ETV Bharat / city

West Bengal Weather Update: আগামী পাঁচদিন বৃষ্টির দেখা নেই উত্তর ও দক্ষিণবঙ্গে, সঙ্গী প্যাচপ্যাচে গরম - Rain

বর্ষার শুরুতে রাজ্যের উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ৷ দক্ষিণের কপালে জুন মাসেও ছিঁটেফোঁটা এবং জুলাইয়ের প্রথম 7 দিনও ভ্যাপসা গরম ৷ আপাতত এ থেকে রেহাই মিলছে না, জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon
রাজ্যে বর্ষা
author img

By

Published : Jul 8, 2022, 6:48 AM IST

Updated : Jul 8, 2022, 6:59 AM IST

কলকাতা, 8 জুলাই: প্যাচপ্যাচে গরম ভরা আষাঢ়ে বর্ষাকে নয়, মনে করাবে গ্রীষ্মকে । দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পথে কাঁটা রয়েই যাচ্ছে । জুনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি কম হয়েছে । মনে করা হয়েছিল, জুলাইয়ে তার খামতি মিটবে । চলতি মাসের প্রথম সাতদিনে তেমন কোনও লক্ষণ নেই । এমনকী আগামী 4-5 দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণে (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with rain likely to occur) ।

আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, "যে অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম চলছে, আগামী 4-5 দিনে তার পরিবর্তন হবে না । আশা করা হয়েছিল, বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ৷ সেই সম্ভাবনাও নেই । ভারী বৃষ্টির বদলে কোথাও-কোথাও বিক্ষিপ্ত হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে । এর ফলে পাট পচানো এবং আমন ধান রোয়ার ক্ষেত্রে বিপাকে পড়ছেন কৃষকেরা ।" দুই বঙ্গেই বৃষ্টিপাত কমে যাওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস ।

আগামী ক'দিনে বৃষ্টি হবে ? জানালেন আলিপুরের উপ-অধকির্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: মিথুন রাশির ব্যক্তিরা খুব উৎসাহিত থাকবেন, বাকিদের কেমন যাবে দেখুন রাশিফলে

তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা ভালো । কারণ, গত প্রায় এক মাস ধরে ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে আপাতত হালকা বৃষ্টি কিছুটা স্বস্তি দিচ্ছে । তবে দক্ষিণে জুন মাসে বৃষ্টির ঘাটতি আর জুলাই মাসের প্রথম 7 দিনেও ভারী বৃষ্টি না-হওয়ায় সংকট বাড়ছে ক্রমশ ।

দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে ৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে । বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ পূর্বাভাস শুক্রবারও একই অবস্থাই থাকবে । দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে । তাই ভরা আষাঢ়ে বর্ষা নয়, গ্রীষ্মের দাবদাহ ।

কলকাতা, 8 জুলাই: প্যাচপ্যাচে গরম ভরা আষাঢ়ে বর্ষাকে নয়, মনে করাবে গ্রীষ্মকে । দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পথে কাঁটা রয়েই যাচ্ছে । জুনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি কম হয়েছে । মনে করা হয়েছিল, জুলাইয়ে তার খামতি মিটবে । চলতি মাসের প্রথম সাতদিনে তেমন কোনও লক্ষণ নেই । এমনকী আগামী 4-5 দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণে (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with rain likely to occur) ।

আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, "যে অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম চলছে, আগামী 4-5 দিনে তার পরিবর্তন হবে না । আশা করা হয়েছিল, বৃষ্টিপাত বৃদ্ধি পাবে ৷ সেই সম্ভাবনাও নেই । ভারী বৃষ্টির বদলে কোথাও-কোথাও বিক্ষিপ্ত হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে । এর ফলে পাট পচানো এবং আমন ধান রোয়ার ক্ষেত্রে বিপাকে পড়ছেন কৃষকেরা ।" দুই বঙ্গেই বৃষ্টিপাত কমে যাওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস ।

আগামী ক'দিনে বৃষ্টি হবে ? জানালেন আলিপুরের উপ-অধকির্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: মিথুন রাশির ব্যক্তিরা খুব উৎসাহিত থাকবেন, বাকিদের কেমন যাবে দেখুন রাশিফলে

তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা ভালো । কারণ, গত প্রায় এক মাস ধরে ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে আপাতত হালকা বৃষ্টি কিছুটা স্বস্তি দিচ্ছে । তবে দক্ষিণে জুন মাসে বৃষ্টির ঘাটতি আর জুলাই মাসের প্রথম 7 দিনেও ভারী বৃষ্টি না-হওয়ায় সংকট বাড়ছে ক্রমশ ।

দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে ৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও বাড়বে । বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ পূর্বাভাস শুক্রবারও একই অবস্থাই থাকবে । দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে । তাই ভরা আষাঢ়ে বর্ষা নয়, গ্রীষ্মের দাবদাহ ।

Last Updated : Jul 8, 2022, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.