কলকাতা, 1 জানুয়ারি : মহামারীর তৃতীয় ঢেউ রুখতে বছরের শুরুতেই রাজ্যে ফের আংশিক লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ তার মধ্যেই নতুন বছরের প্রথমদিনেই ভিড় উপচে পড়ল শহরের দর্শনীয় স্থানগুলিতে (Victoria on 1st Jan) ৷
ছুটি কাটাতে শুধু কলকাতা বা জেলার মানুষ নয়, ভিন রাজ্য থেকেও বহু মানুষ এসেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে ৷ অধিকাংশের মুখেই নেই মাস্ক ৷ পুলিশের ক্রমাগত সতর্ক বার্তার পরেও কার্যত শিকেয় উঠেছে করোনা-বিধি ৷
বছরের প্রথম দিন জমজমাট থাকল কলকাতার দর্শনীয় স্থানগুলি। ছুটি কাটাতে শুধু কলকাতা বা জেলার মানুষ নয়, এমনকি ভিন রাজ্য থেকেও বহু মানুষ এসেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ কলকাতার দর্শনীয় স্থানগুলি ঘুরতে। অনেকেই জানালেন তাদের সারা দিন শহর ঘুরে দেখার পরিকল্পনা। ঘোরাফেরার মাঝেই অনেকে সারলেন খাওয়ার পর্বও। কেউ সচেতন আবার কেউ অসচেতন থেকেই আনন্দে গা-ভাসালেন দিনভর।
আরও পড়ুন : ওমিক্রন আতঙ্কের মধ্যেও বর্ষবরণে ভিড় আলিপুর চিড়িয়াখানায়