ETV Bharat / city

West Bengal Weather Update আরও দূরে সরছে নিম্নচাপ, কমবে বৃষ্টি

নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ ৷ তবে শনিবার সন্ধ্যে থেকে পরিস্থিতির অনেকটাই বদলেছে ৷ আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু‘দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
কমবে বৃষ্টি, বাড়বে গরমের অস্বস্তি
author img

By

Published : Aug 21, 2022, 7:12 AM IST

Updated : Aug 21, 2022, 8:29 AM IST

কলকাতা, 21 অগস্ট: বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। কখনও হালকা, কখনও মাঝারি আবার কখনও ঝেঁপে বৃষ্টি হয়েছে । নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর । শনিবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে নিম্নচাপ। গভীর নিম্নচাপ বর্তমানে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ ঝাড়খন্ড এবং ওড়িশার কাছাকাছি অবস্থান করছে ( Low Pressure Area Over Bay of Bengal ) । আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটি ছত্রিশগড়ের দিকে এগোবে।এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই (West Bengal Weather Update) ৷

কমবে বৃষ্টি, বাড়বে গরমের অস্বস্তি

এই প্রসঙ্গেই আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “নিম্নচাপের প্রভাবে গত 24 ঘণ্টায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হয়েছে। সেই তালিকায় আছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া ৷ দিঘাতেই কয়েকদিনে 18 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ছেে । ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমে 29 শতাংশে এসে দাঁড়িয়েছে। কলকাতার ক্ষেত্রে এই ঘাটতি 39 শতাংশ ৷ শুক্রবার রাত থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ৷ কমেছে বৃষ্টি ৷ নিম্নচাপ দক্ষিণবঙ্গ থকে দূরে সরে যাওয়ায় পুরুলিয়া, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা।’’

আরও পড়ুুুুন: বৃষ্টি কমলেও ফের নিম্নচাপের পূর্বাভাস হাওয়া অফিসের

পরিস্থিতির উন্নতি হলেও আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত-মাঝারি বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে ৷ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান 96 শতাংশ। বৃষ্টি হয়েছে 35 মিলিমিটার। রবিবার আকাশ মেঘলা থাকবে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে।

কলকাতা, 21 অগস্ট: বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। কখনও হালকা, কখনও মাঝারি আবার কখনও ঝেঁপে বৃষ্টি হয়েছে । নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর । শনিবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে নিম্নচাপ। গভীর নিম্নচাপ বর্তমানে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ ঝাড়খন্ড এবং ওড়িশার কাছাকাছি অবস্থান করছে ( Low Pressure Area Over Bay of Bengal ) । আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপটি ছত্রিশগড়ের দিকে এগোবে।এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই (West Bengal Weather Update) ৷

কমবে বৃষ্টি, বাড়বে গরমের অস্বস্তি

এই প্রসঙ্গেই আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “নিম্নচাপের প্রভাবে গত 24 ঘণ্টায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হয়েছে। সেই তালিকায় আছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া ৷ দিঘাতেই কয়েকদিনে 18 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ছেে । ভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কমে 29 শতাংশে এসে দাঁড়িয়েছে। কলকাতার ক্ষেত্রে এই ঘাটতি 39 শতাংশ ৷ শুক্রবার রাত থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ৷ কমেছে বৃষ্টি ৷ নিম্নচাপ দক্ষিণবঙ্গ থকে দূরে সরে যাওয়ায় পুরুলিয়া, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা।’’

আরও পড়ুুুুন: বৃষ্টি কমলেও ফের নিম্নচাপের পূর্বাভাস হাওয়া অফিসের

পরিস্থিতির উন্নতি হলেও আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত-মাঝারি বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে ৷ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান 96 শতাংশ। বৃষ্টি হয়েছে 35 মিলিমিটার। রবিবার আকাশ মেঘলা থাকবে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Aug 21, 2022, 8:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.