ETV Bharat / city

তায়কোন্ডোয় কাবু করোনা, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার বক্তব্যে বিতর্ক - স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার বক্তব্যে বিতর্ক

চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস বলেন, ‘‘রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেছেন তায়কোন্ডো কোভিড প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে । তাঁর বক্তব্য শুনে আমরা বিষ্মিত ‌।’’

if-you-know-taekwondo-then-it-is-possible-to-fight-against-covid
if-you-know-taekwondo-then-it-is-possible-to-fight-against-covid
author img

By

Published : Mar 27, 2021, 1:57 PM IST

কলকাতা, 27 মার্চ: মার্শাল আর্ট তায়কোন্ডো শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে । তায়কোন্ডো করলে কোভিডের বিরুদ্ধে লড়াই করা সম্ভব । এক ভিডিও বার্তায় রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর এমন বক্তব্যে দানা বাঁধল বিতর্ক।

এরাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস এই বিষয়ে বলেন, ‘‘রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেছেন তায়কোন্ডো কোভিড প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে । তাঁর এই বক্তব্য শুনে আমরা বিষ্মিত‌। কারণ, শরীরের ইমিউনিটি বাড়াতে দীর্ঘ সময়ের দরকার হয় । এই দীর্ঘ সময়ে পুষ্টিকর খাবার ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এটা বাড়তে পারে । তায়কোন্ডো কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে, এই ধরনের কোনও বৈজ্ঞানিক প্রমাণ আছে বলে আমাদের জানা নেই।’’

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘‘করোনা প্রতিরোধ করতে সঠিকভাবে মাস্কের ব‍্যবহার, শারীরিক দূরত্ব, হ‍্যান্ড স‍্যানিটাইজার ব্যবহার করা প্রয়োজন। মানুষ যেন এই অভ্যাসগুলি পালন করে, তা সরকার ও প্রশাসনের দেখা উচিত । অথচ, তা না করে বিভ্রান্তি সৃষ্টি করা মন্তব্য করছেন । ইতিপূর্বে প্রধানমন্ত্রীও করোনা প্রতিরোধে জনগণকে তালি বাজাও, থালা বাজাও, আলো নেভাও করতে বলেছিলেন । আবার কখনও কেউ কেউ গোমূত্র সেবনেরও নিদান দিয়েছেন । আসলে করোনা প্রতিরোধে সরকারি ব‍্যর্থতাকে আড়াল করতে এবং মানুষের মনে কুসংস্কারের জন্ম দিতেই জনগণের সঙ্গে এরকম হঠকারিতা করা হচ্ছে । আমরা এর তীব্র নিন্দা করছি।’’

আরও পড়ুন: রাজ্যে 5 জন ব্রিটেনের ও 3 জন দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত

চিকিৎসক সজল বিশ্বাস আরও বলেন, ‘‘এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় কর্তব্য দ্রুত সংক্রমণ নির্ণয় করে চিকিৎসার ব‍্যবস্থা করা । এক বছর আগেও সরকার তা করেনি । এখন কোভিডের সেকেন্ড ওয়েভ এসে যাওয়ার পরেও তা করছে না । সেই পরিকাঠামোও নেই । ফলে ব‍্যর্থতার দায় আড়াল করতে নানারকম কৌশল অবলম্বন করা হচ্ছে । ’’

স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার এই বক্তব্যের বিষয়ে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, ‘‘যে কোনও ধরনের শরীরচর্চা করলে শক্তি বাড়ে । এটাকে ইমিউনিটি ঠিক বলা যায় না । শরীরের যে ক্ষতিগুলি কোভিডের সংক্রমণ করছে, সেগুলি প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে যে কোনও ধরনের শরীরচর্চা করলে । তা সে ফিজিক্যাল এক্সারসাইজ হোক কিংবা ব্রিদিং এক্সারসাইজ । ফলে, যোগা হোক কিংবা তায়কোন্ডো অথবা সাইক্লিং বা সুইমিং, যে কোনও ধরনের শরীরচর্চায় ফুসফুস এবং হৃদযন্ত্র ভালো থাকে । ফুসফুস এবং হৃদযন্ত্রের অবস্থা ভালো থাকলে কোভিডের বিরুদ্ধে ভালভাবে লড়াই করতে পারা যাবে । এ তো সবার জানা ৷’’

বিতর্কিত ভিডিয়ো বার্তার বিষয়ে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর বক্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য মেলেনি ।

কলকাতা, 27 মার্চ: মার্শাল আর্ট তায়কোন্ডো শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে । তায়কোন্ডো করলে কোভিডের বিরুদ্ধে লড়াই করা সম্ভব । এক ভিডিও বার্তায় রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর এমন বক্তব্যে দানা বাঁধল বিতর্ক।

এরাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস এই বিষয়ে বলেন, ‘‘রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেছেন তায়কোন্ডো কোভিড প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে । তাঁর এই বক্তব্য শুনে আমরা বিষ্মিত‌। কারণ, শরীরের ইমিউনিটি বাড়াতে দীর্ঘ সময়ের দরকার হয় । এই দীর্ঘ সময়ে পুষ্টিকর খাবার ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এটা বাড়তে পারে । তায়কোন্ডো কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে, এই ধরনের কোনও বৈজ্ঞানিক প্রমাণ আছে বলে আমাদের জানা নেই।’’

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘‘করোনা প্রতিরোধ করতে সঠিকভাবে মাস্কের ব‍্যবহার, শারীরিক দূরত্ব, হ‍্যান্ড স‍্যানিটাইজার ব্যবহার করা প্রয়োজন। মানুষ যেন এই অভ্যাসগুলি পালন করে, তা সরকার ও প্রশাসনের দেখা উচিত । অথচ, তা না করে বিভ্রান্তি সৃষ্টি করা মন্তব্য করছেন । ইতিপূর্বে প্রধানমন্ত্রীও করোনা প্রতিরোধে জনগণকে তালি বাজাও, থালা বাজাও, আলো নেভাও করতে বলেছিলেন । আবার কখনও কেউ কেউ গোমূত্র সেবনেরও নিদান দিয়েছেন । আসলে করোনা প্রতিরোধে সরকারি ব‍্যর্থতাকে আড়াল করতে এবং মানুষের মনে কুসংস্কারের জন্ম দিতেই জনগণের সঙ্গে এরকম হঠকারিতা করা হচ্ছে । আমরা এর তীব্র নিন্দা করছি।’’

আরও পড়ুন: রাজ্যে 5 জন ব্রিটেনের ও 3 জন দক্ষিণ আফ্রিকার স্ট্রেনে আক্রান্ত

চিকিৎসক সজল বিশ্বাস আরও বলেন, ‘‘এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় কর্তব্য দ্রুত সংক্রমণ নির্ণয় করে চিকিৎসার ব‍্যবস্থা করা । এক বছর আগেও সরকার তা করেনি । এখন কোভিডের সেকেন্ড ওয়েভ এসে যাওয়ার পরেও তা করছে না । সেই পরিকাঠামোও নেই । ফলে ব‍্যর্থতার দায় আড়াল করতে নানারকম কৌশল অবলম্বন করা হচ্ছে । ’’

স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার এই বক্তব্যের বিষয়ে চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, ‘‘যে কোনও ধরনের শরীরচর্চা করলে শক্তি বাড়ে । এটাকে ইমিউনিটি ঠিক বলা যায় না । শরীরের যে ক্ষতিগুলি কোভিডের সংক্রমণ করছে, সেগুলি প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে যে কোনও ধরনের শরীরচর্চা করলে । তা সে ফিজিক্যাল এক্সারসাইজ হোক কিংবা ব্রিদিং এক্সারসাইজ । ফলে, যোগা হোক কিংবা তায়কোন্ডো অথবা সাইক্লিং বা সুইমিং, যে কোনও ধরনের শরীরচর্চায় ফুসফুস এবং হৃদযন্ত্র ভালো থাকে । ফুসফুস এবং হৃদযন্ত্রের অবস্থা ভালো থাকলে কোভিডের বিরুদ্ধে ভালভাবে লড়াই করতে পারা যাবে । এ তো সবার জানা ৷’’

বিতর্কিত ভিডিয়ো বার্তার বিষয়ে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর বক্তব্য জানতে চেয়ে যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য মেলেনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.