ETV Bharat / city

Indian Navy Job: মাধ্যমিক পাশেই নৌবাহিনীতে সুযোগ - Indian Navy

ভারতীয় নৌবাহিনী ট্রেনিং দিয়ে স্টুয়ার্ড, শেফ এবং হাইজিনিস্ট নিয়োগ করবে ৷ শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ ৷ শুধুমাত্র অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবেন ৷

Indian Navy Job
মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ
author img

By

Published : Nov 1, 2021, 5:42 PM IST

Updated : Nov 1, 2021, 5:58 PM IST

ভারতীয় নৌবাহিনীর ম্যাট্রিক রিক্রুটমেন্ট বোর্ড ট্রেনিং দিয়ে 300 জন স্টুয়ার্ড, শেফ এবং হাইজিনিস্ট নিয়োগ করবে ৷ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে ৷ শুধুমাত্র অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবেন ৷ জম্ম তারিখ হতে হবে 1 এপ্রিল 2002 থেকে 31 মার্চ 2005-এর মধ্যে ৷ প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে ৷ খেলাধুলোয় দক্ষতা থাকতে হবে প্রার্থীর ৷

প্রার্থীর উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার ৷ প্রার্থীর বুকের ছাতি এবং ওজন বয়স অনুযায়ী উপযুক্ত হতে হবে ৷ স্টুয়ার্ড এবং শেফ পদের জন্য দৃষ্টিশক্তি 6/36 হতে হবে ৷ হাইজিনিস্ট পদের জন্য দৃষ্টিশক্তি ভালো চোখে এবং খারাপ চোখে হতে হবে 6/ 60 ৷ তবে কোনও মানসিক ত্রুটি বা রোগ থাকলে প্রার্থীর আবেদন গ্রাহ্য করা হবে না ৷

আরও পড়ুন: হাইকোর্টের রায় খারিজ, সবুজ বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

প্রশিক্ষণ শুরু হবে এপ্রিল 2022 থেকে ৷ 15 সপ্তাহের বেসিক ট্রেনিং দেওয়া হবে ৷ প্রার্থীদের 14 বছরের জন্য নিয়োগ করা হবে ৷ আবেদন করা যাবে 2 নভেম্বর পর্যন্ত ৷ ট্রেনিং শেষে বেতন হবে 21,700-69,100 টাকা ৷ সঙ্গে 5,200 টাকা সার্ভিস পে এবং ডিএ দেওয়া হবে ৷ অনলাইনে আবেদন করা যাবে www.joinindian navy.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ৷ প্রার্থীর নিজস্ব ই-মেল আইডি দিয়ে রেজিস্ট্রি করতে হবে ৷

ভারতীয় নৌবাহিনীর ম্যাট্রিক রিক্রুটমেন্ট বোর্ড ট্রেনিং দিয়ে 300 জন স্টুয়ার্ড, শেফ এবং হাইজিনিস্ট নিয়োগ করবে ৷ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে ৷ শুধুমাত্র অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবেন ৷ জম্ম তারিখ হতে হবে 1 এপ্রিল 2002 থেকে 31 মার্চ 2005-এর মধ্যে ৷ প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে ৷ খেলাধুলোয় দক্ষতা থাকতে হবে প্রার্থীর ৷

প্রার্থীর উচ্চতা হতে হবে 157 সেন্টিমিটার ৷ প্রার্থীর বুকের ছাতি এবং ওজন বয়স অনুযায়ী উপযুক্ত হতে হবে ৷ স্টুয়ার্ড এবং শেফ পদের জন্য দৃষ্টিশক্তি 6/36 হতে হবে ৷ হাইজিনিস্ট পদের জন্য দৃষ্টিশক্তি ভালো চোখে এবং খারাপ চোখে হতে হবে 6/ 60 ৷ তবে কোনও মানসিক ত্রুটি বা রোগ থাকলে প্রার্থীর আবেদন গ্রাহ্য করা হবে না ৷

আরও পড়ুন: হাইকোর্টের রায় খারিজ, সবুজ বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

প্রশিক্ষণ শুরু হবে এপ্রিল 2022 থেকে ৷ 15 সপ্তাহের বেসিক ট্রেনিং দেওয়া হবে ৷ প্রার্থীদের 14 বছরের জন্য নিয়োগ করা হবে ৷ আবেদন করা যাবে 2 নভেম্বর পর্যন্ত ৷ ট্রেনিং শেষে বেতন হবে 21,700-69,100 টাকা ৷ সঙ্গে 5,200 টাকা সার্ভিস পে এবং ডিএ দেওয়া হবে ৷ অনলাইনে আবেদন করা যাবে www.joinindian navy.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ৷ প্রার্থীর নিজস্ব ই-মেল আইডি দিয়ে রেজিস্ট্রি করতে হবে ৷

Last Updated : Nov 1, 2021, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.