কলকাতা, 16 ফেব্রুয়ারি : কলেজে শুরু হচ্ছে অতিথি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ৷ চলছে তথ্য যাচাইয়ের কাজ । আগামী 18 ফেব্রুয়ারি থেকে চলবে ইন্টারভিউয়ের প্রক্রিয়া । তথ্য প্রদান সঠিক থাকলে সরাসরি ইন্টারভিউয়ের ডাক পাবেন আবেদনকারী আজ এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
শিক্ষকদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন অতিথি শিক্ষকদের নিয়োগপত্র দিয়ে তাঁদের স্থায়ী করা হবে । মুখ্যমন্ত্রীর সেই আশ্বাস মতোই কাজ শুরু করল শিক্ষা দপ্তর । চলছে তথ্য যাচাইয়ের কাজ । তথ্য যাচাইয়ের জন্য পাঁচ জনের একটি কমিটি গঠন করেছে শিক্ষা দপ্তর । কমিটি তথ্য যাচাই করছে ।
আগামী 18 ফেব্রুয়ারি থেকে শুরু ইন্টারভিউর প্রক্রিয়া। আজ বিধানসভায় নিজের ঘর থেকেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, "যাঁদের দেওয়া তথ্য সঠিক থাকবে, তাঁরা ইন্টারভিউয়ে ডাক পাবেন । মোবাইলের মাধ্যমে ব্যক্তিগতভাবে ডাক আসবে । সরাসরি এসে ইন্টারভিউ দিয়ে যাঁর যা গ্রেড পাওযার কথা, সেই মতো নিয়োগপত্র দেওয়া হবে তাঁদের।"