ETV Bharat / city

High Court summon police report : বিশ্বভারতী কর্তৃপক্ষের সব ঘরে তালা মারার অভিযোগে পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের - Visva-Bharati University

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ সব ঘরে তালা মারায় ছাত্র -ছাত্রীদের পঠন পাঠনে সমস্যা সৃষ্টি করছে, কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিল হাইকোর্ট (High Court summoned police report regarding Visva-Bharati University room lock issue) । এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের ।

calcutta High Court
High court
author img

By

Published : Mar 7, 2022, 2:13 PM IST

কলকাতা, 7 মার্চ : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্র -ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের বিরূদ্ধে সব ঘরে তালা মেরে রাখার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (High Court summoned police report regarding Visva-Bharati University room lock issue) । সেই ব্যাপারেই বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাইকোর্ট । 24 ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ।

একইসঙ্গে বলা হয়েছে ভার্চুয়ালিভাবে এসপিকে হাজির থাকতে হবে শুনানিতে । অচলাবস্থা কাটানোর বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই মামলার শুনানিতে আজ বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, বিশ্ববিদ্যালয়ের ঘরে তালা দিয়ে রেখে পঠন-পাঠনে অন্তরায় করছে কি না, তালা দেওয়া হলো কেন, তাই নিয়ে রিপোর্ট জমা দিতে হবে জেলা পুলিশ সুপারকে (Visva-Bharati protest) ।

আরও পড়ুন : Visva Bharati Protest : বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তা যেন শান্তিপূর্ণ হয়, জানাল কলকাতা হাইকোর্ট

আজ মামলার শুনানিতে বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজীবীদের অভিযোগ, জেলা পুলিশ সব দেখেও চুপ । কোনও ব্যবস্থা নিচ্ছে না তারা । অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের তরফ থেকে দাবি করা হয়, বিশ্বভারতী কর্তৃপক্ষ সমস্ত জায়গায় তালা মেরে রেখে দিয়েছে । ছাত্ররা আদালতের নির্দেশ মেনে আইন মোতাবেক এবং পুলিশকে জানিয়ে নির্দিষ্ট স্থানে আন্দোলন করছে বলে দাবি ।

আরও পড়ুন :HC on Bengal Civic Polls : পৌরভোটের অনিয়ম সংক্রান্ত মামলায় এবার জাতীয় নির্বাচন কমিশনকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল খোলা সহ আরো অন্যান্য দাবিতে বেশ কিছুদিন ধরে বিশ্বভারতীতে আন্দোলন করছেন ছাত্র-ছাত্রীরা (Visva Bharati Protest) । কিন্তু অভিযোগ, অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পথ আটকে এটা করা হচ্ছে । অবিলম্বে এই আন্দোলন বন্ধ করা হোক । অবশ্য বিচারপতি মান্থা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, আন্দোলন করা ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার ।

কলকাতা, 7 মার্চ : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্র -ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের বিরূদ্ধে সব ঘরে তালা মেরে রাখার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (High Court summoned police report regarding Visva-Bharati University room lock issue) । সেই ব্যাপারেই বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাইকোর্ট । 24 ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ।

একইসঙ্গে বলা হয়েছে ভার্চুয়ালিভাবে এসপিকে হাজির থাকতে হবে শুনানিতে । অচলাবস্থা কাটানোর বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই মামলার শুনানিতে আজ বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, বিশ্ববিদ্যালয়ের ঘরে তালা দিয়ে রেখে পঠন-পাঠনে অন্তরায় করছে কি না, তালা দেওয়া হলো কেন, তাই নিয়ে রিপোর্ট জমা দিতে হবে জেলা পুলিশ সুপারকে (Visva-Bharati protest) ।

আরও পড়ুন : Visva Bharati Protest : বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তা যেন শান্তিপূর্ণ হয়, জানাল কলকাতা হাইকোর্ট

আজ মামলার শুনানিতে বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজীবীদের অভিযোগ, জেলা পুলিশ সব দেখেও চুপ । কোনও ব্যবস্থা নিচ্ছে না তারা । অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের তরফ থেকে দাবি করা হয়, বিশ্বভারতী কর্তৃপক্ষ সমস্ত জায়গায় তালা মেরে রেখে দিয়েছে । ছাত্ররা আদালতের নির্দেশ মেনে আইন মোতাবেক এবং পুলিশকে জানিয়ে নির্দিষ্ট স্থানে আন্দোলন করছে বলে দাবি ।

আরও পড়ুন :HC on Bengal Civic Polls : পৌরভোটের অনিয়ম সংক্রান্ত মামলায় এবার জাতীয় নির্বাচন কমিশনকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল খোলা সহ আরো অন্যান্য দাবিতে বেশ কিছুদিন ধরে বিশ্বভারতীতে আন্দোলন করছেন ছাত্র-ছাত্রীরা (Visva Bharati Protest) । কিন্তু অভিযোগ, অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পথ আটকে এটা করা হচ্ছে । অবিলম্বে এই আন্দোলন বন্ধ করা হোক । অবশ্য বিচারপতি মান্থা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, আন্দোলন করা ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.