ETV Bharat / city

Victoria on 1st Jan : করোনা-বিধি শিকেয় তুলে বর্ষবরণে ভিড়ে ঠাসা ভিক্টোরিয়া - Victoria on 1st Jan

বছরের প্রথম দিন মিঠে রোদে গা-ভাসিয়ে ছুটির আমেজে শহর কলকাতা । আজ সকাল থেকেই ভিক্টোরিয়ায় উপচে পড়েছিল ভিড় (huge crowd on 1st january 2022 at Victoria) ।

Victoria on 1st Jan
করোনা-বিধি শিকেয় তুলে বর্ষবরণে ভিড়ে ঠাসা ভিক্টোরিয়া
author img

By

Published : Jan 1, 2022, 8:43 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : মহামারীর তৃতীয় ঢেউ রুখতে বছরের শুরুতেই রাজ্যে ফের আংশিক লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ তার মধ্যেই নতুন বছরের প্রথমদিনেই ভিড় উপচে পড়ল শহরের দর্শনীয় স্থানগুলিতে (Victoria on 1st Jan) ৷

ছুটি কাটাতে শুধু কলকাতা বা জেলার মানুষ নয়, ভিন রাজ্য থেকেও বহু মানুষ এসেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে ৷ অধিকাংশের মুখেই নেই মাস্ক ৷ পুলিশের ক্রমাগত সতর্ক বার্তার পরেও কার্যত শিকেয় উঠেছে করোনা-বিধি ৷

সকাল থেকেই ভিক্টোরিয়ায় উপচে পড়েছিল ভিড়

বছরের প্রথম দিন জমজমাট থাকল কলকাতার দর্শনীয় স্থানগুলি। ছুটি কাটাতে শুধু কলকাতা বা জেলার মানুষ নয়, এমনকি ভিন রাজ্য থেকেও বহু মানুষ এসেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ কলকাতার দর্শনীয় স্থানগুলি ঘুরতে। অনেকেই জানালেন তাদের সারা দিন শহর ঘুরে দেখার পরিকল্পনা। ঘোরাফেরার মাঝেই অনেকে সারলেন খাওয়ার পর্বও। কেউ সচেতন আবার কেউ অসচেতন থেকেই আনন্দে গা-ভাসালেন দিনভর।

আরও পড়ুন : ওমিক্রন আতঙ্কের মধ্যেও বর্ষবরণে ভিড় আলিপুর চিড়িয়াখানায়

কলকাতা, 1 জানুয়ারি : মহামারীর তৃতীয় ঢেউ রুখতে বছরের শুরুতেই রাজ্যে ফের আংশিক লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ তার মধ্যেই নতুন বছরের প্রথমদিনেই ভিড় উপচে পড়ল শহরের দর্শনীয় স্থানগুলিতে (Victoria on 1st Jan) ৷

ছুটি কাটাতে শুধু কলকাতা বা জেলার মানুষ নয়, ভিন রাজ্য থেকেও বহু মানুষ এসেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে ৷ অধিকাংশের মুখেই নেই মাস্ক ৷ পুলিশের ক্রমাগত সতর্ক বার্তার পরেও কার্যত শিকেয় উঠেছে করোনা-বিধি ৷

সকাল থেকেই ভিক্টোরিয়ায় উপচে পড়েছিল ভিড়

বছরের প্রথম দিন জমজমাট থাকল কলকাতার দর্শনীয় স্থানগুলি। ছুটি কাটাতে শুধু কলকাতা বা জেলার মানুষ নয়, এমনকি ভিন রাজ্য থেকেও বহু মানুষ এসেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ কলকাতার দর্শনীয় স্থানগুলি ঘুরতে। অনেকেই জানালেন তাদের সারা দিন শহর ঘুরে দেখার পরিকল্পনা। ঘোরাফেরার মাঝেই অনেকে সারলেন খাওয়ার পর্বও। কেউ সচেতন আবার কেউ অসচেতন থেকেই আনন্দে গা-ভাসালেন দিনভর।

আরও পড়ুন : ওমিক্রন আতঙ্কের মধ্যেও বর্ষবরণে ভিড় আলিপুর চিড়িয়াখানায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.