কলকাতা, 8 ফেব্রুয়ারি: নতুন গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) লাগানোর নিয়ম আগেই বাধ্যতামূলক করা হয়েছিল ,তবে এবার থেকে HSRP লাগাতে হলে গাড়ির মালিককে কোনও রকম বাড়তি খরচ করতে হবে না । এমনটাই ঘোষণা করল রাজ্যের পরিবহন দপ্তর । চলতি মাস থেকেই এই বিশেষ ব্যবস্থাটি বলবৎ করা হয়েছে ।
রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত গাড়ি বিক্রেতাদের জানানো হয় যে, নতুন গাড়ির রেজিস্ট্রেশনের সময় HSRP লাগানো হবে বিনামূল্যে ৷ নোটিশটিতে বলা হয়েছে, নতুন গাড়ির রেজিস্ট্রেশন পেতে হলে গাড়ির মালিকের হয়ে গাড়ি বিক্রেতাকে e-vahan -এ অনলাইন মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে । কাগজপত্র ও গাড়ির খুঁটিনাটি খতিয়ে দেখার পর দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর । অনলাইনের মাধ্যমেই পাওয়া যাবে সেই নম্বর । এর ফলে গাড়ির মালিককে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়াতে হবে না আর । HSRP নম্বরটিকে রেজিস্ট্রেশন নম্বরের উপর খোদাই করে তবেই গাড়ির মালিকের হাতে তাঁর নতুন গাড়ি তুলে দেওয়া হবে ।
গাড়ির নাম্বার প্লেটের জাল করার ঘটনা এর আগে অনেকবার সামনে এসেছে । জাল নাম্বার প্লেট বা একই নাম্বার প্লেট দুটি গাড়িতে ব্যবহার করা- এই ধরনের অনিয়মকে রুখতেই কেন্দ্রীয় সরকার সমস্ত দু'চাকা ও চার চাকার গাড়ির ক্ষেত্রে HSRP বাধ্যতামূলক করেছিল অনেকদিন আগেই । এই ডিজিটাল ব্যবস্থার ফলে প্রতিটি গাড়ির নিজস্ব HSRP কোড থাকবে । দুটি গাড়ির কোড নম্বর কোনও মতেই এক হবে না ।