ETV Bharat / city

West Bengal Weather Update বৃষ্টি কমবে, বাড়বে গরমের অস্বস্তি

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে । দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর (IMD kolkata Weather Forecasts )।

West Bengal Weather Update
West Bengal Weather Update
author img

By

Published : Aug 26, 2022, 7:04 AM IST

Updated : Aug 26, 2022, 9:06 AM IST

কলকাতা, 26 অগস্ট: পুজো আসতে আর মাত্র এক মাস বাকি ৷ উমা বরণে তৈরি পুজো উদ্যোক্তারা (Durga Puja 2022) ৷ ঘরের মেয়েকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে আম বাঙালিও। তারমধ্যেই দোসর বৃষ্টি ৷ প্রতিমা বা প্যাণ্ডেল তৈরির ক্ষেত্রেও বাধ সাধছে বৃষ্টি । তবু এরইমধ্যে আশার বাণী শোনাল আবহাওয়া দফতর (West Bengal Weather)। পূর্বাভাসে বলা হল, আগামী কয়েকদিনের বৃষ্টি কমে আসবে ৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশ চন্দ্র দাস বলেন,“আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাব অনেকটাই কমে যাবে । বঙ্গোপসাগরেও নতুন করে কোনও ঘুর্নাবর্ত তৈরি হয়নি। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে । দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভাবনা।”

পুজোর মুখে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর

আরও পড়ুন: আগামী পাঁচদিন বৃষ্টির দেখা নেই উত্তর ও দক্ষিণবঙ্গে, সঙ্গী প্যাচপ্যাচে গরম

বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস ৷ এটি স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বৃষ্টিপাত কার্যত হয়নি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ছিল শতকরা 92 শতাংশ। শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে । হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে।

কলকাতা, 26 অগস্ট: পুজো আসতে আর মাত্র এক মাস বাকি ৷ উমা বরণে তৈরি পুজো উদ্যোক্তারা (Durga Puja 2022) ৷ ঘরের মেয়েকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে আম বাঙালিও। তারমধ্যেই দোসর বৃষ্টি ৷ প্রতিমা বা প্যাণ্ডেল তৈরির ক্ষেত্রেও বাধ সাধছে বৃষ্টি । তবু এরইমধ্যে আশার বাণী শোনাল আবহাওয়া দফতর (West Bengal Weather)। পূর্বাভাসে বলা হল, আগামী কয়েকদিনের বৃষ্টি কমে আসবে ৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশ চন্দ্র দাস বলেন,“আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাব অনেকটাই কমে যাবে । বঙ্গোপসাগরেও নতুন করে কোনও ঘুর্নাবর্ত তৈরি হয়নি। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে । দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভাবনা।”

পুজোর মুখে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর

আরও পড়ুন: আগামী পাঁচদিন বৃষ্টির দেখা নেই উত্তর ও দক্ষিণবঙ্গে, সঙ্গী প্যাচপ্যাচে গরম

বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস ৷ এটি স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বৃষ্টিপাত কার্যত হয়নি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ছিল শতকরা 92 শতাংশ। শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে । হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Aug 26, 2022, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.