ETV Bharat / city

Letter Writing Competition: চিঠি লেখার অভ্যাস ফেরাতে পত্রলিখন প্রতিযোগিতা ! সৌজন্য ডাক বিভাগ - ডাকটিকিট সংগ্রহ দিবস

চিঠি লেখার অভ্য়াস (Letter Writing Habit) ফেরাতে উদ্য়োগী ভারতীয় ডাকের (India Post) পশ্চিমবঙ্গ চক্র বা শাখা (West Bengal Circle) ৷ শারদীয়ার আবহে (Durga Puja 2022) পত্রলিখন প্রতিযোগিতার (Letter Writing Competition) আয়োজন করল তারা ৷ বিলি করল পোস্ট কার্ড (Post Card Distribution) ৷

India Post arrange Letter Writing Competition during Durga Puja 2022
Letter Writing Competition: চিঠি লেখার অভ্যাস ফেরাতে পত্রলিখন প্রতিযোগিতা ! সৌজন্য ডাক বিভাগ
author img

By

Published : Oct 11, 2022, 7:12 PM IST

কলকাতা, 11 অক্টোবর: চিঠি লেখার অভ্য়াস (Letter Writing Habit) ফেরাতে উদ্যোগী ডাক বিভাগ ৷ ভারতীয় ডাকের (India Post) পশ্চিমবঙ্গ চক্র বা শাখার (West Bengal Circle) পক্ষ থেকে নেওয়া হল অভিনব উদ্যোগ ৷ এবারের শারদোৎসব (Durga Puja 2022) চলাকালীন কলকাতার দু'টি পুজোমণ্ডপ থেকে 10 হাজার পোস্ট কার্ড বিলি (Post Card Distribution) করেছে তারা ৷ আয়োজন করা হয়েছে পত্রলিখন প্রতিযোগিতা (Letter Writing Competition) ! একইসঙ্গে তৈরি করা হয়েছে একটি ভিন্নধর্মী বিজ্ঞাপনও !

কী আছে সেই বিজ্ঞাপনে ? দুর্গাপুজোর প্রেক্ষাপটে তাতে উমার মর্ত্যে বিচরণ তুলে ধরা হয়েছে ৷ দেবী এখানে ঘরের মেয়ে ৷ যে সবার কথা ভাবে ৷ সেই মেয়েই হঠাৎ করে হাজির হয় কোনও গ্রামের কাশবনে ! কিংবা পৌঁছে যায় কোনও কিশোরের শোবার ঘরে ! কাজের ফাঁকেই যে মেয়ের উপস্থিতি টের পান কুমোরটুলির কোনও শিল্পী ! সর্বত্রই উমা রেখে আসে একটিমাত্র পোস্ট কার্ড ৷ সঙ্গে থাকে উপহার ৷ ডাক বিভাগের এই বিজ্ঞাপন বাঙালি আবেগ ও সৃজনশীলতাকে অনবদ্যভাবে ছুঁয়ে গিয়েছে ৷

India Post arrange Letter Writing Competition during Durga Puja 2022
ডাক বিভাগের বিলি করা পোস্ট কার্ড ৷

আরও পড়ুন: লতা মঙ্গেশকরের স্মরণে বিশেষ কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ

অন্যদিকে, চেতলা অগ্রণী ও সুরুচি সংঘের পুজোমণ্ডপে যে 10 হাজার পোস্ট কার্ড বিলি করা হয়েছে, সেইসব পোস্ট কার্ডে একটি করে বিষয় লেখা রয়েছে ৷ যাঁরা সেই পোস্ট কার্ডগুলি পেয়েছেন, তাঁদের সেই পোস্ট কার্ডেই সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি করে ক্যাচ লাইন লিখতে হবে ৷ তারপর তার ছবি তুলে নিজের ফেসবুক অ্য়াকাউন্টে পোস্ট করার পাশাপাশি ট্যাগ করতে হবে ভারতীয় ডাকের পশ্চিমবঙ্গ চক্র বা শাখাকে ৷ কাজটুকু সারতে হবে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে ৷ সেরা দশটি ক্যাচলাইনের লেখককে পুরস্কৃত করবে ডাক কর্তৃপক্ষ ৷ একথা জানিয়েছেন এ রাজ্যের চিফ পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি ৷ ডাক বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আট থেকে আশি সকলেই ৷ প্রতিযোগিতার ফল ঘোষণা করা হবে আগামী নভেম্বর মাসের মধ্যে ৷

ভারতীয় ডাক বিভাগ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে পত্রলিখন প্রতিযোগিতা

প্রসঙ্গত, ভারতীয় ডাকের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে জাতীয় ডাক সপ্তাহ উদযাপন করা হচ্ছে ৷ যা শুরু হয়েছে গত 9 অক্টোবর ৷ চলবে আগামী 13 অক্টোবর পর্যন্ত ৷ এর মধ্যে আগামী 11 অক্টোবর পালিত হবে ডাকটিকিট সংগ্রহ দিবস (Philately Day) এবং তার পরের দিন, অর্থাৎ আগামী 12 অক্টোবর পালিত হবে মেল ও পার্সেল দিবস ৷

কলকাতা, 11 অক্টোবর: চিঠি লেখার অভ্য়াস (Letter Writing Habit) ফেরাতে উদ্যোগী ডাক বিভাগ ৷ ভারতীয় ডাকের (India Post) পশ্চিমবঙ্গ চক্র বা শাখার (West Bengal Circle) পক্ষ থেকে নেওয়া হল অভিনব উদ্যোগ ৷ এবারের শারদোৎসব (Durga Puja 2022) চলাকালীন কলকাতার দু'টি পুজোমণ্ডপ থেকে 10 হাজার পোস্ট কার্ড বিলি (Post Card Distribution) করেছে তারা ৷ আয়োজন করা হয়েছে পত্রলিখন প্রতিযোগিতা (Letter Writing Competition) ! একইসঙ্গে তৈরি করা হয়েছে একটি ভিন্নধর্মী বিজ্ঞাপনও !

কী আছে সেই বিজ্ঞাপনে ? দুর্গাপুজোর প্রেক্ষাপটে তাতে উমার মর্ত্যে বিচরণ তুলে ধরা হয়েছে ৷ দেবী এখানে ঘরের মেয়ে ৷ যে সবার কথা ভাবে ৷ সেই মেয়েই হঠাৎ করে হাজির হয় কোনও গ্রামের কাশবনে ! কিংবা পৌঁছে যায় কোনও কিশোরের শোবার ঘরে ! কাজের ফাঁকেই যে মেয়ের উপস্থিতি টের পান কুমোরটুলির কোনও শিল্পী ! সর্বত্রই উমা রেখে আসে একটিমাত্র পোস্ট কার্ড ৷ সঙ্গে থাকে উপহার ৷ ডাক বিভাগের এই বিজ্ঞাপন বাঙালি আবেগ ও সৃজনশীলতাকে অনবদ্যভাবে ছুঁয়ে গিয়েছে ৷

India Post arrange Letter Writing Competition during Durga Puja 2022
ডাক বিভাগের বিলি করা পোস্ট কার্ড ৷

আরও পড়ুন: লতা মঙ্গেশকরের স্মরণে বিশেষ কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ

অন্যদিকে, চেতলা অগ্রণী ও সুরুচি সংঘের পুজোমণ্ডপে যে 10 হাজার পোস্ট কার্ড বিলি করা হয়েছে, সেইসব পোস্ট কার্ডে একটি করে বিষয় লেখা রয়েছে ৷ যাঁরা সেই পোস্ট কার্ডগুলি পেয়েছেন, তাঁদের সেই পোস্ট কার্ডেই সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি করে ক্যাচ লাইন লিখতে হবে ৷ তারপর তার ছবি তুলে নিজের ফেসবুক অ্য়াকাউন্টে পোস্ট করার পাশাপাশি ট্যাগ করতে হবে ভারতীয় ডাকের পশ্চিমবঙ্গ চক্র বা শাখাকে ৷ কাজটুকু সারতে হবে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে ৷ সেরা দশটি ক্যাচলাইনের লেখককে পুরস্কৃত করবে ডাক কর্তৃপক্ষ ৷ একথা জানিয়েছেন এ রাজ্যের চিফ পোস্ট মাস্টার জেনারেল জে চারুকেশি ৷ ডাক বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আট থেকে আশি সকলেই ৷ প্রতিযোগিতার ফল ঘোষণা করা হবে আগামী নভেম্বর মাসের মধ্যে ৷

ভারতীয় ডাক বিভাগ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে পত্রলিখন প্রতিযোগিতা

প্রসঙ্গত, ভারতীয় ডাকের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে জাতীয় ডাক সপ্তাহ উদযাপন করা হচ্ছে ৷ যা শুরু হয়েছে গত 9 অক্টোবর ৷ চলবে আগামী 13 অক্টোবর পর্যন্ত ৷ এর মধ্যে আগামী 11 অক্টোবর পালিত হবে ডাকটিকিট সংগ্রহ দিবস (Philately Day) এবং তার পরের দিন, অর্থাৎ আগামী 12 অক্টোবর পালিত হবে মেল ও পার্সেল দিবস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.