ETV Bharat / city

Bengal Civic Poll Results 2022 : বাংলার পৌরভোটে বিরোধীদের পিছনে ফেলে সেঞ্চুরি নির্দল প্রার্থীদের - Latest News on BJP

108টি পৌরসভার নির্বাচনের ফলাফল (Bengal Civic Poll Results 2022) প্রকাশিত হল বুধবার ৷ শতাধিক আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা (independent candidates of bengal civic polls 2022 wins more than hundred seats) ৷ তাদের ধারেকাছেও নেই বিরোধীরা ৷

independent candidates of bengal civic polls 2022 wins more than hundred seats
Bengal Civic Poll Results 2022 : বাংলার পৌরভোটে বিরোধীদের পিছনে ফেলে সেঞ্চুরি নির্দল প্রার্থীদের
author img

By

Published : Mar 2, 2022, 8:31 PM IST

কলকাতা, 2 মার্চ : প্রত্যাশিতভাবেই পৌর নির্বাচনের ফলাফলে সবুজ ঝড়ের সাক্ষী থাকল বাংলা ৷ 90 শতাংশের বেশি ওয়ার্ডে জিতল তৃণমূল কংগ্রেস (TMC Wins most seats in Bengal Civic Polls 2022) ৷ কিন্তু সামগ্রিকভাবে বাংলার পৌরভোটে দ্বিতীয় স্থানে নির্দল ৷ এমনকী, বাকিরা নির্দলের জয়ী মোট আসনের অর্ধেকের বেশি আসন জিততে পারেনি ৷

পশ্চিমবঙ্গের 108টি পৌরসভার প্রায় বাইশশো ওয়ার্ডে ভোট গ্রহণ হয় গত রবিবার ৷ বুধবার ফলাফল প্রকাশের সময় দেখা গেল প্রায় ঊনিশশো আসনে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা ৷ বাকি আসনগুলি নির্দল ও বিরোধীদের মধ্যে ভাগাভাগি হয়েছে ৷

নির্দল প্রার্থীরা জিতেছেন শতাধিক আসনে (independent candidates of bengal civic polls 2022 wins more than hundred seats) ৷ বিজেপি 63টি, বামেরা 50-এর কাছাকাছি, কংগ্রেসও প্রায় 60টি আসনে জিতেছে ৷ রাজনৈতিক পর্যেবক্ষকদের মতে, এই ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

তাঁদের ব্যাখ্যা, পৌরভোটে যে তৃণমূল কংগ্রেসের প্রাধান্য থাকবে, সেটা প্রত্যাশিতই ছিল ৷ কিন্তু ভোটের আগে প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের অন্দরে যে কোন্দল বেঁধেছিল, তার ফল ভোটে কতটা পড়ে, সেদিকেও নজর ছিল সকলের ৷

রাজনৈতিক মহলের মতে, বিক্ষুব্ধদের জেরে যে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়নি, তা তো ভোটের ফলে স্পষ্ট হয়েছে ৷ কিন্তু যে পরিমাণ আসন নির্দলদের দখলে গিয়েছে, তা দেখে এটাও স্পষ্ট যে নির্দলদের অধিকাংশই বিক্ষুব্ধ তৃণমূল ৷ ফলে বিরোধী প্রার্থীদের থেকেও তৃণমূল বা বিক্ষুব্ধ তৃণমূলকেই বেশি পছন্দ করেছেন ভোটাররা ৷

যদিও বিরোধীদের অভিযোগ, এবার অবাধ ভোট হয়নি ৷ বরং শাসক দল তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে ভোটে জিতেছে ৷ তাই বিরোধীদের ফলাফল খারাপ হয়েছে ৷

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022 : সবুজ ঝড় থমকাল তাহেরপুরে, দূর্গ রক্ষা বামেদের

কলকাতা, 2 মার্চ : প্রত্যাশিতভাবেই পৌর নির্বাচনের ফলাফলে সবুজ ঝড়ের সাক্ষী থাকল বাংলা ৷ 90 শতাংশের বেশি ওয়ার্ডে জিতল তৃণমূল কংগ্রেস (TMC Wins most seats in Bengal Civic Polls 2022) ৷ কিন্তু সামগ্রিকভাবে বাংলার পৌরভোটে দ্বিতীয় স্থানে নির্দল ৷ এমনকী, বাকিরা নির্দলের জয়ী মোট আসনের অর্ধেকের বেশি আসন জিততে পারেনি ৷

পশ্চিমবঙ্গের 108টি পৌরসভার প্রায় বাইশশো ওয়ার্ডে ভোট গ্রহণ হয় গত রবিবার ৷ বুধবার ফলাফল প্রকাশের সময় দেখা গেল প্রায় ঊনিশশো আসনে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা ৷ বাকি আসনগুলি নির্দল ও বিরোধীদের মধ্যে ভাগাভাগি হয়েছে ৷

নির্দল প্রার্থীরা জিতেছেন শতাধিক আসনে (independent candidates of bengal civic polls 2022 wins more than hundred seats) ৷ বিজেপি 63টি, বামেরা 50-এর কাছাকাছি, কংগ্রেসও প্রায় 60টি আসনে জিতেছে ৷ রাজনৈতিক পর্যেবক্ষকদের মতে, এই ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

তাঁদের ব্যাখ্যা, পৌরভোটে যে তৃণমূল কংগ্রেসের প্রাধান্য থাকবে, সেটা প্রত্যাশিতই ছিল ৷ কিন্তু ভোটের আগে প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের অন্দরে যে কোন্দল বেঁধেছিল, তার ফল ভোটে কতটা পড়ে, সেদিকেও নজর ছিল সকলের ৷

রাজনৈতিক মহলের মতে, বিক্ষুব্ধদের জেরে যে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়নি, তা তো ভোটের ফলে স্পষ্ট হয়েছে ৷ কিন্তু যে পরিমাণ আসন নির্দলদের দখলে গিয়েছে, তা দেখে এটাও স্পষ্ট যে নির্দলদের অধিকাংশই বিক্ষুব্ধ তৃণমূল ৷ ফলে বিরোধী প্রার্থীদের থেকেও তৃণমূল বা বিক্ষুব্ধ তৃণমূলকেই বেশি পছন্দ করেছেন ভোটাররা ৷

যদিও বিরোধীদের অভিযোগ, এবার অবাধ ভোট হয়নি ৷ বরং শাসক দল তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে ভোটে জিতেছে ৷ তাই বিরোধীদের ফলাফল খারাপ হয়েছে ৷

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022 : সবুজ ঝড় থমকাল তাহেরপুরে, দূর্গ রক্ষা বামেদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.