কলকাতা, 6 জুলাই: তাঁর বক্তব্যের পর থেকেই বাংলার রাজনীতিতে ঝড় উঠেছে । দেবী কালীকে (Kaali Row) নিয়ে তাঁর মন্তব্যের পর দলও তাঁর পাশে দাঁড়ায়নি । বিভিন্ন প্রান্তে বিজেপি-র বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে । একাধিক জায়গায় এফআইআর করছেন বিজেপির নেতাকর্মীরা । আর এ সবের মধ্যেই তৃণমূল সংসদ জানিয়ে দিলেন, তাঁর বক্তব্য থেকে সরছেন না তিনি । এ দিন এক টুইট বার্তায় মহুয়া (Mahua Moitra slams BJP) জানিয়েছেন, তিনি কালী ভক্ত । আমি কোনও কিছুতেই ভয় পাই না ।
'কালী' তথ্যচিত্রের পোস্টার নিয়ে মহুয়া মৈত্রের বক্তব্য সমর্থন করেনি তাঁর দলই । গতকাল তার বক্তব্যের পর থেকেই বাংলার রাজনীতিতে ঝড় উঠেছে । রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি এর বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে । একাধিক জায়গায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর করছেন বিজেপির নেতাকর্মীরা । আর এ সবের মধ্যেই তৃণমূল সংসদ জানিয়ে দিলেন, তাঁর বক্তব্য থেকে সরছেন না তিনি । এ দিন এক টুইট বার্তায় মহুয়া জানিয়েছেন, তিনি কালী ভক্ত । তিনি কোনও কিছুতেই ভয় পান না ।
-
Bring it on BJP!
— Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls.
Truth doesn’t need back up forces.
">Bring it on BJP!
— Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022
Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls.
Truth doesn’t need back up forces.Bring it on BJP!
— Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022
Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls.
Truth doesn’t need back up forces.
আরও পড়ুন: নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি উঠলে, মহুয়া নয় কেন? ‘কালী’ বিতর্কে প্রশ্ন লকেটের
এ দিন পর পর দুটি টুইট করেছেন মহুয়া । সেখানে তিনি লিখেছেন, "বিজেপি আপনারা (প্রতিবাদ) চালিয়ে যান । আমি একজন কালী উপাসক । আমি কোনও কিছুতেই ভয় পাই না । আপনাদের অজ্ঞানতা, গুন্ডামি, পুলিশ অথবা ট্রোল কোনও কিছুতেই ভয় পাই না । সত্যের জন্য কোনও সমর্থনের প্রয়োজন নেই ।"
এরপর অপর ট্যুইটে তিনি লেখেন, "জয় মা কালী, বাঙালির পূজিত এই দেবী নির্ভীক এবং অশান্ত ।"
-
Jai Ma Kali!
— Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The goddess Bengalis worship is fearless & non-appeasing.
">Jai Ma Kali!
— Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022
The goddess Bengalis worship is fearless & non-appeasing.Jai Ma Kali!
— Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022
The goddess Bengalis worship is fearless & non-appeasing.
প্রসঙ্গত এ দিন মহুয়ার টুইটে দলের প্রতিও ক্ষোভ ধরা পড়েছে । যেহেতু দল তাঁর মন্তব্যের পর পাশে দাঁড়ায়নি, আর সে কারণেই এ দিন দলকে খোঁচা দিয়ে তিনি বলেন, সত্যের জন্য কোনও সমর্থনের প্রয়োজন নেই । যদিও এই নিয়ে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।