ETV Bharat / city

পরিবেশকে দূষণমুক্ত রাখতে দ্বিতীয় পর্যায়ে 40টি ইলেকট্রিক বাসের উদ্বোধন - Suvendu Adhikari inaugurate electric buses to keep the environment pollution free

গতকাল কসবা পরিবহন ভবনের মঞ্চ থেকে 40টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এছাড়াও আরও 20 টি CNG বাসের উদ্বোধন করেন ৷

ইলেকট্রিক বাস
author img

By

Published : Aug 29, 2019, 10:52 AM IST

কলকাতা, 29 অগাস্ট : পরিবেশকে দূষণমুক্ত রাখতে উদ্যোগ রাজ্যের ৷ গতকাল কসবা পরিবহন ভবনের মঞ্চ থেকে 40টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এছাড়াও আরও 20 টি CNG বাসের উদ্বোধন করেন ৷ এই বাসগুলি দুর্গাপুর-আসানসোল রুটে চলাচল করবে ৷

অনুষ্ঠানে 2500 জন গতিধারা প্রকল্পের উপভোক্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয় । পাশাপাশি 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রচার অভিযানের জন্য বেশ কিছু সরঞ্জাম পুলিশ ও জেলা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে যে সমস্ত পরিবার নিজেদের আত্মীয়-পরিজনদের পথ দুর্ঘটনায় হারিয়েছে তাদের হাতে চেক তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে শুভেন্দুবাবু ছাড়াও ছিলেন পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগাম, পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এবং অন্যান্যরা ।

শুভেন্দুবাবু জানান, ইলেকট্রিক বাসের কোনও বিকল্প নেই । শহরকে দূষণমুক্ত রাখতে এই উদ্যোগ । ইতিমধ্যেই আসানসোল ও শিলিগুড়িতে 25টি, নিউটাউন-রাজারহাট এলাকা এবং হলদিয়ায় আরও 50 টি ইলেকট্রিক বাসের অনুমোদন পাওয়া গেছে ৷ খুব তাড়াতাড়ি সেগুলির উদ্বোধন করা হবে । এছাড়াও কলকাতার প্রান্তিক এলাকাতেও ইলেকট্রিক বাস পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের ৷ রাজ্যে যাতে ইলেকট্রিক চালিত ছোট গাড়ির ব্যবহার আরও বাড়ানো যায় তারজন্য বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়ার পরিকল্পনাও রয়েছে । জেলাগুলিতেও ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্যজুড়ে যে 55টি ইলেকট্রিক চার্জিং স্টেশন রয়েছে সেখানে যে কোনও ইলেকট্রিক চালিত গাড়ি শুধুমাত্র ইলেকট্রিকের খরচ দিয়ে নিজেদের গাড়ি চার্জ দিয়ে নিতে পারবে ৷

কলকাতা, 29 অগাস্ট : পরিবেশকে দূষণমুক্ত রাখতে উদ্যোগ রাজ্যের ৷ গতকাল কসবা পরিবহন ভবনের মঞ্চ থেকে 40টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এছাড়াও আরও 20 টি CNG বাসের উদ্বোধন করেন ৷ এই বাসগুলি দুর্গাপুর-আসানসোল রুটে চলাচল করবে ৷

অনুষ্ঠানে 2500 জন গতিধারা প্রকল্পের উপভোক্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয় । পাশাপাশি 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রচার অভিযানের জন্য বেশ কিছু সরঞ্জাম পুলিশ ও জেলা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে যে সমস্ত পরিবার নিজেদের আত্মীয়-পরিজনদের পথ দুর্ঘটনায় হারিয়েছে তাদের হাতে চেক তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে শুভেন্দুবাবু ছাড়াও ছিলেন পরিবহন সচিব নারায়ণ স্বরূপ নিগাম, পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এবং অন্যান্যরা ।

শুভেন্দুবাবু জানান, ইলেকট্রিক বাসের কোনও বিকল্প নেই । শহরকে দূষণমুক্ত রাখতে এই উদ্যোগ । ইতিমধ্যেই আসানসোল ও শিলিগুড়িতে 25টি, নিউটাউন-রাজারহাট এলাকা এবং হলদিয়ায় আরও 50 টি ইলেকট্রিক বাসের অনুমোদন পাওয়া গেছে ৷ খুব তাড়াতাড়ি সেগুলির উদ্বোধন করা হবে । এছাড়াও কলকাতার প্রান্তিক এলাকাতেও ইলেকট্রিক বাস পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের ৷ রাজ্যে যাতে ইলেকট্রিক চালিত ছোট গাড়ির ব্যবহার আরও বাড়ানো যায় তারজন্য বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়ার পরিকল্পনাও রয়েছে । জেলাগুলিতেও ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্যজুড়ে যে 55টি ইলেকট্রিক চার্জিং স্টেশন রয়েছে সেখানে যে কোনও ইলেকট্রিক চালিত গাড়ি শুধুমাত্র ইলেকট্রিকের খরচ দিয়ে নিজেদের গাড়ি চার্জ দিয়ে নিতে পারবে ৷

Intro:বুধবার বিকেলে কসবা পরিবহন ভবনের মঞ্চ থেকে 40টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আরো কুড়িটি সিএনজি বাস উদ্বোধন করা হয় যেগুলি দুর্গাপুর আসানসোল অঞ্চলে পরিষেবা দেবে।


Body:অনুষ্ঠানে 2500 জন গতিধারা প্রকল্পের বেনিফিশিয়ারিষদের প্রবেশনাল অফার লেটার এবং গাড়ির চাবি তুলে দেওয়া হয়। পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইফ চ্যাম্পিয়নের অন্তর্গত ট্রাফিক সম্পর্কিত বেশকিছু সরঞ্জাম পুলিশ ও জেলা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে যে সমস্ত পরিবার নিজেদের আত্মীয়-পরিজনদের পথ দুর্ঘটনায় হারিয়েছে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।

পরিবেশকে দূষণমুক্ত রাখতে জনসচেতনতা গড়ে তুলতে মন্ত্রী বলেন ইলেকট্রিক বাসের কোন বিকল্প নেই। শহরকে দূষণমুক্ত রাখতে এই ইলেকট্রিক বাসের সূচনা করা হয়েছিল আমাদের রাজ্যে। প্রথম পর্যায় বেশ অনেকগুলি ইলেকট্রিক বাস উদ্বোধন করা হয়েছিল। এবার দ্বিতীয় পর্যায়ের ইলেকট্রিকগুলি উদ্বোধন করেন তিনি। এইবারও মিটারের ইলেকট্রিক বাস যেগুলি আজকে উদ্বোধন করা হলো সেগুলি দেশের আর কোন রাজ্যে নেই বলে দাবি করেন পরিবহনমন্ত্রী যা প্রথমবার আমাদের শহরের পথে চলবে।

মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন সচিব নারায়ন স্বরূপ নিগাম, পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এবং অন্যান্যরা।

শুভেন্দু অধিকারী বলেন, "ভবিষ্যতে আরও 40 টি ইলেকট্রিক বাস পথে নামবে। ইতিমধ্যেই আসানসোলে পঁচিশটি শিলিগুড়িতে পঁচিশটি নিউ টাউন রাজারহাট পঞ্চাশটি ও হলদিয়া এলাকাতে আরো 50 টি অনুমোদন আমরা পেয়েছি এবং খুব শিগগিরই আমরা এই বাসগুলো ওইসব জায়গায় উদ্বোধন করব। এছাড়াও কলকাতার প্রান্তিক এলাকাগুলোতে ইলেকট্রিক বাস পরিষেবা দেওয়ার পরিকল্পনা পরিবহন দপ্তরের রয়েছে। এছাড়াও রাজ্যে যাতে ইলেকট্রিক ছোট গাড়ির ব্যবহার আরো বেশি মাত্রায় হয় তাই বিভিন্ন ধরণের ইন্সেন্টিভস দেওয়ার পরিকল্পনাও রয়েছে। জেলাগুলিতেও ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলেন, "আমাদের রাজ্য জুড়ে যে 55 টি ইলেকট্রিক পরিবহন চার্জিং স্টেশন রয়েছে সেখানে বেসরকারি যেকোনো ইলেকট্রিক গাড়ি শুধুমাত্র ইলেকট্রিকের খরচা দিয়ে নিজেদের গাড়ি চার্জ দিয়ে নিতে পারেন।"



Conclusion:মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যেহেতু সামনে পুজো এবং সেপ্টেম্বর মাসে আমরা সেভ লাইফ সেভ ড্রাইভ এর অন্তর্গত সপ্তাহব্যাপী কর্মশালা এবং সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান করে থাকে তাই এই বয়সেই অনুষ্ঠান 26 থেকে 31 শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.