কলকাতা, ২৪ অগাস্ট : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তর বঙ্গপোসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে । তার জেরে আজ থেকে বৃষ্টি হবে ।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের ভ্রুকুটির জেরে দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে । গত সপ্তাহের শুরুতে উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয় । আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতার কয়েকটি জায়গা ও তার সংলগ্ন হাওড়া, হুগলিতে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । দক্ষিণ ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টি ও জলচ্ছ্বাসের জেরে বাঁধ আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে । পাশাপাশি কৃষিক্ষেতেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে । চাষের জমিতে নোনাজল ঢুকে যাওয়ায় ধান, সবজি ও মাছের ক্ষতির আশঙ্কা করছেন চাষি ও মৎস্যজীবীরা ।