ETV Bharat / city

যুবতির অস্বাভাবিক মৃত্যু, অ্যাসিড খেয়ে আত্মহত্যা ? - অ্যাসিড খেয়ে আত্মহত্যা গৃহবধূর

ইশা নামের ওই যুবতির বছর দুয়েক আগে বিয়ে হয় পূর্ব যাদবপুরের বুধেরহাট এলাকার অরিন্দম হালদারের সঙ্গে ৷ বিয়ের পর থেকেই সন্তান না হওয়ায় শুরু হয়েছিল দাম্পত্য অশান্তি । যা মঙ্গলবার কার্তিক পুজোর দিন চরমে ওঠে । তারপরেই যুবতির অস্বাভাবিক মৃত্যু হয়  ৷

অ্যাসিড খেয়ে "আত্মহত্যা" গৃহবধূর
author img

By

Published : Nov 19, 2019, 10:50 PM IST

Updated : Nov 19, 2019, 11:05 PM IST

কলকাতা, ১৯ নভেম্বর: যাদবপুরের বুধেরহাট এলাকায় মঙ্গলবার এক যুবতির অস্বাভাবিক মৃত্যু হয় । তাঁর নাম ইশা হালদার । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিবারে অশান্তির জেরে ওই তরুণী অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

ইশা নামের ওই যুবতির বছর দুয়েক আগে বিয়ে হয় পূর্ব যাদবপুরের বুধেরহাট এলাকার অরিন্দম হালদারের সঙ্গে ৷ বিয়ের পর থেকেই সন্তান না হওয়ায় শুরু হয়েছিল দাম্পত্য অশান্তি । যা মঙ্গলবার কার্তিক পুজোর দিন চরমে ওঠে । তারপরেই যুবতির অস্বাভাবিক মৃত্যু হয় ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ ৷

কলকাতা, ১৯ নভেম্বর: যাদবপুরের বুধেরহাট এলাকায় মঙ্গলবার এক যুবতির অস্বাভাবিক মৃত্যু হয় । তাঁর নাম ইশা হালদার । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিবারে অশান্তির জেরে ওই তরুণী অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷

ইশা নামের ওই যুবতির বছর দুয়েক আগে বিয়ে হয় পূর্ব যাদবপুরের বুধেরহাট এলাকার অরিন্দম হালদারের সঙ্গে ৷ বিয়ের পর থেকেই সন্তান না হওয়ায় শুরু হয়েছিল দাম্পত্য অশান্তি । যা মঙ্গলবার কার্তিক পুজোর দিন চরমে ওঠে । তারপরেই যুবতির অস্বাভাবিক মৃত্যু হয় ৷ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ ৷

Intro:কলকাতা, ১৯ নভেম্বর: বছর দুয়েক আগে বিয়ে। সংসারে তেমন বনিবনা ছিল না। লেগেই থাকত অশান্তি। কার্তিক পুজোর দিন তা চরমে ওঠে। সেই সূত্রে অ্যাসিড খান তরুণী। ভর্তি করা হয়েছিল MR বাঙুর হাসপাতালে। আজ মৃত্যু হল ওই তরুণীর। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। Body:পুলিশ সূত্রে খবর, পূর্ব যাদবপুর থানা এলাকার বুধেরহাটের অরিন্দম হালদার বছর দুয়েক আগে বিয়ে করেন ইশাকে। তারপর থেকে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত । গত শনিবার তাদের বাড়িতে কার্তিক ঠাকুর রেখে যায় কেউ। সেই কার্তিকের পূজ নিয়েও গত রবিবার স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। তারপরেই অ্যাসিড খান ইশা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে।Conclusion:তদন্তকারীরা জেনেছেন, দু'বছর ধরে তাদের সন্তান না হওয়ায় পারিবারিকভাবে চাপ ছিল। নানা সময় গঞ্জনার শিকার নাকি হতে হয়েছে ইশাকে। তার মৃত্যুতে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি কেউ। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ইশার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


Last Updated : Nov 19, 2019, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.