ETV Bharat / city

Bratya Basu Criticises Governor :'পাগলা জগাই', নাম না করে রাজ্যপালকে বিঁধলেন ব্রাত্য - in a tweet message bratya basu criticises governor jagdeep dhankhar

রাজ্যপালকে 'পাগলা জগাই' বলে কটাক্ষ ব্রাত্যর (in a tweet message bratya basu criticises governor jagdeep dhankhar) ৷

Bratya Basu Criticises Governor
'পাগলা জগাই', নাম না করে রাজ্যপালকে বিঁধলেন ব্রাত্য
author img

By

Published : Dec 30, 2021, 5:28 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল বিবাদ ৷ এবার প্রসঙ্গ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ৷ বৃহস্পতিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় এক টুইট বার্তায় জানান, তাঁর অনুমোদন ছাড়াই রাজ্যের 24টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছে রাজ্য সরকার । এর পাল্টা, নাম না করে রাজ্যপালকে 'পাগলা জগাই' বলে টুইটে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যু বসু (in a tweet message bratya basu criticises governor jagdeep dhankhar) ৷ টুইটটির মাথায় তিনি আবার লেখেন 'প্রসঙ্গ অনুমোদন' ৷

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আইনসম্মত নয়, মমতাকে আক্রমণ রাজ্যপালের

এদিন টুইটে সুকুমার রায়ের কবিতা 'লড়াই ক্ষ্যাপা'-র একটি অংশ তুলে ধরেছেন ব্রাত্য । এই ছড়াটির যে আটটি লাইনে পাগলা জগাইয়ের চরিত্র সম্বন্ধে বলা হয়েছে সেই লাইনগুলি এদিন ব্রাত্যু টুইট করেন ৷ ছড়ার উপর দিকে লেখা 'প্রসঙ্গ : অনুমোদন'। রাজনৈতিক মহলের মতে, সম্পূর্ণ টুইটি দেখলে বোঝাই যায় যে, এদিন সকালে রাজ্যপাল 24টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তাঁরই পাল্টা দিলেন ব্রাত্য ৷

কলকাতা, 30 ডিসেম্বর: ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল বিবাদ ৷ এবার প্রসঙ্গ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ৷ বৃহস্পতিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় এক টুইট বার্তায় জানান, তাঁর অনুমোদন ছাড়াই রাজ্যের 24টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছে রাজ্য সরকার । এর পাল্টা, নাম না করে রাজ্যপালকে 'পাগলা জগাই' বলে টুইটে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যু বসু (in a tweet message bratya basu criticises governor jagdeep dhankhar) ৷ টুইটটির মাথায় তিনি আবার লেখেন 'প্রসঙ্গ অনুমোদন' ৷

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আইনসম্মত নয়, মমতাকে আক্রমণ রাজ্যপালের

এদিন টুইটে সুকুমার রায়ের কবিতা 'লড়াই ক্ষ্যাপা'-র একটি অংশ তুলে ধরেছেন ব্রাত্য । এই ছড়াটির যে আটটি লাইনে পাগলা জগাইয়ের চরিত্র সম্বন্ধে বলা হয়েছে সেই লাইনগুলি এদিন ব্রাত্যু টুইট করেন ৷ ছড়ার উপর দিকে লেখা 'প্রসঙ্গ : অনুমোদন'। রাজনৈতিক মহলের মতে, সম্পূর্ণ টুইটি দেখলে বোঝাই যায় যে, এদিন সকালে রাজ্যপাল 24টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তাঁরই পাল্টা দিলেন ব্রাত্য ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.