ETV Bharat / city

কোথায় কী বলতে হয় জানি, দায়িত্ববোধ রয়েছে ; রাজ্যপালকে পালটা দিলেন পার্থ - Partha Chatterjee related news

আজ রাজ্যপালের জারি করা বিবৃতির পালটা দিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমি সংবিধান ও সংসদীয় রাজনীতিতে কোনটা গ্রহণযোগ্য জানি । "

Partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Dec 11, 2019, 11:21 PM IST

Updated : Dec 11, 2019, 11:39 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : অধ্যক্ষকে পাঠানো চিঠি কী করে জনসমক্ষে চলে আসে? এই প্রশ্ন তুলে গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । আজ তাঁর বক্তব্যের প্রেক্ষিতে পালটা বিবৃতি জারি করেন রাজ্যপাল । সেই বিবৃতিতে তিনি বলেছেন, "মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তথ্যগতভাবে ভুল ।" আজ তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমি সংবিধান ও সংসদীয় রাজনীতিতে কোনটা গ্রহণযোগ্য জানি । "

গতকাল পার্থবাবু বলেছিলেন, " তপশিলি জাতি ও উপজাতির বিধায়করা ক্ষুব্ধ । তাঁরা আজ বিধানসভায় প্রতিবাদ জানিয়েছেন । সে কারণেই অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল । আমি ভেবে পাচ্ছি না রাজ্যপালের পাঠানো চিঠি পাবলিক হয় কী ভাবে? চিঠি পাওয়ার অন্তত 30 মিনিট আগে কী ভাবে তা সোশাল-মিডিয়ায় ভাইরাল হয়?"

আজ তাঁর মন্তব্যের পালটা বিবৃতি জারি করা হয় রাজভবন থেকে । বিবৃতিতে বলা হয়েছে, ST-SC বিল নিয়ে অধ্যক্ষকে চিঠি পাঠানোর আগেই তা পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া হয়েছে এই মর্মে পার্থ চট্টোপাধ্যায়ের একটি বার্তা রাজ্যপাল জগদীপ ধনকড়ের নজরে এসেছে । এর ভিত্তিতে রাজ্যপাল জানিয়েছেন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি তথ্যগত দিক থেকে ভুল এবং ভবিষ্যতে রাজ্যপালের সাংবিধানিক কাজকর্ম নিয়ে পাবলিক ডোমেইনে কিছু বলার আগে মন্ত্রীর তথ্য যাচাই করে নেওয়া উচিত ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

রাজ্যপাল বিবৃতিতে বলেছেন, "পার্থ চট্টোপাধ্যায় তথ্যগতভাবে ভুল ।" পার্থবাবু বলেন, "আমি যা বলেছি আমি সেই বক্তব্যেই আছি । আমি জানি সেটা ঠিক । আমি যে কোনও ব্যক্তির সাংবিধানিক অধিকার জানি । আমি এই বিষয়ে জানি । এটা তাঁর ব্যক্তিগত ধারণা । রাজ্যে তো অনেক কাজ আছে । আমি তো জানতাম, অনেক বড় কাজ, তাই অনেক বড় বাড়িতে থাকেন‌ । আমি সম্মান করি তাঁকে । উনি কী করলেন সেটা নিয়ে আমার বলার দরকার নেই । আমি কী করলাম সেটা নিয়ে বলতে পারি ৷ আমি আমার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন । আমি একজন নির্বাচিত প্রতিনিধি । আমি জানি কোথায় কী বলতে হয় । প্রায় কুড়ি বছর হতে চলল আমি সংসদীয় রাজনীতিতে আছি । আমি জানি কোনটা সংবিধান ও সংসদীয় রাজনীতিতে গ্রহণযোগ্য ।"

কলকাতা, 11 ডিসেম্বর : অধ্যক্ষকে পাঠানো চিঠি কী করে জনসমক্ষে চলে আসে? এই প্রশ্ন তুলে গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড়কে একহাত নেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । আজ তাঁর বক্তব্যের প্রেক্ষিতে পালটা বিবৃতি জারি করেন রাজ্যপাল । সেই বিবৃতিতে তিনি বলেছেন, "মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তথ্যগতভাবে ভুল ।" আজ তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমি সংবিধান ও সংসদীয় রাজনীতিতে কোনটা গ্রহণযোগ্য জানি । "

গতকাল পার্থবাবু বলেছিলেন, " তপশিলি জাতি ও উপজাতির বিধায়করা ক্ষুব্ধ । তাঁরা আজ বিধানসভায় প্রতিবাদ জানিয়েছেন । সে কারণেই অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল । আমি ভেবে পাচ্ছি না রাজ্যপালের পাঠানো চিঠি পাবলিক হয় কী ভাবে? চিঠি পাওয়ার অন্তত 30 মিনিট আগে কী ভাবে তা সোশাল-মিডিয়ায় ভাইরাল হয়?"

আজ তাঁর মন্তব্যের পালটা বিবৃতি জারি করা হয় রাজভবন থেকে । বিবৃতিতে বলা হয়েছে, ST-SC বিল নিয়ে অধ্যক্ষকে চিঠি পাঠানোর আগেই তা পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া হয়েছে এই মর্মে পার্থ চট্টোপাধ্যায়ের একটি বার্তা রাজ্যপাল জগদীপ ধনকড়ের নজরে এসেছে । এর ভিত্তিতে রাজ্যপাল জানিয়েছেন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি তথ্যগত দিক থেকে ভুল এবং ভবিষ্যতে রাজ্যপালের সাংবিধানিক কাজকর্ম নিয়ে পাবলিক ডোমেইনে কিছু বলার আগে মন্ত্রীর তথ্য যাচাই করে নেওয়া উচিত ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

রাজ্যপাল বিবৃতিতে বলেছেন, "পার্থ চট্টোপাধ্যায় তথ্যগতভাবে ভুল ।" পার্থবাবু বলেন, "আমি যা বলেছি আমি সেই বক্তব্যেই আছি । আমি জানি সেটা ঠিক । আমি যে কোনও ব্যক্তির সাংবিধানিক অধিকার জানি । আমি এই বিষয়ে জানি । এটা তাঁর ব্যক্তিগত ধারণা । রাজ্যে তো অনেক কাজ আছে । আমি তো জানতাম, অনেক বড় কাজ, তাই অনেক বড় বাড়িতে থাকেন‌ । আমি সম্মান করি তাঁকে । উনি কী করলেন সেটা নিয়ে আমার বলার দরকার নেই । আমি কী করলাম সেটা নিয়ে বলতে পারি ৷ আমি আমার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন । আমি একজন নির্বাচিত প্রতিনিধি । আমি জানি কোথায় কী বলতে হয় । প্রায় কুড়ি বছর হতে চলল আমি সংসদীয় রাজনীতিতে আছি । আমি জানি কোনটা সংবিধান ও সংসদীয় রাজনীতিতে গ্রহণযোগ্য ।"

Intro:কলকাতা, 11 ডিসেম্বর: অধ্যক্ষকে পাঠানো চিঠি কি করে জনসমক্ষে চলে আসে? এই প্রশ্ন তুলে গতকাল রাজ্যপালের বিরুদ্ধে একহাত নেন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আজ শিক্ষামন্ত্রীর বক্তব‍্যের প্রেক্ষিতে পাল্টা বিবৃতি জারি করেছেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। সেই বিবৃতিতে তিনি বলেছেন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তথ‍্যগতভাবে ভুল। আজ তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমি সংবিধান ও সংসদীয় রাজনীতিতে কোনটা গ্রহণযোগ্য জানি।"


Body:গতকাল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষকে রাজ্যপালের পাঠানো চিঠি অধ্যক্ষের হাতে পৌঁছানোর আগেই জনসমক্ষে চলে আসা নিয়ে বলেছিলেন, "তপশিলি জাতি ও উপজাতির বিধায়করা ক্ষুব্ধ। তাঁরা আজ বিধানসভায় প্রতিবাদ জানিয়েছেন। সেই কারণেই অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। আমি ভেবে পাচ্ছি না রাজ্যপালের পাঠানো চিঠি পাবলিক হয় কিভাবে? চিঠি পাওয়ার অন্তত 30 মিনিট আগে কিভাবে তা সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়?"

আজ তাঁর মন্তব্যের পাল্টা বিবৃতি জারি করা হয় রাজভবন থেকে। বিবৃতিতে বলা হয়েছে, ST-SC বিল নিয়ে অধ্যক্ষকে চিঠি পাঠানোর আগেই তা পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া হয়েছে এই মর্মে পার্থ চট্টোপাধ্যায়ের একটি বার্তা রাজ্যপাল জগদীপ ধনকড়র নজরে এসেছে। এর ভিত্তিতে রাজ‍্যপাল জানিয়েছেন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি তথ‍্যগত দিক থেকে ভুল এবং ভবিষ্যতে রাজ্যপালের সাংবিধানিক কাজকর্ম নিয়ে পাবলিক ডোমেইনে কিছু বলার আগে মন্ত্রীর তথ্য যাচাই করে নেওয়া উচিত।

রাজ্যপাল বিবৃতিতে বলেছেন পার্থ চট্টোপাধ্যায় তথ‍্যগতভাবে ভুল। সেই বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমি যা বলেছি আমি সেই বক্তব্যেই আছি। আমি জানি সেটা ঠিক। আমি যে কোনো ব্যক্তির সাংবিধানিক অধিকার জানি। আমি এই বিষয়ে জানি। এটা তাঁর ব্যক্তিগত ধারণা। রাজ‍্যে তো অনেক কাজ আছে। আমি তো জানতাম, অনেক বড় কাজ, তাই অনেক বড় বাড়িতে থাকেন‌। আমি সম্মান করি তাঁকে। উনি কি করলেন সেটা নিয়ে আমার বলার দরকার নেই। আমি কি করলাম সেটা নিয়ে বলতে পারি, আমি আমার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন। আমি একজন নির্বাচিত প্রতিনিধি। আমি জানি কোথায় কী বলতে হয়। প্রায় কুড়ি বছর হতে চলল আমি সংসদীয় রাজনীতিতে আছি। আমি জানি কোনটা সংবিধান ও সংসদীয় রাজনীতিতে গ্রহণযোগ্য।"


Conclusion:
Last Updated : Dec 11, 2019, 11:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.