ETV Bharat / city

রাজনৈতিক জগতের বড় ক্ষতি : মমতা - CITU leader Shyamal Chakraborty passed away

শ্যামল চক্রবর্তী হাসপাতালে ভরতি থাকাকালীন, তাঁর শারীরিক অবস্থা জানতে চেয়ে মেয়ে ঊষসীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী । নিয়মিত খোঁজখবর রাখছিলেন ৷

Shyamal Chakraborty passed away
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 6, 2020, 3:31 PM IST

Updated : Aug 6, 2020, 5:46 PM IST

কলকাতা, 6 অগাস্ট : প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তী । কোরোনায় আক্রান্ত হয়ে 78 বছর বয়সে মৃত্যু হল রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রীর । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, "তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের বড় ক্ষতি হল ।"

শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, "রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী CPI(M) নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি আজ কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 78 বছর । শ্যামলবাবু CITU-র রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন । রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন । এছাড়া তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন । তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের ক্ষতি হল । আমি শ্যামল চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

শোকপ্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । লেখেন, " বর্ষীয়ান CPI(M) নেতা শ্যামল চক্রবর্তীর এভাবে চলে যাওয়ায় দুঃখিত । রাজ্যের পরিবহণমন্ত্রী এবং সাংসদ হিসাবে তাঁর অবদান শ্রমিক ইউনিয়নের প্রতিও তাঁর ভালোবাসার পরিচয় দেয় । তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা।"

  • Saddened at passing of veteran politician, Senior CPI-M leader Shyamal Chakraborty.

    His distinguished contributions as State Transport Minister and MP left imprint of his commitment to workers and trade union.

    My condolences to his family, friends and numerous supporters.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিছুদিন আগেই শ্যামল চক্রবর্তীর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । 25 জুলাই থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 অগাস্ট থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু, শেষ পর্যন্ত কোরোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জিততে পারলেন না এই হার না মানা বাম নেতা ।

শ্যামল চক্রবর্তী হাসপাতালে ভরতি থাকাকালীন, শারীরিক অবস্থা জানতে চেয়ে তাঁর মেয়ে ঊষসীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী । নিয়মিত খোঁজখবর রাখছিলেন । আশ্বাস দিয়েছিলেন সবরকমভাবে পাশে থাকার । কিন্তু, গতরাত থেকেই শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে শ্যামল চক্রবর্তীর । শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে । প্রবল শ্বাসকষ্ট শুরু হয় । পর পর দু'বার হার্ট অ্যাটাক । তারপর মারা যান তিনি ৷

কলকাতা, 6 অগাস্ট : প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তী । কোরোনায় আক্রান্ত হয়ে 78 বছর বয়সে মৃত্যু হল রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রীর । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, "তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের বড় ক্ষতি হল ।"

শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, "রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী CPI(M) নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি আজ কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 78 বছর । শ্যামলবাবু CITU-র রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন । রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন । এছাড়া তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন । তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের ক্ষতি হল । আমি শ্যামল চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

শোকপ্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । লেখেন, " বর্ষীয়ান CPI(M) নেতা শ্যামল চক্রবর্তীর এভাবে চলে যাওয়ায় দুঃখিত । রাজ্যের পরিবহণমন্ত্রী এবং সাংসদ হিসাবে তাঁর অবদান শ্রমিক ইউনিয়নের প্রতিও তাঁর ভালোবাসার পরিচয় দেয় । তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা।"

  • Saddened at passing of veteran politician, Senior CPI-M leader Shyamal Chakraborty.

    His distinguished contributions as State Transport Minister and MP left imprint of his commitment to workers and trade union.

    My condolences to his family, friends and numerous supporters.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিছুদিন আগেই শ্যামল চক্রবর্তীর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । 25 জুলাই থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 অগাস্ট থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছিল । কিন্তু, শেষ পর্যন্ত কোরোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জিততে পারলেন না এই হার না মানা বাম নেতা ।

শ্যামল চক্রবর্তী হাসপাতালে ভরতি থাকাকালীন, শারীরিক অবস্থা জানতে চেয়ে তাঁর মেয়ে ঊষসীকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী । নিয়মিত খোঁজখবর রাখছিলেন । আশ্বাস দিয়েছিলেন সবরকমভাবে পাশে থাকার । কিন্তু, গতরাত থেকেই শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে শ্যামল চক্রবর্তীর । শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে । প্রবল শ্বাসকষ্ট শুরু হয় । পর পর দু'বার হার্ট অ্যাটাক । তারপর মারা যান তিনি ৷

Last Updated : Aug 6, 2020, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.