ETV Bharat / city

IPL 2022 : নিউ নর্ম্যালে রাতের ইডেনের মায়াবী প্রত্যাবর্তন

মঙ্গলবার চেনা ছন্দে ফিরল ইডেন গার্ডেন্স ৷ দু’বছর পর আইপিএল এর ম্যাচ ফিরেছে ইডেনে ৷ কলকাতার মাঠে কলকাতার দল না থাকলেও, ক্রিকেটই যথেষ্ঠ ছিল ইডেনর গ্যালারি ভরিয়ে তুলতে (Housefull Eden Gardens is Back in Gujarat Titans vs Rajasthan Royals Match) ৷ গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals) ম্যাচে তাই ক্রিকেটকে উপভোগ করতে মাঠ ভরিয়েছিলেন দর্শকরা ৷

IPL Match at Eden Gardens
নিউ নর্ম্যালে রাতের ইডেনের মায়াবী প্রত্যাবর্তন
author img

By

Published : May 25, 2022, 10:12 AM IST

কলকাতা, 25 মে : ফিরল রাতের ইডেনের মায়াবী রূপ ৷ দীর্ঘ দু’বছরের অপেক্ষার পর আবার জমকালো ইডেন ৷ করোনার বিধিনিষেধ সরিয়ে চারদিকে লাল, নীল, বেগুনি আলোর ঝলকানি ৷ নিউ নর্ম্যালে প্রথমবার হাউসফুল ছিল ক্রিকেটের নন্দনকানন (Housefull Eden Gardens is Back in Gujarat Titans vs Rajasthan Royals Match) ৷ দর্শক সংখ্যা ছিল 47,700 । আর সাজসজ্জায় একেবারে একশোয় একশো ৷ স্টেডিয়ামের বাইরেই হোক বা ভিতরে, এলইডি আলোয় ফুটে উঠল ইডেনের মায়াবী রূপ ৷ এটাই আইপিএল (IPL 2022) এর উপরি পাওনা ৷ যেখানে বাইশ গজে ব্যাট বলের যুদ্ধের সঙ্গে মেশে গ্ল্যামার ৷ যার আকর্ষণে দুই-তিনগুণ বেশি টাকা দিয়েও মাঠে ছুটে আসে দর্শক ৷ মাস তিনেক আগেই কলকাতায় হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ ৷ 75 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকলেও ভরেনি গ্যালারি ৷ কিন্তু, মঙ্গলবার সন্ধেয় শহরের ক্রিকেটভক্তদের সবপথ মিশেছিল ইডেনে ৷

গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals) ম্যাচ শুরুর সময় ছিল সাড়ে 7টা থেকে ৷ কিন্তু, বিকেল 4টে থেকেই স্টেডিয়ামে ঢোকার জন্য লাইন দেন দর্শকরা ৷ বেশিরভাগের হাতেই নীল পতাকা ৷ অর্থাৎ, দুধের সাধ মিটছে ঘোলে ৷ কলকাতায় ম্যাচ, কিন্তু নেই কেকেআর ৷ তাতে কী ! নীল জার্সিতে রয়েছে দুই ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি ৷ তবে, তাঁরা উপলক্ষ মাত্র ৷ ইডেনে দু’বছর পর আইপিএল (IPL Play Off) এর ম্যাচ আয়োজিত হয়েছে ৷ স্টেডিয়াম একশো শতাংশ ভরে যাওয়ার পিছনে এই কারণই যথেষ্ঠ ৷ আইপিএল এর প্রথম প্লে-অফ দেখতে ইডেনে হাজির ছিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ৷ বোর্ড কর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জয় শাহ, রাজীব শুক্লা, ব্রিজেশ প্যাটেল এবং অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন : IPL First Qualifier : ফাইনালে গুজরাত, শামি-ঋদ্ধির মঞ্চে ‘কিলার’ সেই মিলারই

‘ইডেন বেল’ বাজিয়ে ম্যাচের সূচনা করেন ভারতের প্রাক্তন বোলার অ্যাবে কুরুভিল্লা ৷ লাল কার্পেটে হেঁটে মাঠে নামেন ক্রিকেটাররা ৷ আর চার বা ছক্কা হলেই মাঠের চারপাশে স্মোক বোম্ব ৷ ওভার শেষে বেজে উঠছিল ডিজে’র প্লেলিস্ট ৷ সেখানে কুমার শানু থেকে হিমেশ রেশমিয়া, ছিল সবার গান ৷ আর সেই ছন্দে তাল মেলালেন ইডেনের দর্শকরা ৷ সঙ্গে আইপিএল এর চিরাচরিত সিগনেচার টিউন ৷ একের পর এক বলিউড রিমিক্স ৷ ক্রিকেটের নন্দনকাননে ফিরল মোবাইল জোনাকি ৷ মুঠোফোনের আলোয় যেন আরও মায়াবী হয়ে উঠেছিল ইডেন গার্ডেন্স ৷

আরও পড়ুন : ইডেনে বাটলার ঝড়, প্রথম কোয়ালিফায়ারে রানের পাহাড়ে রয়্যালস

কেকেআরের ম্যাচ থাকলে হসপিটালিটি বক্সে মাঝে মধ্যে কিং খানকে দেখার সুযোগ থাকে ৷ এদিন সেই সেলিব্রিটি কোশেন্ট মিসিং ছিল ৷ তবে নাই বা থাকলেন তারকারা ৷ ইডেন ফিরেছে ইডেনেই ৷ গত দু’বছর এরই অপেক্ষায় ছিল কলকাতার ক্রিকেট প্রেমীরা ৷ ম্যাচের 24 ঘণ্টা আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ভিউয়ারশিপের ঘাটতি পুশিয়ে দেবে ইডেন ৷ হয়েছেও তাই ৷ এখনও বাকি আসল ম্যাচ ৷ বুধবার নামবেন বিরাট কোহলি ৷ পুলিশের নজরদারি এড়িয়ে ধর্মতলা চত্বরে এ দিনও দেদার টিকিটের কালোবাজারি চলেছে বলে অভিযোগ ৷ বুধবার তাই আরও একটা হাউসফুল ম্যাচের অপেক্ষায় ক্রিকেটের মক্কা ৷

কলকাতা, 25 মে : ফিরল রাতের ইডেনের মায়াবী রূপ ৷ দীর্ঘ দু’বছরের অপেক্ষার পর আবার জমকালো ইডেন ৷ করোনার বিধিনিষেধ সরিয়ে চারদিকে লাল, নীল, বেগুনি আলোর ঝলকানি ৷ নিউ নর্ম্যালে প্রথমবার হাউসফুল ছিল ক্রিকেটের নন্দনকানন (Housefull Eden Gardens is Back in Gujarat Titans vs Rajasthan Royals Match) ৷ দর্শক সংখ্যা ছিল 47,700 । আর সাজসজ্জায় একেবারে একশোয় একশো ৷ স্টেডিয়ামের বাইরেই হোক বা ভিতরে, এলইডি আলোয় ফুটে উঠল ইডেনের মায়াবী রূপ ৷ এটাই আইপিএল (IPL 2022) এর উপরি পাওনা ৷ যেখানে বাইশ গজে ব্যাট বলের যুদ্ধের সঙ্গে মেশে গ্ল্যামার ৷ যার আকর্ষণে দুই-তিনগুণ বেশি টাকা দিয়েও মাঠে ছুটে আসে দর্শক ৷ মাস তিনেক আগেই কলকাতায় হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ ৷ 75 শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকলেও ভরেনি গ্যালারি ৷ কিন্তু, মঙ্গলবার সন্ধেয় শহরের ক্রিকেটভক্তদের সবপথ মিশেছিল ইডেনে ৷

গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals) ম্যাচ শুরুর সময় ছিল সাড়ে 7টা থেকে ৷ কিন্তু, বিকেল 4টে থেকেই স্টেডিয়ামে ঢোকার জন্য লাইন দেন দর্শকরা ৷ বেশিরভাগের হাতেই নীল পতাকা ৷ অর্থাৎ, দুধের সাধ মিটছে ঘোলে ৷ কলকাতায় ম্যাচ, কিন্তু নেই কেকেআর ৷ তাতে কী ! নীল জার্সিতে রয়েছে দুই ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি ৷ তবে, তাঁরা উপলক্ষ মাত্র ৷ ইডেনে দু’বছর পর আইপিএল (IPL Play Off) এর ম্যাচ আয়োজিত হয়েছে ৷ স্টেডিয়াম একশো শতাংশ ভরে যাওয়ার পিছনে এই কারণই যথেষ্ঠ ৷ আইপিএল এর প্রথম প্লে-অফ দেখতে ইডেনে হাজির ছিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ৷ বোর্ড কর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জয় শাহ, রাজীব শুক্লা, ব্রিজেশ প্যাটেল এবং অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন : IPL First Qualifier : ফাইনালে গুজরাত, শামি-ঋদ্ধির মঞ্চে ‘কিলার’ সেই মিলারই

‘ইডেন বেল’ বাজিয়ে ম্যাচের সূচনা করেন ভারতের প্রাক্তন বোলার অ্যাবে কুরুভিল্লা ৷ লাল কার্পেটে হেঁটে মাঠে নামেন ক্রিকেটাররা ৷ আর চার বা ছক্কা হলেই মাঠের চারপাশে স্মোক বোম্ব ৷ ওভার শেষে বেজে উঠছিল ডিজে’র প্লেলিস্ট ৷ সেখানে কুমার শানু থেকে হিমেশ রেশমিয়া, ছিল সবার গান ৷ আর সেই ছন্দে তাল মেলালেন ইডেনের দর্শকরা ৷ সঙ্গে আইপিএল এর চিরাচরিত সিগনেচার টিউন ৷ একের পর এক বলিউড রিমিক্স ৷ ক্রিকেটের নন্দনকাননে ফিরল মোবাইল জোনাকি ৷ মুঠোফোনের আলোয় যেন আরও মায়াবী হয়ে উঠেছিল ইডেন গার্ডেন্স ৷

আরও পড়ুন : ইডেনে বাটলার ঝড়, প্রথম কোয়ালিফায়ারে রানের পাহাড়ে রয়্যালস

কেকেআরের ম্যাচ থাকলে হসপিটালিটি বক্সে মাঝে মধ্যে কিং খানকে দেখার সুযোগ থাকে ৷ এদিন সেই সেলিব্রিটি কোশেন্ট মিসিং ছিল ৷ তবে নাই বা থাকলেন তারকারা ৷ ইডেন ফিরেছে ইডেনেই ৷ গত দু’বছর এরই অপেক্ষায় ছিল কলকাতার ক্রিকেট প্রেমীরা ৷ ম্যাচের 24 ঘণ্টা আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ভিউয়ারশিপের ঘাটতি পুশিয়ে দেবে ইডেন ৷ হয়েছেও তাই ৷ এখনও বাকি আসল ম্যাচ ৷ বুধবার নামবেন বিরাট কোহলি ৷ পুলিশের নজরদারি এড়িয়ে ধর্মতলা চত্বরে এ দিনও দেদার টিকিটের কালোবাজারি চলেছে বলে অভিযোগ ৷ বুধবার তাই আরও একটা হাউসফুল ম্যাচের অপেক্ষায় ক্রিকেটের মক্কা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.