ETV Bharat / city

India post Job: ডাক বিভাগে ক্রীড়াবিদ নিয়োগ - India

ভারতীয় ডাক বিভাগ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে ৷ আবেদনের শেষ তারিখ 27 নভেম্বর ৷

India post Job
ডাক বিভাগে নিয়োগ
author img

By

Published : Nov 11, 2021, 11:52 AM IST

ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগ অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র সার্কেলের বিভিন্ন ডিভিশনে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ক্রীড়াবিদ নিয়োগ করবে ৷ যে সব খেলা থেকে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বেস বল, বাস্কেট বল, বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার্স, বডি বিল্ডিং, বক্সিং, ব্রিজ, ক্যারাম, চেস, ক্রিকেট, সাইক্লিং,সাইকেল পোলো, ফুটবল, গল্ফ, জিমন্যাস্টিক, খোখো, মল্লাখাম্ব, মোটর স্পোর্টস, নেট বল, পাওয়ার লিফ্টিং, শুটিং, সুইমিং, টেবিল টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং প্রভৃতি ৷

শিক্ষাগত যোগ্যতা এবং ক্রীড়াগত যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নিয়োগ করা হবে ৷ আবেদনের ফি 200 টাকা ৷ তবে এসসি-এসটি এবং মহিলাদের কোনও আবেদনের ফি দিতে হবে না ৷ প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে ৷

আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরি

আবেদনের শেষ তারিখ 27 নভেম্বর ৷ নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন https://dopsportsrecruitment.in এই ওয়েবসাইটে ৷

ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগ অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র সার্কেলের বিভিন্ন ডিভিশনে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ক্রীড়াবিদ নিয়োগ করবে ৷ যে সব খেলা থেকে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বেস বল, বাস্কেট বল, বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার্স, বডি বিল্ডিং, বক্সিং, ব্রিজ, ক্যারাম, চেস, ক্রিকেট, সাইক্লিং,সাইকেল পোলো, ফুটবল, গল্ফ, জিমন্যাস্টিক, খোখো, মল্লাখাম্ব, মোটর স্পোর্টস, নেট বল, পাওয়ার লিফ্টিং, শুটিং, সুইমিং, টেবিল টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং প্রভৃতি ৷

শিক্ষাগত যোগ্যতা এবং ক্রীড়াগত যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নিয়োগ করা হবে ৷ আবেদনের ফি 200 টাকা ৷ তবে এসসি-এসটি এবং মহিলাদের কোনও আবেদনের ফি দিতে হবে না ৷ প্রার্থীর বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে ৷

আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরি

আবেদনের শেষ তারিখ 27 নভেম্বর ৷ নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে এবং আবেদন করতে দেখুন https://dopsportsrecruitment.in এই ওয়েবসাইটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.