ETV Bharat / city

CBI Investigation on SSC : অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগরের নেতৃত্বে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ

সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগরের নেতৃবে বিশেষ তদন্তকারী দল শিক্ষা প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন (Interrogation of Paresh Adhikary Led by CBI Additional Director Ajay Bhatnagar) ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে পাওয়া খবরে এমনটাই জানা গিয়েছে ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি এবং পরেশ অধিকারীর উচ্চমাধ্যমিকের শিক্ষিকার চাকরি পাওয়ার পিছনে আর কাদের হাত রয়েছে ? তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

Interrogation of Paresh Adhikary Led by CBI Additional Director Ajay Bhatnagar
Interrogation of Paresh Adhikary Led by CBI Additional Director Ajay Bhatnagar
author img

By

Published : May 20, 2022, 4:25 PM IST

কলকাতা, 20 মে : বৃহস্পতিবারের পর আজ ফের নিজাম প্যালেসে এসএসসি দুর্নীতি মামলায় (SSC Corruption Case) হাজিরা দিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ৷ আর আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে সিবিআই এর একটি বিশেষ প্রতিনিধি দল শহরে এসেছে ৷ এই বিশেষ প্রতিনিধি দলে রয়েছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর সহ ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার সিবিআই এর আধিকারিকরা (Interrogation of Paresh Adhikary Led by CBI Additional Director Ajay Bhatnagar) ৷

সিবিআই সূত্রে খবর, গতকাল তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদে পরেশ অধিকারীকে করা একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ ফলে আজ তাঁকে ফের নিজাম প্যালেসে তলব করা হয়েছে ৷ মূলত এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গত পরশুদিন জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷

এই দুর্নীতি মামলায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করেও একাধিক তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে ৷ সেই তথ্যগুলিকে হাতিয়ার করেই এ বার পরেশ অধিকারীকে সিবিআই কর্তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন বলেই সূত্রের খবর ৷ মূলত এসএসসি নিয়োগ কীভাবে হয়েছিল ? এই নিয়োগ প্রক্রিয়া কারা ঠিক করেছিলেন ? এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

আরও পড়ুন : Ankita Adhikarys job terminated: পরেশ-কন্যা অঙ্কিতার স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা হাইকোর্টের, ফেরত দিতে হবে বেতন

সিবিআই সূত্রে খবর, শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের নিয়োগের পিছনে আরও বড় কোনও প্রভাবশালী ব্যক্তির হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সত্যিই এমন কোনও প্রভাবশালী অঙ্কিতা অধিকারীর নিয়োগের পিছনে ছিলেন কি না তা পরেশ অধিকারীর কাছ থেকে জানতে চাওয়া হতে পারে ৷ সিবিআই সূত্রের খবর, সকাল এগারোটা থেকে পরেশ অধিকারীকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন বিশেষ প্রতিনিধি দলের আধিকারিকরা ৷ এখনও সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া জারি রয়েছে ৷ প্রসঙ্গত, এ দিন পরেশ অধিকারী নিজাম প্যালেসে ঢোকার সময়, তাঁর হাতে বেশকিছু নথি দেখা গিয়েছিল ৷ সেই কাগজগুলি কীসের ? তা সময়ই বলবে ৷

আরও পড়ুন : CBI Summons Partha : আগামী সপ্তাহে ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের

কলকাতা, 20 মে : বৃহস্পতিবারের পর আজ ফের নিজাম প্যালেসে এসএসসি দুর্নীতি মামলায় (SSC Corruption Case) হাজিরা দিয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ৷ আর আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে সিবিআই এর একটি বিশেষ প্রতিনিধি দল শহরে এসেছে ৷ এই বিশেষ প্রতিনিধি দলে রয়েছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর সহ ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার সিবিআই এর আধিকারিকরা (Interrogation of Paresh Adhikary Led by CBI Additional Director Ajay Bhatnagar) ৷

সিবিআই সূত্রে খবর, গতকাল তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদে পরেশ অধিকারীকে করা একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ ফলে আজ তাঁকে ফের নিজাম প্যালেসে তলব করা হয়েছে ৷ মূলত এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গত পরশুদিন জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ৷

এই দুর্নীতি মামলায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করেও একাধিক তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে ৷ সেই তথ্যগুলিকে হাতিয়ার করেই এ বার পরেশ অধিকারীকে সিবিআই কর্তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন বলেই সূত্রের খবর ৷ মূলত এসএসসি নিয়োগ কীভাবে হয়েছিল ? এই নিয়োগ প্রক্রিয়া কারা ঠিক করেছিলেন ? এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

আরও পড়ুন : Ankita Adhikarys job terminated: পরেশ-কন্যা অঙ্কিতার স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা হাইকোর্টের, ফেরত দিতে হবে বেতন

সিবিআই সূত্রে খবর, শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের নিয়োগের পিছনে আরও বড় কোনও প্রভাবশালী ব্যক্তির হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সত্যিই এমন কোনও প্রভাবশালী অঙ্কিতা অধিকারীর নিয়োগের পিছনে ছিলেন কি না তা পরেশ অধিকারীর কাছ থেকে জানতে চাওয়া হতে পারে ৷ সিবিআই সূত্রের খবর, সকাল এগারোটা থেকে পরেশ অধিকারীকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন বিশেষ প্রতিনিধি দলের আধিকারিকরা ৷ এখনও সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া জারি রয়েছে ৷ প্রসঙ্গত, এ দিন পরেশ অধিকারী নিজাম প্যালেসে ঢোকার সময়, তাঁর হাতে বেশকিছু নথি দেখা গিয়েছিল ৷ সেই কাগজগুলি কীসের ? তা সময়ই বলবে ৷

আরও পড়ুন : CBI Summons Partha : আগামী সপ্তাহে ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.