ETV Bharat / city

আনিসুর রহমান মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ - কুরবান শা

কুরবান শা খুনের মামলায় আনিসুর রহমানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ সেইসঙ্গে সিঙ্গল বেঞ্চকে মামলার দ্রুত শুনানি করে তার নিষ্পত্তির নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ৷

In Anisur Rahman case the division bench of calcutta high court give a stay order on single bench direction
আনিসুর রহমান মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
author img

By

Published : Apr 13, 2021, 3:38 PM IST

কলকাতা, 13 এপ্রিল : আনিসুর রহমান মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে, এখনই এই মামলার নিষ্পত্তি হচ্ছে না । মামলা নিষ্পত্তি করবে সিঙ্গল বেঞ্চই । আর সেটাও যত দ্রুত সম্ভব । এমনটাই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

প্রসঙ্গত, পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে তাঁর দলের আরেক নেতা কুরবান শাকে খুনের অভিযোগ ছিল ৷ যে ঘটনায় গত 26 ফেব্রুয়ারি আনিসুর রহমানের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তে সম্মতি দিয়ে আনিসুরকে জামিন দেয় তমলুক আদালত । তবে, ওইদিনই তমলুক আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ। সেইসঙ্গে আনিসুরকে ফের গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতি ৷ সেই মতো 26 ফেব্রুয়ারি কোলাঘাট থেকে আনিসুরকে ফের গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : আনিসুর গ্রেফতার মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ আজ খারিজ করে দেয় প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে যত দ্রুত সম্ভব সিঙ্গল বেঞ্চকে মামলার নিস্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ নিহত কুরবান শায়ের আইনজীবী আদালতে অভিযোগ করেছেন, তাঁদের বক্তব্য ঠিক মতো না শুনেই তমলুক আদালত রায় দিয়েছিল ৷ তাই দ্রুত মামলার শুনানি শেষ করে এর নিষ্পত্তি করতে বলা হয়েছে ৷ আই আজ আদালতের নির্দেশের পর ফের জেল থেকে ছাড়া পেতে পারেন আনিসুর রহমান।

অন্যদিকে, নন্দীগ্রাম আন্দোলনে অভিযুক্তদের মামলা প্রত্যাহারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল ৷ সেই মামলায় আগামী সোমবার পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে বলে নির্দেশে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা, 13 এপ্রিল : আনিসুর রহমান মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে, এখনই এই মামলার নিষ্পত্তি হচ্ছে না । মামলা নিষ্পত্তি করবে সিঙ্গল বেঞ্চই । আর সেটাও যত দ্রুত সম্ভব । এমনটাই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

প্রসঙ্গত, পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে তাঁর দলের আরেক নেতা কুরবান শাকে খুনের অভিযোগ ছিল ৷ যে ঘটনায় গত 26 ফেব্রুয়ারি আনিসুর রহমানের বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তে সম্মতি দিয়ে আনিসুরকে জামিন দেয় তমলুক আদালত । তবে, ওইদিনই তমলুক আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চ। সেইসঙ্গে আনিসুরকে ফের গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতি ৷ সেই মতো 26 ফেব্রুয়ারি কোলাঘাট থেকে আনিসুরকে ফের গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : আনিসুর গ্রেফতার মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ আজ খারিজ করে দেয় প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে যত দ্রুত সম্ভব সিঙ্গল বেঞ্চকে মামলার নিস্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ নিহত কুরবান শায়ের আইনজীবী আদালতে অভিযোগ করেছেন, তাঁদের বক্তব্য ঠিক মতো না শুনেই তমলুক আদালত রায় দিয়েছিল ৷ তাই দ্রুত মামলার শুনানি শেষ করে এর নিষ্পত্তি করতে বলা হয়েছে ৷ আই আজ আদালতের নির্দেশের পর ফের জেল থেকে ছাড়া পেতে পারেন আনিসুর রহমান।

অন্যদিকে, নন্দীগ্রাম আন্দোলনে অভিযুক্তদের মামলা প্রত্যাহারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল ৷ সেই মামলায় আগামী সোমবার পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে বলে নির্দেশে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.