কলকাতা, 25 এপ্রিল : তামাকজাত পণ্য বা পানমশলা উৎপাদনকারী সংস্থাগুলোর বিজ্ঞাপনে বলিউড তারকাদের এনডোর্সমেন্ট শুরু থেকেই না-পসন্দ সাধারণ মানুষের ৷ অতীতে শাহরুখ খান, অজয় দেবগন কিংবা অমিতাভ বচ্চন তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে মুখ দেখানোয় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন নেটাগরিকরা ৷ সম্প্রতি ইন্ডাস্ট্রির 'গুড বয়' অক্ষয় কুমারকেও এহেন পানমশলার বিজ্ঞাপনে দেখে ধৈর্য্যের বাঁধ ভাঙে নেটিজেনদের ৷ বিতর্ক চরমে উঠলে সংশ্লিষ্ট পানমশলার বিজ্ঞাপন থেকে পিছিয়ে আসার কথা ঘোষণা করেছেন 'আক্কি' ৷ আর বলি সেলেবদের নিয়ে এহেন বিতর্কে হঠাৎই নাম জড়াল হাওড়া ব্রিজের ৷
গুটখার পিকে ক্ষয় হচ্ছে হাওড়া ব্রিজের, টুইটে শাহরুখ-অমিতাভকে জুড়লেন আইএএস আধিকারিক :
-
Kolkata Port Trust has said saliva laced with gutkha is corroding the iconic 70-year-old bridge. The Howrah Bridge is under attack from gutkha-chewers. @shahrukh_35 @akshaykumar @ajaydevgn @SrBachchan
— Awanish Sharan (@AwanishSharan) April 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Source: Google pic.twitter.com/sriVMIULig
">Kolkata Port Trust has said saliva laced with gutkha is corroding the iconic 70-year-old bridge. The Howrah Bridge is under attack from gutkha-chewers. @shahrukh_35 @akshaykumar @ajaydevgn @SrBachchan
— Awanish Sharan (@AwanishSharan) April 21, 2022
Source: Google pic.twitter.com/sriVMIULigKolkata Port Trust has said saliva laced with gutkha is corroding the iconic 70-year-old bridge. The Howrah Bridge is under attack from gutkha-chewers. @shahrukh_35 @akshaykumar @ajaydevgn @SrBachchan
— Awanish Sharan (@AwanishSharan) April 21, 2022
Source: Google pic.twitter.com/sriVMIULig
গত 21 এপ্রিল গুটখা সেবনকারীদে থুথুতে লাল হয়ে ক্ষয় ধরে যাওয়া হাওড়া ব্রিজের একটি ছবি টুইট করেন আইএএস আধিকারিক অবনীশ শরণ ৷ তিনি লেখেন, "গুটখা সেবনকারীদের আক্রমণের শিকার ঐতিহ্যের হাওড়া ব্রিজ ৷ কলকাতা পোর্ট ট্রাস্ট জানিয়েছে গুটখার পিক দারুণ ক্ষয় করছে 70 বছরের পুরনো সেতুর ৷" গুগল থেকে প্রাপ্ত সেই ছবি পোস্ট করে ক্যাপশনে শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চনকে মেনশন করেন ওই আইএএস অফিসার (IAS Officer Slams Shahrukh-Amitabh) ৷
পরদিন সংশ্লিষ্ট আইএএস আধিকারিক হাওড়া ব্রিজের আরেকটি ছবি টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে সেতুর পিলারগুলিকে গুটখা সেবনকারীদের হাত থেকে রক্ষা করতে তাতে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে ৷ সেই ছবিটি শেয়ার করে আধিকারিক লিখেছেন, "দেখুন গুটখাপ্রেমীদের সুবিধার জন্য কলকাতা পোর্ট ট্রাস্ট কী দুর্দান্ত ব্যবস্থা গ্রহণ করেছে ৷ এখন থেকে গুটখা সেবনকারীদের আর কোনও অপরাধেবোধে ভুগতে হবে না ৷ একইসঙ্গে গুটখার ক্ষতিকর রাসায়নিক থেকেও রক্ষা পাবে সেতু।'’ অর্থাৎ, পোর্ট ট্রাস্ট সমস্যা গোড়া থেকে সমস্যা নিষ্পত্তি না-করে আদতে গুটখা সেবনকারীদের প্রশ্রয় দিল বলেই মত আইএএসের ৷
আরও পড়ুন : দেশে 100 কোটি টিকাকরণ, আলোর মালায় সাজল হাওড়া ব্রিজ
এই টুইটেও সংশ্লিষ্ট আধিকারিক শাহরুখ, অজয় এবং অক্ষয়কে জুড়েছেন ৷ যদিও বলি-তারকাদের থেকে উভয় টুইটের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ভক্তরা অবশ্যই মন্তব্য বিভাগে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কারও মতে সেলেবদের এই জাতীয় বিষয়ে যুক্ত করা ভুল। তো কেউ আবার লিখেছেন, হাওড়া ব্রিজের ক্ষয় এবং দৃশ্যদূষণের জন্য পরোক্ষে দায়ী শাহরুখ, অমিতাভের মত তারকারাও ৷ তবে সংশ্লিষ্ট আইএএস আধিকারিক কয়েক বছর আগের ছবি পোস্ট করে নতুন বিতর্ক তৈরি করতে চাইছেন, তা নিয়েও সরব হয়েছে নেটিজেনদের একাংশ ৷