কলকাতা, 29 অগস্ট: শনিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সোমবারও অত্যাহত থাকবে বৃষ্টি, সঙ্গে মেঘলা আকাশ ৷ রবিবারও আকাশ ছিল মেঘলা (IMD Kolkata Weather forecasts partly cloudy sky with Heavy Rain)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী 5 দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ৷ হালকা ও অতিভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরের উপরের জেলাগুলিতে ৷
মৌসুমী অক্ষরেখা হিমালয়ের কাছাকাছি থাকায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি অবশ্য বদলেছে । যেহেতু বঙ্গোপসাগরের ওপর কোনও নিম্নচাপ সৃষ্টি হয়নি, তার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমে গিয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে বৃষ্টি
রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 95 শতাংশ । সোমবার সপ্তাহের প্রথমদিন আকাশ আংশিক মেঘলা থাকবে । সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকবে ।