ETV Bharat / city

সোমবার নয়, রাজীবের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি কাল দুপুর পর্যন্ত

author img

By

Published : Aug 29, 2019, 3:22 PM IST

Updated : Aug 29, 2019, 7:03 PM IST

চেয়েছিলেন সোমবার পর্যন্ত ৷ কিন্তু, আজ কলকাতা হাইকোর্টে প্রাক্তন নগরপাল রাজীব কুমারের রক্ষাকবচ সংক্রান্ত সেই আর্জি খারিজ করে জানিয়ে দিল, আগামীকাল দুপুর পর্যন্ত তা বলবৎ থাকবে ৷

রাজীব কুমার

কলকাতা, 29 অগাস্ট: চেয়েছিলেন সোমবার পর্যন্ত ৷ কিন্তু, আজ কলকাতা হাইকোর্টে প্রাক্তন নগরপাল রাজীব কুমারের রক্ষাকবচ সংক্রান্ত সেই আর্জি খারিজ করে জানিয়ে দিল, আগামীকাল দুপুর পর্যন্ত তা বলবৎ থাকবে ৷

কলকাতার প্রাক্তন নগরপালকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল CBI ৷ কিন্তু তাদের আবেদনের বিরুদ্ধে হাইকোর্টে আইনি সুরক্ষা চেয়ে দ্বারস্থ হন রাজীব কুমার ৷ সেই সূত্রেই প্রাক্তন CP-র সুরক্ষা কবচ আগামী সোমবার পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় ৷ সেই আর্জি বাতিল করে আগামীকাল পর্যন্ত তাঁর রক্ষাকবচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত ৷ পাশাপাশি আগামীকাল রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায়কে তাঁর বক্তব্য শেষ করারও নির্দেশ দেন বিচারপতি মধুমতী মিত্র ৷ তিনি আজকের শুনানিতে রাজীবের আইনজীবীকে বলেন, "আগামীকাল রাজীব কুমারের তরফে আপনার বক্তব্য শেষ করতে হবে ৷ না হলে আমি আর এই বিষয়ে কোনও মন্তব্য শুনব না ৷ " আগামী সোমবার থেকে CBI-র আইনজীবী তাঁর বক্তব্য পেশ করবেন ৷

আরও পড়ুন : কেন রাজীব কুমারকে ভিলেন বানানো হচ্ছে? প্রশ্ন আইনজীবীর

গতকাল সারদা চিটফান্ড মামলায় আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁর মক্কেল রাজীব কুমারকে ভিলেন প্রতিপন্ন করতে চাইছে ৷ আজ শুনানিতে তিনি বলেন, "মদন মিত্রের মতো পরিণতি আমার মক্কেলের হোক, সেটা কাম্য নয় ৷ মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের নামে CBI দপ্তরে সকাল সাড়ে 10টায় ডাকা হয় ৷ তারপর বিকেল চারটের সময় তাঁকে গ্রেপ্তার করেছিল CBI ৷ " তিনি আরও বলেন, " 2013 সালে সুদীপ্ত সেনের যে মোবাইল সিজ় করা হয়, 2019 সালের মে-তে এসে তা CBI চাইছে ৷ আসলে ফোনটি বর্তমানে কোর্টের দায়িত্বে রয়েছে ৷

কলকাতা, 29 অগাস্ট: চেয়েছিলেন সোমবার পর্যন্ত ৷ কিন্তু, আজ কলকাতা হাইকোর্টে প্রাক্তন নগরপাল রাজীব কুমারের রক্ষাকবচ সংক্রান্ত সেই আর্জি খারিজ করে জানিয়ে দিল, আগামীকাল দুপুর পর্যন্ত তা বলবৎ থাকবে ৷

কলকাতার প্রাক্তন নগরপালকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল CBI ৷ কিন্তু তাদের আবেদনের বিরুদ্ধে হাইকোর্টে আইনি সুরক্ষা চেয়ে দ্বারস্থ হন রাজীব কুমার ৷ সেই সূত্রেই প্রাক্তন CP-র সুরক্ষা কবচ আগামী সোমবার পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় ৷ সেই আর্জি বাতিল করে আগামীকাল পর্যন্ত তাঁর রক্ষাকবচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত ৷ পাশাপাশি আগামীকাল রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায়কে তাঁর বক্তব্য শেষ করারও নির্দেশ দেন বিচারপতি মধুমতী মিত্র ৷ তিনি আজকের শুনানিতে রাজীবের আইনজীবীকে বলেন, "আগামীকাল রাজীব কুমারের তরফে আপনার বক্তব্য শেষ করতে হবে ৷ না হলে আমি আর এই বিষয়ে কোনও মন্তব্য শুনব না ৷ " আগামী সোমবার থেকে CBI-র আইনজীবী তাঁর বক্তব্য পেশ করবেন ৷

আরও পড়ুন : কেন রাজীব কুমারকে ভিলেন বানানো হচ্ছে? প্রশ্ন আইনজীবীর

গতকাল সারদা চিটফান্ড মামলায় আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁর মক্কেল রাজীব কুমারকে ভিলেন প্রতিপন্ন করতে চাইছে ৷ আজ শুনানিতে তিনি বলেন, "মদন মিত্রের মতো পরিণতি আমার মক্কেলের হোক, সেটা কাম্য নয় ৷ মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের নামে CBI দপ্তরে সকাল সাড়ে 10টায় ডাকা হয় ৷ তারপর বিকেল চারটের সময় তাঁকে গ্রেপ্তার করেছিল CBI ৷ " তিনি আরও বলেন, " 2013 সালে সুদীপ্ত সেনের যে মোবাইল সিজ় করা হয়, 2019 সালের মে-তে এসে তা CBI চাইছে ৷ আসলে ফোনটি বর্তমানে কোর্টের দায়িত্বে রয়েছে ৷

Intro:মদন মিত্রের মতো পরিনতি কাম্য নয় বললেন রাজীবের আইনজীবী Body:
মানস নস্কর---

রাজীব কুমারের পরিনতি মদন মিত্রের মতো হোক কাম্য নয়, বললেন রাজীবের আইনজীবী

কলকাতা ২৯ অগাস্ট ঃ
সারদা চিটফান্ড মামলায় অন্যায়ভাবে রাজীব কুমারকে ভিলেন বানাতে চাইছে সিবিআই বলে গতকাল ক্ষোভ ব্যাক্ত করেন রাজীব কুমারের আইনজীবী। আজ শুনানিতে তিনি বলেন আমার মক্কেলের পরিনতি মদন মিত্রের মতো হোক সেটা কাম্য নয়।

আজ রাজীব কুমারের সুরক্ষা কবচ আবার একদিন বাড়লো।সুরক্ষা কবচের মেয়াদ একেবারে সোমবার পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়েছিলেন রাজীব কুমারের আইনজীবী। কিন্ত বিচারপতি তা খারিজ করে দেন।পাশাপাশি আগামীকাল রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জিকে তার বক্তব্য শেষ করতে হবে বলে জানান বিচারপতি ।তারপর সোমবার সিবিআইয়ের আইনজীবী ওয়াই জেড দস্তুর শুরু করবেন তার বক্তব্য। আজ সিবিআইয়ের আইনজীবী বিচারপতির উদ্দেশ্যে বলেন, আগে উনি (রাজীব কুমার) নিজের বক্তব্য শেষ করুন তারপর আমি শুরু করবো না হলে উনি আবার পরে সুপ্রিমকোর্টে গিয়ে বলবেন ওনাকে বলার সুযোগ দেওয়া হয় নি।বিচারপতি তাতে সন্মতি জানান।পাশাপাশি তিনি রাজীব কুমারের আইনজীবীকে বলেন," আগামীকাল রাজীব কুমারের তরফে বক্তব্য শেষ করতে হবে। না হলে আমি আর শুনবো না।"

আজ রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জি বলেন, " মদন মিত্রের মতো পরিনতি হোক আমার মক্কেলের সেটা কাম্য নয়।মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের নামে সিবিআই দপ্তরে সকাল ১০.৩০ এ ডাকা হয়।তারপর বিকেল ৪টের সময় তাকে গ্রেপ্তার করেছিলো সিবিআই। পাশাপাশি তিনি বলেন,"২০১৩ সালে সুদীপ্ত সেনের যে মোবাইল ফোন সিজ করা হয়।২০১৯ সালের মে মাসে এসে সিবিআই সেটা চাইছে! ফোনটি বর্তমানে কোর্টের দায়িত্বে সল্টলেকের জিম্মাখানায় রয়েছে। "Conclusion:
Last Updated : Aug 29, 2019, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.