ধরে তাঁর বুকের মধ্যে যে যন্ত্রণা ছিল ৷ সেখান থেকে তিনি অনেকটাই মুক্ত । গত কয়েকদিন CBI তদন্তকারীদের সবরকম সহযোগিতা করেছেন এবং পুরো বিষয়টি খুলে জানিয়েছেন । অনেকটাই হালকা বোধ করছেন ।

কলকাতা, 21 নভেম্বর : অবশেষে জামিন পেলেন নারদ মামলায় অভিযুক্ত IPS অফিসার এস এম এইচ মির্জ়া ৷ আজ ব্যাঙ্কশাল কোর্টের CBI-এর বিশেষ আদালত স্পেশাল পুট আপে মির্জ়াকে জামিন দিল ৷ তাঁর আইনজীবী সূত্রে খবর ৷ গ্রেপ্তারির 56 দিনের মাথায় তিনি জামিন পেলেন ৷ যদিও আগামী 26 নভেম্বর পর্যন্ত মির্জ়ার জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত ।

2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । সেই ফাঁদেই পা দেন মির্জ়া ৷ স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায়, হাফপ্যান্ট পরে আছেন তিনি । চলছে আড্ডা ৷ নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও ৷ দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি ৷ ফুটেজে দেখা যায় টাকা নিচ্ছেন তিনি ৷ টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন ৷ পরে অবশ্য দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে ৷ তিনি টাকা নেননি ৷

26 সেপ্টেম্বর নারদকাণ্ডে অভিযুক্ত হিসেবে সর্বপ্রথম গ্রেপ্তার করা হয় IPS অফিসার এস এম এইচ মির্জ়াকে ৷ ষড়যন্ত্র ও দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে CBI ৷ তখন CBI-এর কাছে মুকুল রায়ের বিরুদ্ধেও বয়ান দেন তিনি । প্রথমবার জেলে যাওয়ার সময় বলেছিলেন,"CBI-কে সব খুলে বলেছি, নিজেকে হালকা লাগছে ।" সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গত সাড়ে তিন বছর ধরে তাঁর বুকের মধ্যে যে যন্ত্রণা ছিল ৷ সেখান থেকে তিনি অনেকটাই মুক্ত । গত কয়েকদিন CBI তদন্তকারীদের সবরকম সহযোগিতা করেছেন এবং পুরো বিষয়টি খুলে জানিয়েছেন । অনেকটাই হালকা বোধ করছেন ।

Intro:কলকাতা, 21 নভেম্বর: অবশেষে জামিন পেলেন নারদ মামলায় অভিযুক্ত IPS এস এইচ মির্জা। আজ ব্যাঙ্কশাল কোর্ট এর সিবিআই বিশেষ আদালত স্পেশাল পুট আপে মির্জাকে জামিন দিল। ওই আইপিএসের আইনজীবী সূত্রে খবর এমনটাই। গ্রেপ্তারির ৫৬ দিনের মাথায় তিনি জামিন পেয়ে গেলেন। যদিও আগামী ২৬ নভেম্বর পর্যন্ত মির্জার জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।
Body:২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল। অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জা৷ স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায় , হাফপ্যান্ট পরে আছেন তিনি। আড্ডার ভঙ্গিতে চলছে কথা। নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও৷ দাবি করছেন, বাংলার শাসক দলের হয়ে টাকা তোলেন তিনি। এমনকি দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি৷ ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি৷টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন আইপিএস অফিসার। পরে অবশ্য মির্জা দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে৷ তিনি টাকা নেননি৷ Conclusion:গত ২৬ নভেম্বর নারদ কাণ্ডে অভিযুক্ত হিসেবে সর্বপ্রথম গ্রেপ্তার করা হয় আইপিএস অফিসার সৈয়দ মহম্মদ হোসেন মির্জাকে। ষড়যন্ত্র ও দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে সিবিআই। তখন সিবিআইয়ের কাছে মুকুল রায়ের বিরুদ্ধে একগুচ্ছ বয়ান দেন তিনি। প্রথমবার জেলে যাওয়ার পথে বলেন, “ সিবিআইকে সব খুলে বলেছি, নিজেকে হালকা লাগছে।" মির্জা সংবাদমাধ্যমকে জানান, গত সাড়ে তিন বছর ধরে তাঁর বুকের মধ্যে যে যন্ত্রণা ছিল, সেখান থেকে তিনি অনেকটাই মুক্ত। গত কয়েকদিন সিবিআই তদন্তকারীদের সবরকম সহযোগিতা সহযোগিতা করেছেন এবং পুরো বিষয়টি তিনি খুলে জানিয়েছেন। এখন তিনি অনেকটাই হালকা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.