ETV Bharat / city

চুরির হিরে বসানো মঙ্গলসূত্র পরে ফেসবুকে ছবি পোস্ট, গ্রেপ্তার পরিচারিকা - নেকলেস চুরি করে গ্রেপ্তার

গতবছরের 8 জুলাই বেলেঘাটা থানা এলাকার ওই পরিবারের নজরে আসে বাড়ি থেকে চুরি গেছে হীরে-বসানো মঙ্গলসূত্র, তিনটি হিরের কানের দুল, কিছু রুপোর গয়না, শাড়ি এবং নগদ 50 হাজার টাকা । তবে তখন পুলিশে অভিযোগ দায়ের করেনি ।

housemaid arrested
চুরির হিরে বসানো মঙ্গলসূত্র পরে ফেসবুকে ছবি পোস্ট
author img

By

Published : Aug 8, 2020, 5:30 AM IST

কলকাতা, 8 অগাস্ট : গৃহস্থের বাড়ি থেকে চুরি গিয়েছিল হিরের মঙ্গলসূত্র এবং হীরে বসানো তিনটি কানের দুল। সন্দেহের তালিকায় ছিল পরিচারিকা । ঝামেলা এড়াতে ওই পরিবার সেই সময় আর বিষয়টি পুলিশকে জানায়নি । তবে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয় পরিচারিকাকে । আর সেই পরিচারিকা চুরির মঙ্গলসূত্র পরে ফেসবুকে ছবি পোস্ট করে । বিষয়টি নজরে পড়ে ওই বাড়ির গৃহবধূর । এবার পুরো বিষয়টি জানানো হয় বেলেঘাটা থানায় । দায়ের করা হয় অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতে পরিচারিকাকে গ্রেপ্তার করল পুলিশ । উদ্ধার হয়েছে চুরির মঙ্গলসূত্র ।

জানা গেছে, গতবছরের 8 জুলাই বেলেঘাটা থানা এলাকার অভিষেক চুড়িওয়ালের নজরে আসে বাড়ি থেকে চুরি গেছে হীরে-বসানো মঙ্গলসূত্র, তিনটি হিরের কানের দুল, কিছু রুপোর গয়না, শাড়ি এবং নগদ 50 হাজার টাকা । 2018 সালের 28 ডিসেম্বর থেকে গত বছর 8 জুলাইয়ের মধ্যে এই জিনিসপত্র চুরি যায় । ওই পরিবারের সন্দেহ গিয়ে পড়ে পরিচারিকা দুর্গা ওরফে অঞ্জলির উপরে। তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয় । কিন্তু বিষয়টি নিয়ে পুলিশে আর অভিযোগ দায়ের করেনি তারা । দিন কয়েক আগে অভিষেকের স্ত্রী দেখতে পান অঞ্জলি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে চুরি যাওয়া মঙ্গলসূত্রের মতো দেখতে একটি মঙ্গলসূত্র পরে ছবি দিয়েছে। বিষয়টি তিনি জানান স্বামীকে । গতকাল তাঁরা বেলেঘাটা থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ । মুচিপাড়া থানা এলাকার লাট্টু পাড়ায় হানা দেয় পুলিশের দল । সেখানেই থাকে অঞ্জলি । তাকে আটক করা হয়।

অঞ্জলিকে জিজ্ঞাসাবাদ করতেই বেশ কিছু অসঙ্গতি পায় পুলিশ । তারপরই তার বাড়ি সার্চ করা হয় । উদ্ধার হয় চুরি যাওয়া মঙ্গলসূত্রের মতো দেখতে একটি মঙ্গলসূত্র । তারপরই তাকে গ্রেপ্তার করে সেন্ট্রাল লকআপে পাঠানো হয়। শনিবার ধৃতকে শিয়ালদা আদালতে পেশ করা হবে । পুলিশ অঞ্জলিকে হেপাজতে নেওয়ার আবেদন জানাবে আদালতে । কারণ তদন্তকারীরা মনে করছেন, তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন ।

কলকাতা, 8 অগাস্ট : গৃহস্থের বাড়ি থেকে চুরি গিয়েছিল হিরের মঙ্গলসূত্র এবং হীরে বসানো তিনটি কানের দুল। সন্দেহের তালিকায় ছিল পরিচারিকা । ঝামেলা এড়াতে ওই পরিবার সেই সময় আর বিষয়টি পুলিশকে জানায়নি । তবে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয় পরিচারিকাকে । আর সেই পরিচারিকা চুরির মঙ্গলসূত্র পরে ফেসবুকে ছবি পোস্ট করে । বিষয়টি নজরে পড়ে ওই বাড়ির গৃহবধূর । এবার পুরো বিষয়টি জানানো হয় বেলেঘাটা থানায় । দায়ের করা হয় অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতে পরিচারিকাকে গ্রেপ্তার করল পুলিশ । উদ্ধার হয়েছে চুরির মঙ্গলসূত্র ।

জানা গেছে, গতবছরের 8 জুলাই বেলেঘাটা থানা এলাকার অভিষেক চুড়িওয়ালের নজরে আসে বাড়ি থেকে চুরি গেছে হীরে-বসানো মঙ্গলসূত্র, তিনটি হিরের কানের দুল, কিছু রুপোর গয়না, শাড়ি এবং নগদ 50 হাজার টাকা । 2018 সালের 28 ডিসেম্বর থেকে গত বছর 8 জুলাইয়ের মধ্যে এই জিনিসপত্র চুরি যায় । ওই পরিবারের সন্দেহ গিয়ে পড়ে পরিচারিকা দুর্গা ওরফে অঞ্জলির উপরে। তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয় । কিন্তু বিষয়টি নিয়ে পুলিশে আর অভিযোগ দায়ের করেনি তারা । দিন কয়েক আগে অভিষেকের স্ত্রী দেখতে পান অঞ্জলি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে চুরি যাওয়া মঙ্গলসূত্রের মতো দেখতে একটি মঙ্গলসূত্র পরে ছবি দিয়েছে। বিষয়টি তিনি জানান স্বামীকে । গতকাল তাঁরা বেলেঘাটা থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ । মুচিপাড়া থানা এলাকার লাট্টু পাড়ায় হানা দেয় পুলিশের দল । সেখানেই থাকে অঞ্জলি । তাকে আটক করা হয়।

অঞ্জলিকে জিজ্ঞাসাবাদ করতেই বেশ কিছু অসঙ্গতি পায় পুলিশ । তারপরই তার বাড়ি সার্চ করা হয় । উদ্ধার হয় চুরি যাওয়া মঙ্গলসূত্রের মতো দেখতে একটি মঙ্গলসূত্র । তারপরই তাকে গ্রেপ্তার করে সেন্ট্রাল লকআপে পাঠানো হয়। শনিবার ধৃতকে শিয়ালদা আদালতে পেশ করা হবে । পুলিশ অঞ্জলিকে হেপাজতে নেওয়ার আবেদন জানাবে আদালতে । কারণ তদন্তকারীরা মনে করছেন, তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.