ETV Bharat / city

Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, দুর্যোগের ভ্রূকুটি লক্ষ্মীপুজোতেও

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই রাজ্যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ৷ রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টি চলছে ৷ গত 24 ঘণ্টায় শহরে 15.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ তার জেরে তাপমাত্রাও সামান্য কমেছে ৷

heavy rainfall in southern parts of bengal including kolkata, rain may continue till Lakshmi Puja
কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি
author img

By

Published : Oct 18, 2021, 12:10 PM IST

কলকাতা, 18 অক্টোবর: নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি । সেই সঙ্গে রয়েছে পূবালী হাওয়ার দাপটও । সোমবার সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা শহর কলকাতার আকাশে । সেই সঙ্গে অনবরত বৃষ্টি । একই পরিস্থিতি আশেপাশের জেলাগুলিতেও । আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমেও ৷

নিম্নচাপের গতিপথ পর্যবেক্ষণ করে আগেই দুর্যোগের পূর্বাভাস দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া অফিস ৷ আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি চলবে বলে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল ৷ বুধবার লক্ষ্মীপুজো পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এবং মেদিনীপুর এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে তারা ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি চলতে পারে ৷

আরও পড়ুন: Gariahat Murder: গড়িয়াহাটে বৃদ্ধ ও গাড়ির চালকের গলা কাটা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই রাজ্যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ৷ রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টি চলছে ৷ গত 24 ঘণ্টায় শহরে 15.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ তার জেরে তাপমাত্রাও সামান্য কমেছে ৷ গত 24 ঘণ্টায় তাপমাত্রা যেখানে 31.5 ডিগ্রি সেলসিয়াস ছিল, সোমবার তা 29 ডিগ্রিতে এসে ঠেকতে পারে বলে জানা গিয়েছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আগামী 24 ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে ৷ ঝোড়ো হাওয়ার দাপটও চলবে ৷ দুই পরগনা এবং মেদিনীপুরে ঘণ্টায় 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ নদিয়া, হাওড়া, হুগলিতেও সতর্কতা জারি হয়েছে ঝোড়ো হাওয়ার ৷ আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

আরও পড়ুন: Road Block : তীব্র জল সংকট, পানীয় জলের দাবিতে পথ অবরোধ রানিগঞ্জে

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ তেলেঙ্গানার কাছাকাছি রয়েছে ৷ ক্রমশ সেটি উত্তর-পশ্চিমে বেঁকে উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে ৷ তাতে ওড়িশা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পশ্চিমী ঝঞ্ঝা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের সংঘাতের ফলে আগামী কয়েক দিন রাজস্থান এবং হিমাচল প্রদেশেও বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

কলকাতা, 18 অক্টোবর: নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি । সেই সঙ্গে রয়েছে পূবালী হাওয়ার দাপটও । সোমবার সকাল থেকেই কালো মেঘের ঘনঘটা শহর কলকাতার আকাশে । সেই সঙ্গে অনবরত বৃষ্টি । একই পরিস্থিতি আশেপাশের জেলাগুলিতেও । আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমেও ৷

নিম্নচাপের গতিপথ পর্যবেক্ষণ করে আগেই দুর্যোগের পূর্বাভাস দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া অফিস ৷ আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি চলবে বলে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল ৷ বুধবার লক্ষ্মীপুজো পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এবং মেদিনীপুর এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে তারা ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি চলতে পারে ৷

আরও পড়ুন: Gariahat Murder: গড়িয়াহাটে বৃদ্ধ ও গাড়ির চালকের গলা কাটা দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই রাজ্যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ৷ রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টি চলছে ৷ গত 24 ঘণ্টায় শহরে 15.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ তার জেরে তাপমাত্রাও সামান্য কমেছে ৷ গত 24 ঘণ্টায় তাপমাত্রা যেখানে 31.5 ডিগ্রি সেলসিয়াস ছিল, সোমবার তা 29 ডিগ্রিতে এসে ঠেকতে পারে বলে জানা গিয়েছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আগামী 24 ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে ৷ ঝোড়ো হাওয়ার দাপটও চলবে ৷ দুই পরগনা এবং মেদিনীপুরে ঘণ্টায় 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ নদিয়া, হাওড়া, হুগলিতেও সতর্কতা জারি হয়েছে ঝোড়ো হাওয়ার ৷ আপাতত মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

আরও পড়ুন: Road Block : তীব্র জল সংকট, পানীয় জলের দাবিতে পথ অবরোধ রানিগঞ্জে

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ তেলেঙ্গানার কাছাকাছি রয়েছে ৷ ক্রমশ সেটি উত্তর-পশ্চিমে বেঁকে উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে ৷ তাতে ওড়িশা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পশ্চিমী ঝঞ্ঝা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের সংঘাতের ফলে আগামী কয়েক দিন রাজস্থান এবং হিমাচল প্রদেশেও বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.