ETV Bharat / city

Indian Army Job: মাধ্যমিক পাশে সেনায় চাকরির সুযোগ - Indian Army Job

মাধ্যমিক পাশে ভারতীয় সেনায় প্রার্থী নিয়োগ করা হবে (Indian Army Job) ৷ ভারতীয় সেনার আর্মি পোস্টাল সার্ভিস উইং, ব্রিগেড অফ দি গার্ডস গ্রুপ-সি শূন্যপদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে ৷ বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে ৷

Indian Army Job
মাধ্যমিক পাশে সেনায় চাকরির সুযোগ
author img

By

Published : Mar 15, 2022, 2:45 PM IST

ভারতীয় সেনার আর্মি পোস্টাল সার্ভিস উইং, ব্রিগেড অফ দি গার্ডস গ্রুপ-সি শূন্যপদের জন্য প্রার্থী নিয়োগ করছে (Indian Army Job) ৷ দশম শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন ৷ প্রার্থীদের নিয়োগ করা হবে ওয়াশারম্যান এবং গার্ডনার পদে ৷

আবেদন করা যাচ্ছে 12 মার্চ থেকে ৷ আবেদনের শেষ 2 এপ্রিল ৷ প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে ৷ বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে ৷ বেতন 18 হাজার থেকে 56 হাজার 900 টাকা ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে 209 গ্র্যাজুয়েট নিয়োগ

প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে ৷ আবেদনপত্র পাঠানোর ঠিকানা-উইং কমান্ডার, এপিএস উইং, ব্রিগেড অফ গার্ডস রেজিমেন্টাল সেন্টার কেম্পটি, জেলা-নাগপুর-441001 ৷ আগ্রহী প্রার্থীরা অন্যান্য তথ্যের জন্য দেখতে পারেন ভারতীয় সেনার ওয়েবসাইট

ভারতীয় সেনার আর্মি পোস্টাল সার্ভিস উইং, ব্রিগেড অফ দি গার্ডস গ্রুপ-সি শূন্যপদের জন্য প্রার্থী নিয়োগ করছে (Indian Army Job) ৷ দশম শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন ৷ প্রার্থীদের নিয়োগ করা হবে ওয়াশারম্যান এবং গার্ডনার পদে ৷

আবেদন করা যাচ্ছে 12 মার্চ থেকে ৷ আবেদনের শেষ 2 এপ্রিল ৷ প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে ৷ বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে ৷ বেতন 18 হাজার থেকে 56 হাজার 900 টাকা ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে 209 গ্র্যাজুয়েট নিয়োগ

প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে ৷ আবেদনপত্র পাঠানোর ঠিকানা-উইং কমান্ডার, এপিএস উইং, ব্রিগেড অফ গার্ডস রেজিমেন্টাল সেন্টার কেম্পটি, জেলা-নাগপুর-441001 ৷ আগ্রহী প্রার্থীরা অন্যান্য তথ্যের জন্য দেখতে পারেন ভারতীয় সেনার ওয়েবসাইট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.