ETV Bharat / city

নেতাজির জন্মদিনে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস রাজ্য়পালের - পরাক্রম দিবস

কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো আজ রাজভবনেও ‘‘পরাক্রম দিবস’’ পালন করা হয় ৷ সেখানেই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য়বাসীকে আশ্বস্ত করেন রাজ্য়পাল ৷

i-assure-the-people-of-west-bengal-that-every-step-will-be-taken-to-ensure-impartial-and-violence-free-assembly-elections-in-the-state-governor-west-bengal-jagdeep-dhankhar-in-kolkata
নেতাজির জন্মদিনে ‘শান্তিপূর্ণ ও নিরপেক্ষ’ নির্বাচনের আশ্বাস রাজ্য়পালের
author img

By

Published : Jan 23, 2021, 1:21 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য় প্রয়োজনীয় সবরকম ব্য়বস্থা নেওয়া হবে ৷ রাজ্য়ের বাসিন্দাদের আশ্বস্ত করে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ আজ রাজভবনে নেতাজির 125 তম জন্মদিন উদযাপনের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি ৷

পাশাপাশি রাজ্য় সরকারের নাম না করে এদিন রাজ্য়পাল বলেন, সব পদক্ষেপে মতভেদ প্রকাশ করা এবং গণতান্ত্রিক পরিকাঠামোর বিরুদ্ধে যাওয়া উচিত নয় ৷ আজ রাজভবনে নেতাজির জন্মদিন উপলক্ষে তাঁর ছবির উন্মোচন করেন রাজ্য়পাল ৷

আরও পড়ুন : "বড্ড দেরি হয়ে গেছে", নেতাজিকে ভারতরত্ন দেওয়ার দাবি প্রসঙ্গে মন্তব্য কন্যার

কেন্দ্রীয় সরকারের ঘোষণামতো আজ রাজভবনেও ‘‘পরাক্রম দিবস’’ পালন করা হয় ৷ সেখানেই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য়বাসীকে আশ্বস্ত করেন রাজ্য়পাল ৷ সেখানেই তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য় প্রয়োজনীয় সবরকম ব্য়বস্থা নেওয়া হবে ৷’’ এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ধনকড় জানান, ‘নেতাজি’ এমন একটা নাম যা লাখ লাখ মানুষের হৃদয়ে বাস করে, যা মানুষের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের উৎস ৷ বিশেষ করে যুবসমাজকে নেতাজির মতো কঠিন পরিস্থিতিতে দৃঢ়তার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায় ৷ রাজ্য়পাল আরও বলেন, নেতাজি জাতীয় ঐক্য়ের কথা বলতেন ৷ তাই তাঁর সেই জাতীয় ঐক্য়ের নীতিতে সবার চলা উচিত ৷

কলকাতা, 23 জানুয়ারি : পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য় প্রয়োজনীয় সবরকম ব্য়বস্থা নেওয়া হবে ৷ রাজ্য়ের বাসিন্দাদের আশ্বস্ত করে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ আজ রাজভবনে নেতাজির 125 তম জন্মদিন উদযাপনের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি ৷

পাশাপাশি রাজ্য় সরকারের নাম না করে এদিন রাজ্য়পাল বলেন, সব পদক্ষেপে মতভেদ প্রকাশ করা এবং গণতান্ত্রিক পরিকাঠামোর বিরুদ্ধে যাওয়া উচিত নয় ৷ আজ রাজভবনে নেতাজির জন্মদিন উপলক্ষে তাঁর ছবির উন্মোচন করেন রাজ্য়পাল ৷

আরও পড়ুন : "বড্ড দেরি হয়ে গেছে", নেতাজিকে ভারতরত্ন দেওয়ার দাবি প্রসঙ্গে মন্তব্য কন্যার

কেন্দ্রীয় সরকারের ঘোষণামতো আজ রাজভবনেও ‘‘পরাক্রম দিবস’’ পালন করা হয় ৷ সেখানেই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য়বাসীকে আশ্বস্ত করেন রাজ্য়পাল ৷ সেখানেই তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য় প্রয়োজনীয় সবরকম ব্য়বস্থা নেওয়া হবে ৷’’ এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ধনকড় জানান, ‘নেতাজি’ এমন একটা নাম যা লাখ লাখ মানুষের হৃদয়ে বাস করে, যা মানুষের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের উৎস ৷ বিশেষ করে যুবসমাজকে নেতাজির মতো কঠিন পরিস্থিতিতে দৃঢ়তার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায় ৷ রাজ্য়পাল আরও বলেন, নেতাজি জাতীয় ঐক্য়ের কথা বলতেন ৷ তাই তাঁর সেই জাতীয় ঐক্য়ের নীতিতে সবার চলা উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.