ETV Bharat / city

Ol Chiki Script Teachers : ফের অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন, চেয়ারম্যান ও সচিবকে তলব হাইকোর্টের - School Service Commission

এবার অলচিকি হরফে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠল এসএসসি-র বিরুদ্ধে (allegation of irregularities in recruitment process) ।

recruitment process
ফের অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন
author img

By

Published : Dec 7, 2021, 4:56 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর : ফের অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) । এবার অলচিকি হরফে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠল এসএসসি-র বিরুদ্ধে (allegation of irregularities in recruitment process) ।

নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা এ নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন । স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে সন্তোষজনক উত্তর দিতে না পারায় আগামিকাল সকাল সাড়ে দশটায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সচিবকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ।

আরও পড়ুন : Calcutta High Court : 25 কর্মীর বেতন আপাতত বন্ধ, অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত চাইল রাজ্য

নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দেওয়া প্রায় 250-300 জন মামলাকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । অভিযোগ, অলচিকি হরফে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগের জন্য 2020-এর ডিসেম্বরে বিজ্ঞপ্তি জারি হয় ৷ তারপর পরীক্ষাও নেওয়া হয় । প্রায় 465টি শূন্যপদ ছিল । তাড়াহুড়ো করে নিয়োগ প্রক্রিয়া চালাতে গিয়ে প্রার্থীদের নম্বরের বিভাজন-সহ অন্য আরও অনেক বিষয়ই স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন । ফলে যে প্রার্থীরা চাকরি পাননি, তাঁদের পক্ষে কোনও ভাবেই বোঝা সম্ভব নয় কীসের ভিত্তিতে, কেন তাঁদের আবেদন বাতিল করা হয়েছে । আগামিকাল সকালে আদালতে এসে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সচিবকে এই সমস্ত ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের ।

অলচিকি হরফে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠল এসএসসি-র বিরুদ্ধে ।

মামলাকারীদের আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস বলেন, "আবেদনকারীদের মূল বক্তব্য হচ্ছে, প্যানেল আইন মেনে তৈরি করা হয়নি ৷ যাঁরা চাকরি পেয়েছেন ও যাঁদের বাতিল করা হয়েছে তাদের নম্বরের বিভাজন (ওয়েটেজ) উল্লেখ করেনি কমিশন ৷"

কলকাতা, 7 ডিসেম্বর : ফের অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) । এবার অলচিকি হরফে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠল এসএসসি-র বিরুদ্ধে (allegation of irregularities in recruitment process) ।

নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা এ নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন । স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে সন্তোষজনক উত্তর দিতে না পারায় আগামিকাল সকাল সাড়ে দশটায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সচিবকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ।

আরও পড়ুন : Calcutta High Court : 25 কর্মীর বেতন আপাতত বন্ধ, অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত চাইল রাজ্য

নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দেওয়া প্রায় 250-300 জন মামলাকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । অভিযোগ, অলচিকি হরফে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগের জন্য 2020-এর ডিসেম্বরে বিজ্ঞপ্তি জারি হয় ৷ তারপর পরীক্ষাও নেওয়া হয় । প্রায় 465টি শূন্যপদ ছিল । তাড়াহুড়ো করে নিয়োগ প্রক্রিয়া চালাতে গিয়ে প্রার্থীদের নম্বরের বিভাজন-সহ অন্য আরও অনেক বিষয়ই স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন । ফলে যে প্রার্থীরা চাকরি পাননি, তাঁদের পক্ষে কোনও ভাবেই বোঝা সম্ভব নয় কীসের ভিত্তিতে, কেন তাঁদের আবেদন বাতিল করা হয়েছে । আগামিকাল সকালে আদালতে এসে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সচিবকে এই সমস্ত ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের ।

অলচিকি হরফে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠল এসএসসি-র বিরুদ্ধে ।

মামলাকারীদের আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস বলেন, "আবেদনকারীদের মূল বক্তব্য হচ্ছে, প্যানেল আইন মেনে তৈরি করা হয়নি ৷ যাঁরা চাকরি পেয়েছেন ও যাঁদের বাতিল করা হয়েছে তাদের নম্বরের বিভাজন (ওয়েটেজ) উল্লেখ করেনি কমিশন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.