ETV Bharat / city

IPL শুরু হতেই কলকাতায় সক্রিয় বেটিং চক্র, ধৃত 9 - IPL-এ বেটিং চক্র

ফের সক্রিয় বেটিং চক্র । ন'জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 17টি মোবাইল ফোন, 14টি ল্যাপটপ, তিনটি টেলিভিশন, একটি গাড়ি এবং নগদ দেড় লাখ টাকা ।

IPL betting racket busted in Kolkata
সক্রিয় বেটিং চক্র
author img

By

Published : Sep 25, 2020, 8:08 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: IPL শুরু হতেই কলকাতায় ফের সক্রিয় বেটিং চক্র । শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বুকিরা । আর এর সঙ্গে জড়িত ন'জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

গত বছর IPL চলার সময় বেটিং চক্রের কয়েকজন পান্ডাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ । বোঝা গিয়েছিল, কলকাতাতেও সক্রিয় হচ্ছে বেটিং চক্র । গত বছরের ধরপাকড়ের পরও সেই চক্র দমে যায়নি । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল হেয়ার স্ট্রিট, বড়তলা, পার্কস্ট্রিট এবং যাদবপুর থানা এলাকায় অভিযান চালান গোয়েন্দারা। সেই সূত্র ধরে তল্লাশি চালানো হয় সল্টলেকের সেক্টর ফাইভেও । রাতের এই অভিযানে হাতেনাতে ধরা পড়ে ন'জন । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 17টি মোবাইল ফোন, 14টি ল্যাপটপ, তিনটি টেলিভিশন, একটি গাড়ি এবং নগদ দেড় লাখ টাকা ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কেউ জড়িত কি না তা জানার চেষ্টা চলছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে ।

কলকাতা, 25 সেপ্টেম্বর: IPL শুরু হতেই কলকাতায় ফের সক্রিয় বেটিং চক্র । শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বুকিরা । আর এর সঙ্গে জড়িত ন'জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

গত বছর IPL চলার সময় বেটিং চক্রের কয়েকজন পান্ডাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ । বোঝা গিয়েছিল, কলকাতাতেও সক্রিয় হচ্ছে বেটিং চক্র । গত বছরের ধরপাকড়ের পরও সেই চক্র দমে যায়নি । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল হেয়ার স্ট্রিট, বড়তলা, পার্কস্ট্রিট এবং যাদবপুর থানা এলাকায় অভিযান চালান গোয়েন্দারা। সেই সূত্র ধরে তল্লাশি চালানো হয় সল্টলেকের সেক্টর ফাইভেও । রাতের এই অভিযানে হাতেনাতে ধরা পড়ে ন'জন । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 17টি মোবাইল ফোন, 14টি ল্যাপটপ, তিনটি টেলিভিশন, একটি গাড়ি এবং নগদ দেড় লাখ টাকা ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কেউ জড়িত কি না তা জানার চেষ্টা চলছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.