ETV Bharat / city

আইন রক্ষা পেশা, লেখালেখি নেশা - কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রকাশ পেল IPS হুমায়ুন কবিরের ব

কলকাতা বইমেলায় প্রকাশ পেল দুই পুলিশ অফিসারের লেখা বই ৷

humayan kabir
হুমায়ুন কবির
author img

By

Published : Jan 29, 2020, 6:14 AM IST

কলকাতা, 29 জানুয়ারি : তাঁরা আইন রক্ষা করেন ৷ আবার লেখালেখিও করেন । পুলিশের এই মননশীলতার সঙ্গে পরিচিত নন অনেকেই । যেমন IPS অফিসার হুমায়ুন কবীর । "আলেয়া"র পর এবার লিখলেন "উত্তরণ" । কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রকাশ পেল IPS এই অফিসারের বই । কলকাতা পুলিশের অফিসার সুপ্রতিম সরকারের "আবার গোয়েন্দাপীঠ" বইটিও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷

আইন রক্ষার সঙ্গে লেখালেখি । কলকাতা পুলিশের সুপ্রতিম সরকার কিংবা চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর বোধহয় একটু অন্য গোত্রের । সেই সরণিতে অবশ্যই নাম থাকবে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা, IPS এম কে সিং কিংবা সুজন চন্দা । মুরলিধর শর্মার গজল ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান যেমন রাতবিরেতে ছুটে যান অপরাধের অকুস্থলে, তেমনই সময় পেলে ঝালিয়ে নেন নিজের শিল্পীসত্তা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র DC সাউথ থাকাকালীন উর্দু শিখে নেন এক মৌলবির কাছ থেকে। তারপর থেকেই তাঁর উর্দু প্রেম। ইতিমধ্যেই তাঁর দুটি উর্দু কবিতার বই প্রকাশ পেয়েছে। তাঁর ক্রাইম নেটওয়ার্কের মতোই প্রশংসা কুড়িয়েছে ওই দুটি কবিতার বই । IPS সুজয় চন্দার প্রতিভা আবার গানে । রবীন্দ্র সংগীত থেকে শুরু করে আধুনিক হিন্দি গানের বেশ কিছু রেকর্ডিং ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর । এম কে সিংয়ের ভোজপুরি সাহিত্যচর্চা প্রশংসিত ।

হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, তাঁর ইস্পাত কঠিন বহিরঙ্গের ভেতরে রয়েছে একটা নরম মন । যে মনটা তাঁকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করে । উত্তরণের বিষয়বস্তু সম্পর্কে বিশদে বলতে না চাইলেও ETV ভারতকে চন্দননগরের পুলিশ কমিশনার জানিয়েছেন, এই বইয়ের বিষয়বস্তুও সামাজিক। দীর্ঘদিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। বের হয়েছে তাঁর বেশ কয়েকটি উপন্যাস। তার একটি “আলেয়া"। যেখানে মূল বিষয়বস্তু ছিল নাবালিকা বিয়ে । সামাজিক প্রেক্ষাপটেই লেখালেখি পছন্দ করেন পুলিশ অফিসার হুমায়ুন কবির । আলেয়া নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে সিনেমা । যার পরিচালনা করেছেন তিনি নিজেই । সেই সিনেমা এখন মুক্তির অপেক্ষায় ।

সুপ্রতিম সরকার কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (2) ৷ তাঁর "আবার গোয়েন্দাপীঠ" বইটি গোয়েন্দাপীঠ লালবাজারের দ্বিতীয় খণ্ড ৷

কলকাতা, 29 জানুয়ারি : তাঁরা আইন রক্ষা করেন ৷ আবার লেখালেখিও করেন । পুলিশের এই মননশীলতার সঙ্গে পরিচিত নন অনেকেই । যেমন IPS অফিসার হুমায়ুন কবীর । "আলেয়া"র পর এবার লিখলেন "উত্তরণ" । কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রকাশ পেল IPS এই অফিসারের বই । কলকাতা পুলিশের অফিসার সুপ্রতিম সরকারের "আবার গোয়েন্দাপীঠ" বইটিও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷

আইন রক্ষার সঙ্গে লেখালেখি । কলকাতা পুলিশের সুপ্রতিম সরকার কিংবা চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর বোধহয় একটু অন্য গোত্রের । সেই সরণিতে অবশ্যই নাম থাকবে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা, IPS এম কে সিং কিংবা সুজন চন্দা । মুরলিধর শর্মার গজল ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান যেমন রাতবিরেতে ছুটে যান অপরাধের অকুস্থলে, তেমনই সময় পেলে ঝালিয়ে নেন নিজের শিল্পীসত্তা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র DC সাউথ থাকাকালীন উর্দু শিখে নেন এক মৌলবির কাছ থেকে। তারপর থেকেই তাঁর উর্দু প্রেম। ইতিমধ্যেই তাঁর দুটি উর্দু কবিতার বই প্রকাশ পেয়েছে। তাঁর ক্রাইম নেটওয়ার্কের মতোই প্রশংসা কুড়িয়েছে ওই দুটি কবিতার বই । IPS সুজয় চন্দার প্রতিভা আবার গানে । রবীন্দ্র সংগীত থেকে শুরু করে আধুনিক হিন্দি গানের বেশ কিছু রেকর্ডিং ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর । এম কে সিংয়ের ভোজপুরি সাহিত্যচর্চা প্রশংসিত ।

হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, তাঁর ইস্পাত কঠিন বহিরঙ্গের ভেতরে রয়েছে একটা নরম মন । যে মনটা তাঁকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করে । উত্তরণের বিষয়বস্তু সম্পর্কে বিশদে বলতে না চাইলেও ETV ভারতকে চন্দননগরের পুলিশ কমিশনার জানিয়েছেন, এই বইয়ের বিষয়বস্তুও সামাজিক। দীর্ঘদিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। বের হয়েছে তাঁর বেশ কয়েকটি উপন্যাস। তার একটি “আলেয়া"। যেখানে মূল বিষয়বস্তু ছিল নাবালিকা বিয়ে । সামাজিক প্রেক্ষাপটেই লেখালেখি পছন্দ করেন পুলিশ অফিসার হুমায়ুন কবির । আলেয়া নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে সিনেমা । যার পরিচালনা করেছেন তিনি নিজেই । সেই সিনেমা এখন মুক্তির অপেক্ষায় ।

সুপ্রতিম সরকার কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (2) ৷ তাঁর "আবার গোয়েন্দাপীঠ" বইটি গোয়েন্দাপীঠ লালবাজারের দ্বিতীয় খণ্ড ৷

Intro:কলকাতা, 29 জানুয়ারি: দীর্ঘদিন ধরেই বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। বের হয়েছে তার বেশ কয়েকটি উপন্যাস। তার একটি “আলেয়া"। যেখানে মূল বিষয়বস্তু ছিল নাবালিকা বিয়ে। সামাজিক প্রেক্ষাপটেই লেখালেখি পছন্দ করেন পুলিশ অফিসার হুমায়ুন কবির। আলেয়া নিয়ে ইতিমধ্যেই তৈরী হয়েছে সিনেমা। যার পরিচালনা করেছেন তিনি নিজেই। সেই সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রকাশিত হলো তার অন্য একটি উপন্যাস। উত্তরণ।


Body:তারা আইন রক্ষা করেন, আবার লেখালেখিও করেন। পুলিশের এই মননশীলতার সঙ্গে পরিচিত নন অনেকেই। কিন্তু কলকাতা পুলিশের সুপ্রতিম সরকার কিংবা চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির বোধহয় একটু অন্য গোত্রের। সেই সরণিতে অবশ্যই নাম থাকবে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা, আইপিএস এম কে সিং কিংবা সুজন চন্দা। মুরলিধর শর্মার গজল ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান যেমন রাতবিরেতে ছুটে যান অপরাধের অকুস্থলে, তেমনই সময় পেলে ঝালিয়ে নেন নিজের শিল্পীসত্তা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডিসি সাউথ থাকাকালীন উর্দু শিখে নেন এক মৌলবির কাছ থেকে। তারপর থেকেই তার উর্দু প্রেম। ইতিমধ্যেই তার দুটি উর্দু কবিতার বই প্রকাশ পেয়েছে। তাঁর ক্রাইম নেটওয়ার্কের মতোই প্রশংসা কুড়িয়েছে ওই দুটি কবিতার বই। আইপিএস সুজয় চন্দার প্রতিভা আবার গানে। রবীন্দ্র সংগীত থেকে শুরু করে আধুনিক হিন্দি গানের বেশ কিছু রেকর্ডিং ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তার। এমকে সিংয়ের ভোজপুরি সাহিত্যচর্চা প্রশংসিত। যেমনটা আইপিএস অফিসার হুমায়ুন কবিরের।



Conclusion:পুলিশ অফিসারের সাথে বারবার বিতর্কে জড়িয়েছেন হুমায়ূন। কিন্তু ঘনিষ্ঠ মহল জানে তার ইস্পাত কঠিন বহিরঙ্গের ভেতরে রয়েছে একটা নরম মন। যে মনটা তাকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করে। আজ সুপ্রতিম সরকারের পাশাপাশি তার বই উদ্বোধন হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। উত্তরনের বিষয়বস্তু সম্পর্কে বিশদে বলতে না চাইলেও পৃথিবী ভারতকে চন্দননগরের পুলিশ কমিশনার জানিয়েছেন, এই বইয়ের বিষয়বস্তুও সামাজিক।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.