ETV Bharat / city

Dilip Ghosh : রাজ্য সভাপতিকে না জানিয়েই বিজেপির বৈঠকের দিন স্থির ! দিলীপের বক্তব্য ঘিরে জল্পনা - BJP

সম্প্রতি উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে একটি বৈঠক করে বিজেপি ৷ সেই বৈঠক নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘আমাকে তারিখ জানালে আমিও যেতে পারতাম ।’’

bjp leader dilip ghosh said if he knew about north bengal meeting then he would join
Dilip Ghosh : সভাপতিকে না জানিয়েই বৈঠকের দিন ঠিক হচ্ছে বঙ্গ-বিজেপিতে! দিলীপের দাবি ঘিরে জল্পনা
author img

By

Published : Sep 2, 2021, 12:59 PM IST

Updated : Sep 2, 2021, 1:40 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ বিজেপির (BJP) রাজ্য সভাপতি ৷ দলের গঠনতন্ত্র অনুযায়ী, তিনি বঙ্গ-বিজেপির শেষকথা ৷ অথচ বিজেপির বৈঠকের দিনক্ষণ ঠিক হয়ে যাচ্ছে, তাঁরই অগোচরে ৷

এমনই তথ্য সামনে এসেছে বৃহস্পতিবার সকালে ৷ জানিয়েছেন স্বয়ং বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষ নিজেই ৷ ফলে এই নিয়ে জল্পনা যে হবে সেটাই স্বাভাবিক ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : বাঁকুড়ায় বিধায়কদের তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছে পুলিশ, অভিযোগ শুভেন্দুর

কিন্তু কোন বৈঠকের প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ ? সম্প্রতি উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে একটি বৈঠক করে বিজেপি ৷ সেই বৈঠকে রাজ্যের তরফে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন ৷ তা নিয়েই দিলীপের বক্তব্য, ‘‘আমাকে তারিখ জানালে আমিও যেতে পারতাম ।’’

বঙ্গ-বিজেপির উত্তরবঙ্গের (North Bengal) বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হল, তার দিনক্ষণ জানানোই হল না দিলীপ ঘোষকে ৷ কেন এমন হল ? উঠছে প্রশ্ন৷ তবে এদিন সকালে প্রাতঃভ্রমণের ফাঁকে দিলীপ স্পষ্ট করে দিয়েছেন যে এমন যে একটা বৈঠক হবে, তা তিনি আগে থেকেই জানতেন ৷

আরও পড়ুন : Suvendu-Mukul-Dilip : নিশানায় মুকুল, অসুস্থ সাজানো আর রাজনীতির পতন দেখছেন শুভেন্দু-দিলীপ

তিনি বলেছেন, ‘‘আমি গত মাসে গিয়েছিলাম উত্তরবঙ্গে । তখনই কথা হয়েছিল যে বিধায়কদের নিয়ে বৈঠক হবে ৷’’ একই সঙ্গে তাঁর দাবি, মাদারিহাটের বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিজ্ঞার বৈঠকের দিন ঠিক করার কথা ছিল ৷ সেই মতো বৈঠকের দিন ঠিক হয় ৷

দলের বৈঠক নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য

দিলীপের কথায়, পরশু দিন ভার্চুয়াল মিটিংয়ে ঠিক হয় অমিতাভদা (অমিতাভ চক্রবর্তী) যাবেন । আমাকে তারিখ জানালে আমিও যেতে পারতাম ।’’ তবে এই নিয়ে যাতে কোনও বিতর্ক না হয়, সেই কারণেই সম্ভবত তিনি এর সঙ্গে যোগ করেছেন, ‘‘আমি তো আগেই দেখা করে এসেছি সবার সঙ্গে ।’’

আরও পড়ুন : Tanmay Ghosh : গেরুয়া শিবিরের সহযোগিতা না পেয়ে তৃণমূলে প্রত্যাবর্তন, বললেন তন্ময়

যদিও যে বৈঠক নিয়ে দিলীপ ঘোষ এই মন্তব্য করেছেন, তা নিয়ে বিতর্ক আগেই শুরু হয়েছে ৷ কারণ, সেখানে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক অনুপস্থিত ছিলেন ওই বৈঠকে ৷ কেন তাঁরা উপস্থিত হতে পারলেন না, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে ৷ তাহলে কি ওই বিধায়করাও এবার তৃণমূলের পথে পা বাড়াচ্ছেন ?

এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘চার-পাঁচজন ছিলেন না বৈঠকে৷ কেউ দিল্লিতে আছেন ৷ কেউ কলকাতায় আছেন৷ তাঁদের কাছে মিটিংয়ের খবর আগে থেকেই ছিল ।’’

আরও পড়ুন : Narada Case : নারদ কাণ্ডে চার্জশিট ইডির, 16 নভেম্বর সুব্রত-ফিরহাদদের আদালতে হাজিরার নির্দেশ

কলকাতা, 2 সেপ্টেম্বর : দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ বিজেপির (BJP) রাজ্য সভাপতি ৷ দলের গঠনতন্ত্র অনুযায়ী, তিনি বঙ্গ-বিজেপির শেষকথা ৷ অথচ বিজেপির বৈঠকের দিনক্ষণ ঠিক হয়ে যাচ্ছে, তাঁরই অগোচরে ৷

এমনই তথ্য সামনে এসেছে বৃহস্পতিবার সকালে ৷ জানিয়েছেন স্বয়ং বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষ নিজেই ৷ ফলে এই নিয়ে জল্পনা যে হবে সেটাই স্বাভাবিক ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : বাঁকুড়ায় বিধায়কদের তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছে পুলিশ, অভিযোগ শুভেন্দুর

কিন্তু কোন বৈঠকের প্রসঙ্গে বলছেন দিলীপ ঘোষ ? সম্প্রতি উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে একটি বৈঠক করে বিজেপি ৷ সেই বৈঠকে রাজ্যের তরফে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন ৷ তা নিয়েই দিলীপের বক্তব্য, ‘‘আমাকে তারিখ জানালে আমিও যেতে পারতাম ।’’

বঙ্গ-বিজেপির উত্তরবঙ্গের (North Bengal) বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হল, তার দিনক্ষণ জানানোই হল না দিলীপ ঘোষকে ৷ কেন এমন হল ? উঠছে প্রশ্ন৷ তবে এদিন সকালে প্রাতঃভ্রমণের ফাঁকে দিলীপ স্পষ্ট করে দিয়েছেন যে এমন যে একটা বৈঠক হবে, তা তিনি আগে থেকেই জানতেন ৷

আরও পড়ুন : Suvendu-Mukul-Dilip : নিশানায় মুকুল, অসুস্থ সাজানো আর রাজনীতির পতন দেখছেন শুভেন্দু-দিলীপ

তিনি বলেছেন, ‘‘আমি গত মাসে গিয়েছিলাম উত্তরবঙ্গে । তখনই কথা হয়েছিল যে বিধায়কদের নিয়ে বৈঠক হবে ৷’’ একই সঙ্গে তাঁর দাবি, মাদারিহাটের বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিজ্ঞার বৈঠকের দিন ঠিক করার কথা ছিল ৷ সেই মতো বৈঠকের দিন ঠিক হয় ৷

দলের বৈঠক নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য

দিলীপের কথায়, পরশু দিন ভার্চুয়াল মিটিংয়ে ঠিক হয় অমিতাভদা (অমিতাভ চক্রবর্তী) যাবেন । আমাকে তারিখ জানালে আমিও যেতে পারতাম ।’’ তবে এই নিয়ে যাতে কোনও বিতর্ক না হয়, সেই কারণেই সম্ভবত তিনি এর সঙ্গে যোগ করেছেন, ‘‘আমি তো আগেই দেখা করে এসেছি সবার সঙ্গে ।’’

আরও পড়ুন : Tanmay Ghosh : গেরুয়া শিবিরের সহযোগিতা না পেয়ে তৃণমূলে প্রত্যাবর্তন, বললেন তন্ময়

যদিও যে বৈঠক নিয়ে দিলীপ ঘোষ এই মন্তব্য করেছেন, তা নিয়ে বিতর্ক আগেই শুরু হয়েছে ৷ কারণ, সেখানে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিধায়ক অনুপস্থিত ছিলেন ওই বৈঠকে ৷ কেন তাঁরা উপস্থিত হতে পারলেন না, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে ৷ তাহলে কি ওই বিধায়করাও এবার তৃণমূলের পথে পা বাড়াচ্ছেন ?

এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘চার-পাঁচজন ছিলেন না বৈঠকে৷ কেউ দিল্লিতে আছেন ৷ কেউ কলকাতায় আছেন৷ তাঁদের কাছে মিটিংয়ের খবর আগে থেকেই ছিল ।’’

আরও পড়ুন : Narada Case : নারদ কাণ্ডে চার্জশিট ইডির, 16 নভেম্বর সুব্রত-ফিরহাদদের আদালতে হাজিরার নির্দেশ

Last Updated : Sep 2, 2021, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.