ETV Bharat / city

SSC Group D Recruitment Case : পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি সুপারিশ কমিটি বেআইনি, হাইকোর্টে জানাল তদন্ত কমিটি - পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি সুপারিশ কমিটি বেআইনি

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্মতিতে গঠিত গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত কমিটি আইনের চোখে সঠিক নয় ৷ কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটি (Group D Recruitment Scam) ।

Group D Recruitment Case
পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি সুপারিশ কমিটি বেআইনি
author img

By

Published : Apr 11, 2022, 1:52 PM IST

Updated : Apr 11, 2022, 4:22 PM IST

কলকাতা, 11 এপ্রিল : তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্মতিতে গঠিত গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত কমিটিকে মান্যতা দিল না তদন্ত কমিটি ৷ শিক্ষামন্ত্রীর সম্মতিতে গঠিত ওই কমিটি আইনের চোখে সঠিক নয় ৷ কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটি (SSC Group D Recruitment Scam) ।

কমিটির রিপোর্ট বলা হয়েছে, 4 মে 2019 সালে প্যানেলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোককুমার সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এই ভুয়ো নিয়োগের সুপারিশ তৈরি করেছিল । 609 জন প্রার্থী জানতেন যে, তাঁরা যোগ্য বিবেচিত না হওয়ার সত্ত্বেও চাকরিতে নিযুক্ত হচ্ছেন । ফলে কমিটির সদস্য ছাড়াও ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া উচিত বলে আদালতে জানিয়েছে তদন্ত কমিটি ।

পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি সুপারিশ কমিটি বেআইনি, হাইকোর্টে জানাল তদন্ত কমিটি

আরও পড়ুন : গ্রুপ ডি মামলায় এসএসসি'র আধিকারিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

কমিটির তরফে আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, তাঁদেরকে প্রাথমিক তথ্য অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও টাকার লেনদেন হয়েছিল কি না তা তাঁরা খতিয়ে দেখছেন ৷ আদালত যদি নতুন করে তাঁদের কোনও নির্দেশ দেয় তাহলে তাও অনুসন্ধান করে দেখতে তাঁরা প্রস্তুত ।

উল্লেখ্য, গ্রুপ ডি, গ্রুপ সি শিক্ষক নিয়োগ-সহ মোট 5টি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার এবং শান্তিপ্রসাদ সিনহা-সহ আরও বেশ কয়েকজন আধিকারিক । আজ প্রায় 20টি মামলা বিচারপতি সুব্রত তালুকদার ও আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানির সময় এই রিপোর্ট পেশ করে অনুসন্ধান কমিটি ।

কলকাতা, 11 এপ্রিল : তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্মতিতে গঠিত গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত কমিটিকে মান্যতা দিল না তদন্ত কমিটি ৷ শিক্ষামন্ত্রীর সম্মতিতে গঠিত ওই কমিটি আইনের চোখে সঠিক নয় ৷ কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটি (SSC Group D Recruitment Scam) ।

কমিটির রিপোর্ট বলা হয়েছে, 4 মে 2019 সালে প্যানেলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোককুমার সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য এই ভুয়ো নিয়োগের সুপারিশ তৈরি করেছিল । 609 জন প্রার্থী জানতেন যে, তাঁরা যোগ্য বিবেচিত না হওয়ার সত্ত্বেও চাকরিতে নিযুক্ত হচ্ছেন । ফলে কমিটির সদস্য ছাড়াও ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া উচিত বলে আদালতে জানিয়েছে তদন্ত কমিটি ।

পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি সুপারিশ কমিটি বেআইনি, হাইকোর্টে জানাল তদন্ত কমিটি

আরও পড়ুন : গ্রুপ ডি মামলায় এসএসসি'র আধিকারিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

কমিটির তরফে আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, তাঁদেরকে প্রাথমিক তথ্য অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও টাকার লেনদেন হয়েছিল কি না তা তাঁরা খতিয়ে দেখছেন ৷ আদালত যদি নতুন করে তাঁদের কোনও নির্দেশ দেয় তাহলে তাও অনুসন্ধান করে দেখতে তাঁরা প্রস্তুত ।

উল্লেখ্য, গ্রুপ ডি, গ্রুপ সি শিক্ষক নিয়োগ-সহ মোট 5টি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার এবং শান্তিপ্রসাদ সিনহা-সহ আরও বেশ কয়েকজন আধিকারিক । আজ প্রায় 20টি মামলা বিচারপতি সুব্রত তালুকদার ও আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানির সময় এই রিপোর্ট পেশ করে অনুসন্ধান কমিটি ।

Last Updated : Apr 11, 2022, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.