কলকাতা, 22 জুলাই : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2021) ৷ পাশের হার 97.69 শতাংশ ৷ ছেলেদের পাশের হার 97.70 শতাংশ ৷ মেয়েদের পাশের হার প্রায় সমান ৷ জেলাজুড়ে পাশের হার 90 শতাংশের বেশি ৷ প্রথম দশে রয়েছে 86 জন ৷ এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে মুর্শিদাবাদের এক ছাত্রী ৷ তার প্রাপ্ত নম্বর 499 ৷
এ বছর নাম নথিভুক্ত ছিল 8,19,202 জন পরীক্ষার্থীর ৷ করোনা আবহে পরীক্ষা না-হওয়ায় তাদের অন্তর্বর্তী মূল্যায়নের মাধ্যমে ফল প্রকাশিত হয়েছে ৷ কয়েকটি পরিসংখ্যান একনজরে দেখে নেব...
পরীক্ষার্থী | পাশের হার (%) |
মোট | 97.69 |
ছেলে | 97.70 |
মেয়ে | 97.70 |
জেলা | 90+ |
সংখ্যালঘু | 97.46 |
তফশিলি জাতি/উপজাতি | 97.33 |
কলা বিভাগ | 97.39 |
বিজ্ঞান বিভাগ | 99.28 |
বাণিজ্য | 99.08 |
উর্দু ভাষাভাষি | 98.47 |
নেপালি ভাষাভাষি | 97.81 |
সাঁওতালি ভাষাভাষি | 96.74 |
এ বার দেখে নেব কতজন পরীক্ষার্থী কী কী গ্রেড পেল...
আরও পড়ুন: Higher Secondary Result : আজ উচ্চ মাধ্যমিকের ফল, ওয়েবসাইটে জানা যাবে চারটের পর
গ্রেড | প্রাপ্ত নম্বর | পরীক্ষার্থী (জন) |
ও | 90-100 | 9,013 |
এ+ | 80-89 | 49,370 |
এ | 70-79 | 95,758 |
বি+ | 60-69 | 1,65,186 |
এ দিন সংসদের তরফে জানানো হয়, এবছর বেশ কয়েকটি স্কুল তড়িঘড়ি করে ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণির ফল সংসদে জমা দিয়েছে ৷ এর ফলে ফলাফল ত্রুটিপূর্ণ ছিল ৷ অনেক স্কুল আবার মাত্রাতিরিক্ত নম্বর দিয়ে ত্রুটিপূর্ণ রেজাল্ট পাঠিয়েছে ৷ সেই সব বিদ্যালয়ের নম্বর চাইলে আটকানো যেত, কিন্তু সামগ্রিক ছাত্রছাত্রীদের প্রতি সুবিচার করতে যথাযথ মূল্যায়ন করে সেই অনুযায়ী ফল প্রকাশ করা হয়েছে বলে জানানো হয় ৷ যদি কোনও বিদ্যালয়ের ফল নিয়ে কিছু বলার থাকে, তাহলে 2020 সালে সংসদের ইমেলে পাঠানো মূল রেজাল্টের স্ক্যানড কপি ও ছাত্রছাত্রীদের 2020 সালের ফল একটি আবেদন পত্র-সহ সংসদের আঞ্চলিক কার্যালয়ে পেশ করতে বলা হয়েছে ৷ এরপর সংসদ তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ৷ বিশেষজ্ঞরা যাচাই করার পর যে নম্বর ধার্য করবেন, সেটাই চূড়ান্ত নম্বর হিসেবে বিবেচিত হবে ৷
আরও পড়ুন : মাধ্যমিকে এবার পাশ 100 শতাংশ, সর্বোচ্চ নম্বর পেল 79 জন
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট wbresults.nic.in থেকে জানা যাবে ফলাফল ৷ মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট জানতে হলে www.results.shiksha এবং এসএমএসের মাধ্যমে www.exametc.com এবং www.indiaresults.com থেকে ফলাফল জানা যাবে ৷ এইসব ওয়েবসাইট থেকে আজ বিকেল চারটের পর থেকেই রেজাল্ট জানা যাচ্ছে ৷ তবে তার আগে পরীক্ষার্থীদের তাঁদের রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল নম্বর রেজিস্টার করাতে হবে ৷ আগামিকাল 52টি কেন্দ্র থেকে মার্কশিট প্রদান করা হবে ৷ কোভিড বিধি মেনে মার্কশিট দেওয়া হবে বলে জানিয়েছে সংসদ ৷