ETV Bharat / city

West Bengal Weather Update : আরও বাড়বে তাপমাত্রা, বঙ্গে তাপপ্রবাহের ইঙ্গিত হাওয়া অফিসের - Heat Weave Alert In Bengal

দখিনা বাতাসের সৌজন্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও এখনই স্বস্তি নেই বলে জানিয়েছেন আবহাওবিদরা ৷ বঙ্গে তাপ প্রবাহের ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
তাপমাত্রা কমলেও, তাপ প্রাবহের সতর্কতা জারি কলকাতায়
author img

By

Published : Apr 9, 2022, 7:42 AM IST

কলকাতা, 9 এপ্রিল : দখিনা বাতাসের সৌজন্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও সামগ্রিক ছবিটা মোটেই স্বস্তিদায়ক নয় । হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় যখন হালকা মাঝারি বৃষ্টি নিয়মিত হয়ে চলেছে তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রুখা শুখা । ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া গরমের দৌড়ে পরস্পরকে টেক্কা দেওয়ার খেলায় নেমে পড়েছে (West Bengal Weather Update) ।

মার্চের শেষে তাপপ্রবাহের সতর্কতা ছিল এই তিন জেলায় । আবহাওয়াবিদরা বলছেন, 'পিকচার আভি বাকি হ্যায়' । কারণ রাজস্থান থেকে বিহার, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে আগামী পাঁচদিন তাবপ্রবাহের আশঙ্কা রয়েছে । যার প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা । ফলে আসানসোল বিধানসভার উপনির্বাচনের আবহাওয়া শুধু রাজনৈতিকভাবে নয় প্রকৃতিগত ভাবেও উত্তপ্ত থাকার সম্ভাবনা ।

আরও পড়ুন: West Bengal Weather Update : পাহাড়ে বৃষ্টি, সমতলের প্রাপ্তি শুধুই মেঘলা আকাশ

এই অবস্থায় কালবৈশাখী একমাত্র রেহাই দিতে পারে। যদিও এখন পর্যন্ত কালবৈশাখীর দেখা নেই ৷ গরমে সুস্থ থাকতে সতর্কতা জারি করছেন চিকিৎসকরা । অপ্রয়োজনীয় কারণে দুপুরে বাইরে বেরাতে নিষেধ করছেন । প্রয়োজনে বেরাতে হলে সঙ্গে ছাতা রাখার কথা বলছেন তারা । বার বার জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন । সঙ্গে জলের বোতল রাখার কথা বলছেন । অসুস্থ বোধ করলে ছায়ায় বসার পরামর্শ দিচ্ছেন । খাবারের দিক থেকেও সাবধানতা অবলম্বনের কথা বলেছেন ৷ রাস্তার ধারের কাটা ফল, রাস্তায় ফলের রস না খাওয়া কথা বলছেন ।

শনিবার কলকাতা এবং তারপ্বার্শবর্তী অঞ্চলে রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কমে 34.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । দিনে রৌদ্রজ্জ্বল আকাশ । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎসহ হালকা এবং ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিম এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে । তাই বলাই যায় উত্তরবঙ্গে যখন ধারাস্নান চলছে তখন দক্ষিণবঙ্গ চাতক পাখি ।

কলকাতা, 9 এপ্রিল : দখিনা বাতাসের সৌজন্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও সামগ্রিক ছবিটা মোটেই স্বস্তিদায়ক নয় । হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় যখন হালকা মাঝারি বৃষ্টি নিয়মিত হয়ে চলেছে তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রুখা শুখা । ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া গরমের দৌড়ে পরস্পরকে টেক্কা দেওয়ার খেলায় নেমে পড়েছে (West Bengal Weather Update) ।

মার্চের শেষে তাপপ্রবাহের সতর্কতা ছিল এই তিন জেলায় । আবহাওয়াবিদরা বলছেন, 'পিকচার আভি বাকি হ্যায়' । কারণ রাজস্থান থেকে বিহার, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে আগামী পাঁচদিন তাবপ্রবাহের আশঙ্কা রয়েছে । যার প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা । ফলে আসানসোল বিধানসভার উপনির্বাচনের আবহাওয়া শুধু রাজনৈতিকভাবে নয় প্রকৃতিগত ভাবেও উত্তপ্ত থাকার সম্ভাবনা ।

আরও পড়ুন: West Bengal Weather Update : পাহাড়ে বৃষ্টি, সমতলের প্রাপ্তি শুধুই মেঘলা আকাশ

এই অবস্থায় কালবৈশাখী একমাত্র রেহাই দিতে পারে। যদিও এখন পর্যন্ত কালবৈশাখীর দেখা নেই ৷ গরমে সুস্থ থাকতে সতর্কতা জারি করছেন চিকিৎসকরা । অপ্রয়োজনীয় কারণে দুপুরে বাইরে বেরাতে নিষেধ করছেন । প্রয়োজনে বেরাতে হলে সঙ্গে ছাতা রাখার কথা বলছেন তারা । বার বার জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন । সঙ্গে জলের বোতল রাখার কথা বলছেন । অসুস্থ বোধ করলে ছায়ায় বসার পরামর্শ দিচ্ছেন । খাবারের দিক থেকেও সাবধানতা অবলম্বনের কথা বলেছেন ৷ রাস্তার ধারের কাটা ফল, রাস্তায় ফলের রস না খাওয়া কথা বলছেন ।

শনিবার কলকাতা এবং তারপ্বার্শবর্তী অঞ্চলে রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কমে 34.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । দিনে রৌদ্রজ্জ্বল আকাশ । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎসহ হালকা এবং ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিম এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে । তাই বলাই যায় উত্তরবঙ্গে যখন ধারাস্নান চলছে তখন দক্ষিণবঙ্গ চাতক পাখি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.