ETV Bharat / city

জঙ্গি হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা শহরজুড়ে - 15 August

লালবাজার সূত্রের খবর, সতর্কবার্তা পাওয়ার পরেই গত শুক্রবার বৈঠকে বসেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা । ওই দিন স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । লালবাজারের কাছে চ্যালেঞ্জ মূলত দুটো । শহরবাসীর নিরাপত্তা, অন্যদিকে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা ।

ছবি
author img

By

Published : Aug 15, 2019, 3:41 AM IST

কলকাতা, 15 অগাস্ট: একের পর এক জামাতুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেপ্তার । তার উপর কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার । সব মিলিয়ে গোটা দেশেই জঙ্গিহানার সম্ভাবনা । এ বিষয়ে সতর্ক বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । কলকাতায় হামলা চালাতে পারে জঙ্গিরা । আর তাই গত রাত থেকেই শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা । শহর জুড়ে চলছে নাকা চেকিং ।

পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে জামাতুল মুজাহিদ ইন ইন্ডিয়ার জঙ্গিরা । গোদের উপর বিষফোঁড়ার মতো রাজ্যে আনাগোনা করছে নব্য জামাত, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা । গোয়েন্দা রিপোর্ট বলছে, এ রাজ্যে বেশ কিছু মডিউল তৈরি করে ফেলেছে জামাত । সূত্র জানাচ্ছে, বোমারু মিজান-সহ একের পর এক শীর্ষ নেতার গ্রেপ্তারিতে জামাত নেতৃত্ব অনেকটা দুর্বল হলেও, নিজেদের উপস্থিতির জানান দিতে তারা মরিয়া । অন্যদিকে, এখনও পর্যন্ত বেপাত্তা সালাউদ্দিন ওরফে সালোহিন‌ । তথ্য বলছে, সালাউদ্দিনের সঙ্গে কাশ্মীরের নেতাদের যোগাযোগ রয়েছে । তাই কাশ্মীরের 370 ধারা প্রত্যাহার এবং বোমারু মিজানের মত জামাতের ভারত চ্যাপ্টারের শীর্ষ নেতার গ্রেপ্তারির প্রতিশোধ তুলতে অনেকটাই মরিয়া সালাউদ্দিন । সেই সূত্রেই তারা বেছে নিতে পারে স্বাধীনতা দিবস । এমনই সতর্কবার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ।

লালবাজার সূত্রের খবর, সতর্কবার্তা পাওয়ার পরেই গত শুক্রবার বৈঠকে বসেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা । ওই দিন স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । লালবাজারের কাছে চ্যালেঞ্জ মূলত দুটো । শহরবাসীর নিরাপত্তা, অন্যদিকে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা । স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে আঁটোসাঁটো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা । এর জন্য নামানো হয়েছে কুইক রেসপন্স টিম । রাখা হয়েছে সাদা পোশাকের পুলিশও । হাওড়া ব্রিজ, শিয়ালদা স্টেশন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে । বেশ কয়েকজন ডেপুটি কমিশনার এবং সহ-কমিশনার পুরো বিষয়টির উপর নজর রাখছেন । প্রায় পাঁচ হাজার পুলিশ নামানো হয়েছে শহরে । শহরের বিভিন্ন পয়েন্টে চলছে নাকা চেকিং ।

কলকাতা, 15 অগাস্ট: একের পর এক জামাতুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেপ্তার । তার উপর কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার । সব মিলিয়ে গোটা দেশেই জঙ্গিহানার সম্ভাবনা । এ বিষয়ে সতর্ক বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । কলকাতায় হামলা চালাতে পারে জঙ্গিরা । আর তাই গত রাত থেকেই শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা । শহর জুড়ে চলছে নাকা চেকিং ।

পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে জামাতুল মুজাহিদ ইন ইন্ডিয়ার জঙ্গিরা । গোদের উপর বিষফোঁড়ার মতো রাজ্যে আনাগোনা করছে নব্য জামাত, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা । গোয়েন্দা রিপোর্ট বলছে, এ রাজ্যে বেশ কিছু মডিউল তৈরি করে ফেলেছে জামাত । সূত্র জানাচ্ছে, বোমারু মিজান-সহ একের পর এক শীর্ষ নেতার গ্রেপ্তারিতে জামাত নেতৃত্ব অনেকটা দুর্বল হলেও, নিজেদের উপস্থিতির জানান দিতে তারা মরিয়া । অন্যদিকে, এখনও পর্যন্ত বেপাত্তা সালাউদ্দিন ওরফে সালোহিন‌ । তথ্য বলছে, সালাউদ্দিনের সঙ্গে কাশ্মীরের নেতাদের যোগাযোগ রয়েছে । তাই কাশ্মীরের 370 ধারা প্রত্যাহার এবং বোমারু মিজানের মত জামাতের ভারত চ্যাপ্টারের শীর্ষ নেতার গ্রেপ্তারির প্রতিশোধ তুলতে অনেকটাই মরিয়া সালাউদ্দিন । সেই সূত্রেই তারা বেছে নিতে পারে স্বাধীনতা দিবস । এমনই সতর্কবার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ।

লালবাজার সূত্রের খবর, সতর্কবার্তা পাওয়ার পরেই গত শুক্রবার বৈঠকে বসেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা । ওই দিন স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । লালবাজারের কাছে চ্যালেঞ্জ মূলত দুটো । শহরবাসীর নিরাপত্তা, অন্যদিকে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা । স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে আঁটোসাঁটো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা । এর জন্য নামানো হয়েছে কুইক রেসপন্স টিম । রাখা হয়েছে সাদা পোশাকের পুলিশও । হাওড়া ব্রিজ, শিয়ালদা স্টেশন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে । বেশ কয়েকজন ডেপুটি কমিশনার এবং সহ-কমিশনার পুরো বিষয়টির উপর নজর রাখছেন । প্রায় পাঁচ হাজার পুলিশ নামানো হয়েছে শহরে । শহরের বিভিন্ন পয়েন্টে চলছে নাকা চেকিং ।

Intro:কলকাতা, ১৫ অগাস্ট: একের পর এক জামাতুল মুজাহিদিন জঙ্গিকে গ্রেপ্তার। তার উপর কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। সব মিলিয়ে গোটা দেশেই জঙ্গিহানা সম্ভাবনা। এ বিষয়ে সতর্ক বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতায় বড়োসড়ো হামলা চালাতে পারে জঙ্গিরা। আর তাই আজ রাত থেকেই শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শহর জুড়ে চলছে নাকা চেকিং।
Body:পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে জামাতুল মুজাহিদ ইন ইন্ডিয়ার জঙ্গিরা। গোদের উপর বিষফোঁড়ার মতো রাজ্যে আনাগোনা করছে নব্য জামাত, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। গোয়েন্দা রিপোর্ট বলছে, এরাজ্যে বেশকিছু মডিউল তৈরি করে ফেলেছে জামাত। সূত্র জানাচ্ছে, বোমারু মিজান সহ একের পর এক শীর্ষ নেতার গ্রেপ্তারিতে জামাত নেতৃত্ব অনেকটাই দুর্বল হলেও, নিজেদের উপস্থিতির জানান দিতে তারা মরিয়া। অন্যদিকে, এখনও পর্যন্ত বেপাত্তা সালাউদ্দিন ওরফে সালোহিন‌। তথ্য বলছে, সালাউদ্দিনের সঙ্গে কাশ্মীরের নেতাদের যোগাযোগ রয়েছে। তাই কাশ্মীরের 370 ধারা প্রত্যাহার এবং বোমারু মিজানের মত জামাতের ভারত চ্যাপ্টারের শীর্ষ নেতার গ্রেপ্তারির প্রতিশোধ তুলতে অনেকটাই মরিয়া সালাউদ্দিন। সেই সূত্রেই তারা বেছে নিতে পারে স্বাধীনতা দিবস। এমনই সতর্কবার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্ন সূত্রে পাওয়া গেছে এমন খবরই।Conclusion:লালবাজার সূত্রের খবর, সতর্কবার্তা পাওয়ার পরেই গত শুক্রবার বৈঠকে বসে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। ওই দিন স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। লালবাজারের কাছে চ্যালেঞ্জ মূলত দুটো। শহরবাসীর নিরাপত্তা, অন্যদিকে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা। জানা গেছে স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার গুরুত্বপূর্ণ স্থান গুলিতে আঁটোসাঁটো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর জন্য নামানো হয়েছে কুইক রেসপন্স টিম। উর্দিধারী পুলিশের পাশাপাশি রাখা হয়েছে সাদা পোশাকের পুলিশও। হাওড়া ব্রিজ, শিয়ালদা স্টেশন, এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে ওয়াচ সেকশনের গোয়েন্দারা। বেশ কয়েকজন ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুরো বিষয়টি সব সময় নজর রাখছেন। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার পুলিশ নামানো হয়েছে শহরে। আজ রাত থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে চলছে নাকা চেকিং।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.