কলকাতা, 21 অগাস্ট : শহরের আরও দুটি ব্রিজে ভারী যান চলাচল নিষিদ্ধ করে দিল কলকাতা পুলিশ । বিশেষজ্ঞদের পরামর্শেই এই সিদ্ধান্ত বলে কলকাতা পুলিশ সূত্রে খবর । কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (KMDA) সম্প্রতি কলকাতা পুলিশকে টালিনালার উপরে অবস্থিত কালীঘাট ব্রিজের উপর দিয়ে ভাবী যান চলাচল নিষিদ্ধ করার পরামর্শ দেয় । একইভাবে RITES-এর পক্ষ থেকে খিদিরপুরের লোহার ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করার পরামর্শ দেওয়া হয় । সেই সূত্রে গতকাল কলকাতার পুলিশের তরফে ওই দুই ব্রিজে ভারী যান চলাচল নিষিদ্ধ করার নির্দেশিকা দেওয়া হয়েছে ।
সেক্ষেত্রে ভারী যান চলাচল করবে কী ভাবে?
কলকাতা পুলিশের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কালীঘাট ব্রিজ সারাইয়ের কাজ করবে KMDA । মঙ্গলবার থেকে সেখানে ভারী যান চলাচল কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হল। এখন থেকে পশ্চিমমুখী পণ্যবাহী গাড়ি হাজরা রোড এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । যাতে তারা উত্তর কিংবা দক্ষিণে কোনও সেতু দিয়ে পার হতে পারে । আর পূর্বমুখী গাড়িগুলি জাজেস কোর্ট রোড থেকে আলিপুর রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । দক্ষিণমুখী ভারী যানবাহনগুলি বাকের রোড এবং ওল্ড জাজেস কোর্ট রোডের সংযোগস্থল থেকে আরও পশ্চিমে ঘুরিয়ে দেওয়া হবে । উত্তরমুখী গাড়িগুলি গোপালনগর রোড এবং ওল্ড জাজেস কোর্ট রোড থেকে পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হবে । রাখালদাস আঢ্য রোডে কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না ।
অন্যদিকে, খিদিরপুর ব্রিজ সারাইয়ের কাজ করবে RITES । কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্রিজের পণ্যবাহী যান চলাচল বন্ধ করা হল । পূর্বমুখী পণ্যবাহী গাড়িগুলি CGR রোড এবং সত্য ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে । আর পশ্চিমমুখী পণ্যবাহী গাড়িগুলি নতুন ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । আলিপুর জাজেস কোর্ট রোড এবং ডায়মন্ডহারবার রোডের ক্রসিং থেকে উত্তরমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারপর থেকে খিদিরপুর পর্যন্ত ডায়মন্ডহারবার রোডে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করবে না ।
দিন কয়েক আগেই কালীঘাট সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেছে কলকাতা উন্নয়ন পর্ষদ । তারপরই ব্রিজ অ্যাডভাইজ়ারি কমিটি এই ব্রিজটি সারাইয়ের প্রয়োজনীয়তা অনুভব করেছে । তবে কবে থেকে এই সারাইয়ের কাজ শুরু হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি ।