ETV Bharat / city

সল্টলেকে BJ ব্লকে দুর্গাপুজোর উদ্বোধন অমিত শাহর

আজ সল্টলেক BJ ব্লক শারদ উৎসব কমিটির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উদ্বোধনের সময় আশপাশ থেকে কয়েকজন হঠাৎ করেই 'জয়শ্রীরাম' স্লোগান দিতে শুরু করেন ৷ অস্বস্তিতে পড়ে জিভ কেটে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করেন সব্যসাচী দত্ত ৷

অমিত শাহ
author img

By

Published : Oct 2, 2019, 12:03 AM IST

Updated : Oct 2, 2019, 8:05 AM IST

কলকাতা, 1 অক্টোবর : আজ সল্টলেক BJ ব্লক শারদ উৎসব কমিটির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, সব্যসাচী দত্ত ৷ উদ্বোধনের সময় আশপাশ থেকে কয়েকজন হঠাৎ করেই 'জয়শ্রীরাম' স্লোগান দিতে শুরু করেন ৷ অস্বস্তিতে পড়ে জিভ কেটে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করেন সব্যসাচী দত্ত ৷

কড়া নিরাপত্তার ঘেরাটোপে অমিত শাহ এই পুজোর উদ্বোধন করতে আসেন । পুজো কমিটির দাবি ছিল, BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ এই পুজো উদ্বোধন করুন । সেই মতো সল্টলেক-বিধাননগরের BJP কর্মী সমর্থকদেরও এই পুজোয় আসার আমন্ত্রণ জানানো হয়নি ৷ বরং না আসার জন্য আবেদন জানানো হয়েছিল ৷

দেখুন ভিডিয়ো...

BJP-র রাজ্য কমিটির সদস্য ও BJ ব্লক শারদ উৎসব কমিটির সভাপতি উমা শংকর ঘোষদস্তিদার বলেন, "খুব সুন্দর ভাবেই আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজো উদ্বোধন করলেন । এলাকার মানুষের মধ্যেই খুবই উদ্দীপনাও দেখা গেছে । "

কলকাতা, 1 অক্টোবর : আজ সল্টলেক BJ ব্লক শারদ উৎসব কমিটির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, সব্যসাচী দত্ত ৷ উদ্বোধনের সময় আশপাশ থেকে কয়েকজন হঠাৎ করেই 'জয়শ্রীরাম' স্লোগান দিতে শুরু করেন ৷ অস্বস্তিতে পড়ে জিভ কেটে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করেন সব্যসাচী দত্ত ৷

কড়া নিরাপত্তার ঘেরাটোপে অমিত শাহ এই পুজোর উদ্বোধন করতে আসেন । পুজো কমিটির দাবি ছিল, BJP-র সর্বভারতীয় সভাপতি হিসেবে নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ এই পুজো উদ্বোধন করুন । সেই মতো সল্টলেক-বিধাননগরের BJP কর্মী সমর্থকদেরও এই পুজোয় আসার আমন্ত্রণ জানানো হয়নি ৷ বরং না আসার জন্য আবেদন জানানো হয়েছিল ৷

দেখুন ভিডিয়ো...

BJP-র রাজ্য কমিটির সদস্য ও BJ ব্লক শারদ উৎসব কমিটির সভাপতি উমা শংকর ঘোষদস্তিদার বলেন, "খুব সুন্দর ভাবেই আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজো উদ্বোধন করলেন । এলাকার মানুষের মধ্যেই খুবই উদ্দীপনাও দেখা গেছে । "

Intro:
01-10-19


সুজয় ঘোষ, কলকাত



কলকাতা:দূর্গাপূজো উদ্বোধনেও জয়শ্রীরাম ধ্বনি। অমিত শাহের চোখে মুখে বিরক্তির ছাপ। পাশে থাকা সব্যদাচী দত্ত জিভ কামরে কোনও মতে ম্যানেজ করার চেষ্টা করেন। এই ভাবেই কড়া নিরাপত্তার ঘেরাটপে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্টলেকে BJ ব্লক সারদ উৎসব কমিটির দূর্গা পূজোর উদ্বোধন পর্ব সারলেন।


পূজো কমিটির দাবী ছিলো, বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নয়, কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ এই পূজো উদ্বোধন করুক। সেই মত সল্টলেক- বিধাননগরের বিজেপি কর্মী সমর্থকদেরও এই পূজোয় না আসতে জন্য আবেদন জানানো হয়।

প্রথমে বাতি জ্বালিয়ে পূজোর উদ্বোধন ছাড়াও ফুল দিয়ে মা দূর্গার পূজোও করলেন অমিত শাহ। অমিত শাহের পূজো উদ্বোধনের সময় জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি সমর্থকরা। তাতে কিছুটা বিরক্তও হন তিনি।




অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সব্যসাচী দত্ত। কড়া নিরাপত্তার ঘেরাটোপে অমিত শাহ এই পূজো উদ্বোধন করতে আসেন।

বিজেপির রাজ্য কমিটির সদস্য ও BJ ব্লক সারদ উৎসব কমিটির সভাপতি উমা শংকর ঘোষদস্তিদার ( মেজ দা) বলেন, "খুব সুন্দর ভাবেই আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা এই পূজো উদ্বোধন করলেন। এলাকার মানুষের মধ্যেই খুবই উদ্দীপণাও দেখা গিয়েছে। "Body:কপিConclusion:
01-10-19


সুজয় ঘোষ, কলকাত



কলকাতা:দূর্গাপূজো উদ্বোধনেও জয়শ্রীরাম ধ্বনি। অমিত শাহের চোখে মুখে বিরক্তির ছাপ। পাশে থাকা সব্যদাচী দত্ত জিভ কামরে কোনও মতে ম্যানেজ করার চেষ্টা করেন। এই ভাবেই কড়া নিরাপত্তার ঘেরাটপে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্টলেকে BJ ব্লক সারদ উৎসব কমিটির দূর্গা পূজোর উদ্বোধন পর্ব সারলেন।


পূজো কমিটির দাবী ছিলো, বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নয়, কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ এই পূজো উদ্বোধন করুক। সেই মত সল্টলেক- বিধাননগরের বিজেপি কর্মী সমর্থকদেরও এই পূজোয় না আসতে জন্য আবেদন জানানো হয়।

প্রথমে বাতি জ্বালিয়ে পূজোর উদ্বোধন ছাড়াও ফুল দিয়ে মা দূর্গার পূজোও করলেন অমিত শাহ। অমিত শাহের পূজো উদ্বোধনের সময় জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি সমর্থকরা। তাতে কিছুটা বিরক্তও হন তিনি।




অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সব্যসাচী দত্ত। কড়া নিরাপত্তার ঘেরাটোপে অমিত শাহ এই পূজো উদ্বোধন করতে আসেন।

বিজেপির রাজ্য কমিটির সদস্য ও BJ ব্লক সারদ উৎসব কমিটির সভাপতি উমা শংকর ঘোষদস্তিদার ( মেজ দা) বলেন, "খুব সুন্দর ভাবেই আমাদের সকলের প্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা এই পূজো উদ্বোধন করলেন। এলাকার মানুষের মধ্যেই খুবই উদ্দীপণাও দেখা গিয়েছে। "
Last Updated : Oct 2, 2019, 8:05 AM IST

For All Latest Updates

TAGGED:

jai sri ram
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.