ETV Bharat / city

Interrogation of Pavlov Super: পাভলভ সুপারকে স্বাস্থ্য ভবনে জিজ্ঞাসাবাদ - Swasthya Bhawan

পাভলভ হাসপাতালের সুপারকে স্বাস্থ্য ভবনে জিজ্ঞাসাবাদ (Interrogation of Pavlov Hospital Super in Swasthya Bhawan) ৷ হাসপাতালের আবাসিকদের অব্যবস্থার মধ্যে রাখা এবং একাধিক অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷

Interrogation of Pavlov Hospital Super in Swasthya Bhawan
Interrogation of Pavlov Hospital Super in Swasthya Bhawan
author img

By

Published : Jun 21, 2022, 6:30 PM IST

কলকাতা, 21 জুন: পাভলভ হাসপাতালের আবাসিকদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা-সহ একাধিক অভিযোগে এবার তলব করা হল সুপার গণেশ প্রসাদকে (Interrogation of Pavlov Hospital Super in Swasthya Bhawan) ৷ আজ স্বাস্থ্য ভবনে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, এই ইস্যুতে পাভলভের সুপারকে আগেই শো-কজ করেছিল স্বাস্থ্য দফতর ৷ তার পর এবার সুপারকে স্বাস্থ্য ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হল ৷

রোগীদের সঙ্গে অমানবিক আচরণ, তাঁদের নিম্নমানের খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের রাখা, ঠিকঠাক মাজাকাপড় না-দেওয়া, প্রতিপদে অযত্ন এবং সর্বপরি রোগী কল্যাণে বরাদ্দ অর্থ সঠিক উপায়ে ব্যয় না-করা ৷ এমন একাধিক অভিযোগ সামনে এসেছে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মানসিক হাসপাতাল পাভলভের বিরুদ্ধে ৷ গত 17 মে স্বাস্থ্য ভবনের এক আধিকারিক সেখানে গিয়ে প্রথম অব্যবস্থা লক্ষ্য করেন ৷ তার পরেই গণেশ প্রসাদকে শো-কজ করা হয় ৷ জানতে চাওয়া হয়, কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না ৷

আরও পড়ুন: Pavlov Hospital Issue: মানসিক হাসপাতালগুলির পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, পাভলভ প্রসঙ্গে মত মনোবিদদের

এদিন এমনই একাধিক ইস্যুতে স্বাস্থ্য ভবনে পাভলভের সুপারকে জিজ্ঞাসাবাদ করেন স্বাস্থ্য সচিব এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা ৷

কলকাতা, 21 জুন: পাভলভ হাসপাতালের আবাসিকদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা-সহ একাধিক অভিযোগে এবার তলব করা হল সুপার গণেশ প্রসাদকে (Interrogation of Pavlov Hospital Super in Swasthya Bhawan) ৷ আজ স্বাস্থ্য ভবনে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, এই ইস্যুতে পাভলভের সুপারকে আগেই শো-কজ করেছিল স্বাস্থ্য দফতর ৷ তার পর এবার সুপারকে স্বাস্থ্য ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হল ৷

রোগীদের সঙ্গে অমানবিক আচরণ, তাঁদের নিম্নমানের খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের রাখা, ঠিকঠাক মাজাকাপড় না-দেওয়া, প্রতিপদে অযত্ন এবং সর্বপরি রোগী কল্যাণে বরাদ্দ অর্থ সঠিক উপায়ে ব্যয় না-করা ৷ এমন একাধিক অভিযোগ সামনে এসেছে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মানসিক হাসপাতাল পাভলভের বিরুদ্ধে ৷ গত 17 মে স্বাস্থ্য ভবনের এক আধিকারিক সেখানে গিয়ে প্রথম অব্যবস্থা লক্ষ্য করেন ৷ তার পরেই গণেশ প্রসাদকে শো-কজ করা হয় ৷ জানতে চাওয়া হয়, কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না ৷

আরও পড়ুন: Pavlov Hospital Issue: মানসিক হাসপাতালগুলির পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, পাভলভ প্রসঙ্গে মত মনোবিদদের

এদিন এমনই একাধিক ইস্যুতে স্বাস্থ্য ভবনে পাভলভের সুপারকে জিজ্ঞাসাবাদ করেন স্বাস্থ্য সচিব এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.