ETV Bharat / city

কোরোনা পরিস্থিতিতে প্রসূতিদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে উদ্যোগী চিকিৎসকদের সংগঠন - ensure the health of pregnant women of slum areas

UNICEF এবং কলকাতা পৌরনিগমের সহযোগিতায় শহরে এবার COVID-19 নিয়ে কাজ শুরু করছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF) । এই প্রকল্পে আপাতত কলকাতা পৌরনিগমের 58, 66 এবং 80 নম্বর, এই তিনটি ওয়ার্ডের বস্তিগুলিতে কাজ হবে ।

COVID 19 awareness program
কোরোনা পরিস্থিতিতে প্রসূতিদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগী চিকিৎসকদের সংগঠন
author img

By

Published : Sep 13, 2020, 8:36 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : COVID-19-এর মধ‍্যে যাতে বস্তি অঞ্চলে বসবাসকারী গর্ভবতী মহিলাদের পাশাপাশি পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা যায়, তার জন্য এবার কাজ শুরু করছে চিকিৎসকদের একটি সংগঠন । পাশাপাশি, COVID-19 রোগীদের জন্য অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক এবং COVID-19 সংক্রান্ত ভ্রান্ত ধারণা, স্টিগমা দূর করতে সোশ‍াল নেটওয়ার্ক গড়ে তোলার কথা জানিয়েছে এই সংগঠন । UNICEF এবং কলকাতা পৌরনিগমের সহযোগিতায় চিকিৎসকদের ওই সংগঠনের কাজ আপাতত শহরের তিনটি ওয়ার্ডের বস্তিতে চলবে ।

UNICEF এবং কলকাতা পৌরনিগমের সহযোগিতায় কলকাতায় এবার COVID-19 নিয়ে কাজ শুরু করছে চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF)। এই প্রকল্পে আপাতত কলকাতা পৌরনিগমের 58, 66 এবং 80 নম্বর, এই তিনটি ওয়ার্ডের বস্তিগুলিতে এই কাজ হবে ।

COVID-19-এর উপর কোন ধরনের কাজ করা হবে ?

চিকিৎসকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, COVID-19-এর কারণে সরকারি এবং বেসরকারি যে সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইনফর্মাল কেয়ারগিভার আছেন, দেখা হবে COVID-19-এর বিষয়ে তাঁরা যথাযথ ওয়াকিবহাল কি না । এ ক্ষেত্রে কোনও খামতি থাকলে তা দূর করা হবে । কীভাবে COVID-19-এর সংক্রমণ প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে । প্যানডেমিকের সময় গর্ভবতী অবস্থায় এবং প্রসবের পরে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে, কীভাবে সেই সব সমস্যা থেকে দূর করা যেতে পারে, কীভাবে এ ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা চালু রাখা যেতে পারে, এ সব বিষয় নিয়ে কাজ হবে । পাশাপাশি পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের কীভাবে এই প্যানডেমিকের সময় সুস্থ রাখা যেতে পারে, কীভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যেতে পারে, কীভাবে টিকাকরণ চালু রাখা যেতে পারে, তা নিয়ে কাজ করবে চিকিৎসকদের সংগঠনটি ।

আরও পড়ুন : কোরোনার বিরুদ্ধে মোদি সরকারের "সুপরিকল্পিত লড়াইয়ে" দেশ রসাতলে : রাহুল

সংগঠনের তরফে জানানো হয়েছে, একজন প্রজেক্ট কো-অর্ডিনেটরের তত্ত্বাবধানে ওই তিনটি ওয়ার্ডের প্রতিটিতে তিন জন করে ওয়ার্ড সুপারভাইজ়ার এবং চার জন করে ফিল্ড ওয়ার্কার থাকছেন । তাঁরা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন, COVID-19-এর বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন । আপাতত কলকাতা পৌরনিগমের ওই তিন ওয়ার্ডে এই প্রজেক্ট নেওয়া হয়েছে চার মাসের জন্য । এর জন্য প্রতি মাসে দু'টি করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে । অর্থাৎ, চার মাসে মোট 24টি স্বাস্থ্য শিবির করা হবে । প্রত্যেক ওয়ার্ডে 100 জনকে নিয়ে সোশ‍াল নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

আরও পড়ুন : ভ্যাকসিন ট্রায়ালে নতুন স্বেচ্ছাসেবক নিয়োগ বন্ধের নির্দেশ সিরামকে

WBDF-এর প্রজেক্টের প্রধান তথা চিকিৎসক পুণ‍্যব্রত গুণ বলেন, "UNICEF-এর সহায়তা এবং কলকাতা পৌরনিগমের প্রত‍্যক্ষ সহযোগিতায় WBDF-এর একটি প্রজেক্ট শুরু হয়েছে । আগামী সোমবার থেকে হোম ভিজ়িট করা শুরু হবে । স্বাস্থ্য শিবির করা হবে সপ্তাহের শেষ থেকে । 58, 66 এবং 80, এই তিন ওয়ার্ডের বস্তিগুলিতে আমাদের এই প্রজেক্টের কাজ চলবে।"

কলকাতা, 13 সেপ্টেম্বর : COVID-19-এর মধ‍্যে যাতে বস্তি অঞ্চলে বসবাসকারী গর্ভবতী মহিলাদের পাশাপাশি পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা যায়, তার জন্য এবার কাজ শুরু করছে চিকিৎসকদের একটি সংগঠন । পাশাপাশি, COVID-19 রোগীদের জন্য অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক এবং COVID-19 সংক্রান্ত ভ্রান্ত ধারণা, স্টিগমা দূর করতে সোশ‍াল নেটওয়ার্ক গড়ে তোলার কথা জানিয়েছে এই সংগঠন । UNICEF এবং কলকাতা পৌরনিগমের সহযোগিতায় চিকিৎসকদের ওই সংগঠনের কাজ আপাতত শহরের তিনটি ওয়ার্ডের বস্তিতে চলবে ।

UNICEF এবং কলকাতা পৌরনিগমের সহযোগিতায় কলকাতায় এবার COVID-19 নিয়ে কাজ শুরু করছে চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF)। এই প্রকল্পে আপাতত কলকাতা পৌরনিগমের 58, 66 এবং 80 নম্বর, এই তিনটি ওয়ার্ডের বস্তিগুলিতে এই কাজ হবে ।

COVID-19-এর উপর কোন ধরনের কাজ করা হবে ?

চিকিৎসকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, COVID-19-এর কারণে সরকারি এবং বেসরকারি যে সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইনফর্মাল কেয়ারগিভার আছেন, দেখা হবে COVID-19-এর বিষয়ে তাঁরা যথাযথ ওয়াকিবহাল কি না । এ ক্ষেত্রে কোনও খামতি থাকলে তা দূর করা হবে । কীভাবে COVID-19-এর সংক্রমণ প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে । প্যানডেমিকের সময় গর্ভবতী অবস্থায় এবং প্রসবের পরে মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে, কীভাবে সেই সব সমস্যা থেকে দূর করা যেতে পারে, কীভাবে এ ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা চালু রাখা যেতে পারে, এ সব বিষয় নিয়ে কাজ হবে । পাশাপাশি পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের কীভাবে এই প্যানডেমিকের সময় সুস্থ রাখা যেতে পারে, কীভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যেতে পারে, কীভাবে টিকাকরণ চালু রাখা যেতে পারে, তা নিয়ে কাজ করবে চিকিৎসকদের সংগঠনটি ।

আরও পড়ুন : কোরোনার বিরুদ্ধে মোদি সরকারের "সুপরিকল্পিত লড়াইয়ে" দেশ রসাতলে : রাহুল

সংগঠনের তরফে জানানো হয়েছে, একজন প্রজেক্ট কো-অর্ডিনেটরের তত্ত্বাবধানে ওই তিনটি ওয়ার্ডের প্রতিটিতে তিন জন করে ওয়ার্ড সুপারভাইজ়ার এবং চার জন করে ফিল্ড ওয়ার্কার থাকছেন । তাঁরা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন, COVID-19-এর বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন । আপাতত কলকাতা পৌরনিগমের ওই তিন ওয়ার্ডে এই প্রজেক্ট নেওয়া হয়েছে চার মাসের জন্য । এর জন্য প্রতি মাসে দু'টি করে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে । অর্থাৎ, চার মাসে মোট 24টি স্বাস্থ্য শিবির করা হবে । প্রত্যেক ওয়ার্ডে 100 জনকে নিয়ে সোশ‍াল নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

আরও পড়ুন : ভ্যাকসিন ট্রায়ালে নতুন স্বেচ্ছাসেবক নিয়োগ বন্ধের নির্দেশ সিরামকে

WBDF-এর প্রজেক্টের প্রধান তথা চিকিৎসক পুণ‍্যব্রত গুণ বলেন, "UNICEF-এর সহায়তা এবং কলকাতা পৌরনিগমের প্রত‍্যক্ষ সহযোগিতায় WBDF-এর একটি প্রজেক্ট শুরু হয়েছে । আগামী সোমবার থেকে হোম ভিজ়িট করা শুরু হবে । স্বাস্থ্য শিবির করা হবে সপ্তাহের শেষ থেকে । 58, 66 এবং 80, এই তিন ওয়ার্ডের বস্তিগুলিতে আমাদের এই প্রজেক্টের কাজ চলবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.