ETV Bharat / city

এবার থেকে বিনামূল্যে মিলবে গাড়ির হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট

নতুন গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) লাগানোর নিয়ম আগেই বাধ্যতামূলক করা হয়েছিল ,তবে এবার থেকে HSRP লাগাতে হলে গাড়ির মালিককে কোনও রকম বাড়তি খরচ করতে হবে না ।

High security Plate
বিনামূল্যে মিলবে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট
author img

By

Published : Feb 8, 2020, 3:28 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: নতুন গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) লাগানোর নিয়ম আগেই বাধ্যতামূলক করা হয়েছিল ,তবে এবার থেকে HSRP লাগাতে হলে গাড়ির মালিককে কোনও রকম বাড়তি খরচ করতে হবে না । এমনটাই ঘোষণা করল রাজ্যের পরিবহন দপ্তর । চলতি মাস থেকেই এই বিশেষ ব্যবস্থাটি বলবৎ করা হয়েছে ।

রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত গাড়ি বিক্রেতাদের জানানো হয় যে, নতুন গাড়ির রেজিস্ট্রেশনের সময় HSRP লাগানো হবে বিনামূল্যে ৷ নোটিশটিতে বলা হয়েছে, নতুন গাড়ির রেজিস্ট্রেশন পেতে হলে গাড়ির মালিকের হয়ে গাড়ি বিক্রেতাকে e-vahan -এ অনলাইন মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে । কাগজপত্র ও গাড়ির খুঁটিনাটি খতিয়ে দেখার পর দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর । অনলাইনের মাধ্যমেই পাওয়া যাবে সেই নম্বর । এর ফলে গাড়ির মালিককে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়াতে হবে না আর । HSRP নম্বরটিকে রেজিস্ট্রেশন নম্বরের উপর খোদাই করে তবেই গাড়ির মালিকের হাতে তাঁর নতুন গাড়ি তুলে দেওয়া হবে ।

গাড়ির নাম্বার প্লেটের জাল করার ঘটনা এর আগে অনেকবার সামনে এসেছে । জাল নাম্বার প্লেট বা একই নাম্বার প্লেট দুটি গাড়িতে ব্যবহার করা- এই ধরনের অনিয়মকে রুখতেই কেন্দ্রীয় সরকার সমস্ত দু'চাকা ও চার চাকার গাড়ির ক্ষেত্রে HSRP বাধ্যতামূলক করেছিল অনেকদিন আগেই । এই ডিজিটাল ব্যবস্থার ফলে প্রতিটি গাড়ির নিজস্ব HSRP কোড থাকবে । দুটি গাড়ির কোড নম্বর কোনও মতেই এক হবে না ।

কলকাতা, 8 ফেব্রুয়ারি: নতুন গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) লাগানোর নিয়ম আগেই বাধ্যতামূলক করা হয়েছিল ,তবে এবার থেকে HSRP লাগাতে হলে গাড়ির মালিককে কোনও রকম বাড়তি খরচ করতে হবে না । এমনটাই ঘোষণা করল রাজ্যের পরিবহন দপ্তর । চলতি মাস থেকেই এই বিশেষ ব্যবস্থাটি বলবৎ করা হয়েছে ।

রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত গাড়ি বিক্রেতাদের জানানো হয় যে, নতুন গাড়ির রেজিস্ট্রেশনের সময় HSRP লাগানো হবে বিনামূল্যে ৷ নোটিশটিতে বলা হয়েছে, নতুন গাড়ির রেজিস্ট্রেশন পেতে হলে গাড়ির মালিকের হয়ে গাড়ি বিক্রেতাকে e-vahan -এ অনলাইন মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে । কাগজপত্র ও গাড়ির খুঁটিনাটি খতিয়ে দেখার পর দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর । অনলাইনের মাধ্যমেই পাওয়া যাবে সেই নম্বর । এর ফলে গাড়ির মালিককে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়াতে হবে না আর । HSRP নম্বরটিকে রেজিস্ট্রেশন নম্বরের উপর খোদাই করে তবেই গাড়ির মালিকের হাতে তাঁর নতুন গাড়ি তুলে দেওয়া হবে ।

গাড়ির নাম্বার প্লেটের জাল করার ঘটনা এর আগে অনেকবার সামনে এসেছে । জাল নাম্বার প্লেট বা একই নাম্বার প্লেট দুটি গাড়িতে ব্যবহার করা- এই ধরনের অনিয়মকে রুখতেই কেন্দ্রীয় সরকার সমস্ত দু'চাকা ও চার চাকার গাড়ির ক্ষেত্রে HSRP বাধ্যতামূলক করেছিল অনেকদিন আগেই । এই ডিজিটাল ব্যবস্থার ফলে প্রতিটি গাড়ির নিজস্ব HSRP কোড থাকবে । দুটি গাড়ির কোড নম্বর কোনও মতেই এক হবে না ।

Intro:নতুন গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) লাগানো আগেই বাধ্যতামূলক হয়েছে। তবে এবার থেকে HSRP লাগাতে হলে গাড়ির মালিককে আর কোনও রকম বাড়তি খরচ করতে হবে না। আজ এমনটাই ঘোষণা করল রাজ্যের পরিবহন দপ্তর। এই বিশেষ ব্যবস্থাটি চলতি মাস থেকেই বলবৎ করা হয়েছে।


Body:রাজ্য পরিবহন দপ্তর আজ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত গাড়ি বিক্রেতাদের এই কথা জানিয়েছে যে নতুন গাড়ির রেজিস্ট্রেশনের সময় বিনামূল্যে HSRP লাগাতে হবে।

গাড়ির নাম্বার প্লেটের জাল করার ঘটনা এর আগে অনেকবার সামনে এসড়ছে। নাম্বার প্লেট জাল করা বা একই নাম্বার প্লেট দুটি গাড়িতে ব্যবহার করা এই ধরণের অনিয়মকে রুখতে কেন্দ্র সরকার সমস্ত দুচাক ও চার চাকা গাড়ির ক্ষেত্রে HSRP বাধ্যতামূলক করেছে অনেক আগেই।

নোটিশটির মাধ্যমে আরও জানান হয়েছে যে নতুন গাড়ির রেজিস্ট্রেশন পেতে হলে গাড়ির মালিকের হয়ে গাড়ি বিক্রেতাকে e-vahan অনলাইনের মাধ্যমে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে। কাগজপত্র ও গাড়ির খুঁটিনাটি খতিয়ে দেখার পর দেওয়া হবে রেজিস্ট্রেশন নম্বর। অনলানের মাধমেই পাওয়া যাবে সেই নম্বর।

এর ফলে গাড়ির মালিককে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাড়াতে হবে না। সেই HSRP নম্বরটিকে রেজিস্ট্রেশন নম্বরের উপর খোদাই করে তবেই গাড়ির মালিকের হাতে তাঁর নতুন গাড়ি তুলে দেওয়া হবে।


Conclusion:এই ডিজিটাল ব্যবস্থার ফলে প্রতিটি গাড়ির নিজস্ব HSRP কোড থাকবে। দুটি গাড়ির কোড নম্বর কোনো মতেই এক হবে না।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.