কলকাতা 7 অক্টোবর: সিবিআই অফিসার ও ইডি আধিকারিকদের আপাতত স্পিকারের কাছে য়াওয়ার প্রয়োজন নেই ৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ৷ আজ মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "স্পিকার সিবিআই ও ইডি আধিকারিকদের কোনও সমন পাঠাননি । একটা নোটিশ দিয়েছিলেন মাত্র।" তবে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা নিজের বক্তব্য জানানোর জন্য আগামিকাল পর্যন্ত সময় চেয়ে নেন ৷ বিচারপতি রাজশেখর মান্থা সলিসিটর জেনারেলের আরজিতে সম্মতি জানিয়েছেন ৷ শুক্রবার বেলা দু'টোর সময় মামলার শুনানি ৷
নারদা মামলায় রাজ্যের তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। পাশাপাশি এদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দেয় নিম্ন আদালতে। কিন্তু চার্জশিট দেওয়ার আগে রাজ্য বিধানসভার স্পিকারের অনুমতি নেওয়া আবশ্যক বলে দাবি করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সম্মতি নেওয়া হয়নি। এর বিরুদ্ধে এই দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে 22 সেপ্টেম্বর বিধানসভা স্পিকারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন রাজ্য বিধানসভার স্পিকার।
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসায় ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট
স্পিকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিবিআই ও ইডি আধিকারিকরা ৷ বিচারপতি বিচারপতি মান্থা গত 4 অক্টোবর মামলার শুনানিতে সিবিআই ও ইডি আধিকারিকদের ওই দিন বিকেলে স্পিকারের কাছে দেখা করে সময় চেয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই মত দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা দেখাও করতে গিয়েছিলেন। কিন্তু স্পিকার উপস্থিত না-থাকায় দেখা করতে পারেননি । বৃহস্পতিবার দেখা করতে যাওয়ার কথা জানানো হয়েছিল স্পিকারের অফিস থেকে। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়ে দেন, আপাতত স্পিকারের সঙ্গে দেখা করতে যাওয়ার দরকার নেই ।